Primary Teacher Recruitment : প্রাথমিকে এখন নয় প্যারাটিচার – calcutta high order not to recruit para teachers


প্যারাটিচারদের নিয়োগ নিয়ে বিশেষ বার্তা কলকাতা হাইকোর্টের।

 

Calcutta High Court.
প্রাথমিকে এখন নয় প্যারাটিচার

হাইলাইটস

  • আর প্যারাটিচারের মধ্যে থেকে প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না।
  • কলকাতা হাইকোর্টের বিশেষ নির্দেশ।
  • আপাতত এই মামলার পরবর্তী শুনানি হবে 30 জানুয়ারি।
এই সময়: আপাতত প্যারাটিচার বা পার্শ্বশিক্ষকদের মধ্যে থেকে কাউকে প্রাথমিকে শিক্ষক হিসেবে নিয়োগ করা যাবে না। আগের অন্তর্বর্তীকালীন নির্দেশ বহাল রেখেই কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) জানাল, সাধারণ ভাবে শিক্ষক নিয়োগ প্রক্রিয়া চলবে। মঙ্গলবার এই নির্দেশ দিয়েছে বিচারপতি সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চ। প্রাথমিক শিক্ষক নিয়োগের (Primary Teacher Recruitment) বিজ্ঞপ্তিতে পর্ষদ জানিয়েছিল, বর্তমানে কর্মরত প্রাথমিকের প্যারাটিচারদের মধ্যে থেকে ১০ শতাংশ শিক্ষক নিয়োগ করা হবে যোগ্যতা বিচার করে। এই বিজ্ঞপ্তি চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা করেন উচ্চপ্রাথমিকের কয়েক জন পার্শ্বশিক্ষক। তাঁদের দাবি ছিল, তাঁদেরও সুযোগ দিতে হবে।

Primary TET Scam : প্রাথমিক দুর্নীতি মামলায় স্ক্যানারে ‘পর্ষদ’-এর ফোন নম্বর, CBI তদন্তের নির্দেশ
গত বছর ২১ নভেম্বর বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Gangopadhyay) নির্দেশ দেন, প্রাথমিকে শিক্ষক নিয়োগের ক্ষেত্রে উচ্চপ্রাথমিকের প্যারাটিচারদের ওই ১০%-এর মধ্যেই সুযোগ দিতে হবে। সেই রায় চ্যালেঞ্জ করে ৫০ জন প্রাথমিকের প্যারাটিচার প্রথমে বর্ষশেষের অবকাশকালীন ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হন। সেই মামলার শুনানি চলাকালীন অবকাশকালীন বেঞ্চে প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে জানানো হয়, প্যারটিচার নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করছে না পর্ষদ। ৩০ জানুয়ারি এই মামলার পরবর্তী শুনানি হবে।

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *