প্যারাটিচারদের নিয়োগ নিয়ে বিশেষ বার্তা কলকাতা হাইকোর্টের।
হাইলাইটস
- আর প্যারাটিচারের মধ্যে থেকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না।
- কলকাতা হাইকোর্টের বিশেষ নির্দেশ।
- আপাতত এই মামলার পরবর্তী শুনানি হবে 30 জানুয়ারি।
গত বছর ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ দেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চপ্রাথমিকের প্যারাটিচারদের ওই ১০%-এর মধ্যেই সুযোগ দিতে হবে। সেই রায় চ্যালেঞ্জ করে ৫০ জন প্রাথমিকের প্যারাটিচার প্রথমে বর্ষশেষের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি চলাকালীন অবকাশকালীন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্যারটিচার নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে না পর্ষদ। ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ