Siliguri News: ‘সোনার গয়নার জৌলুস বাড়িয়ে দেব’, প্রলোভন দেখিয়ে সর্বস্ব হাতিয়ে চম্পট প্রতারকদের – again gold jewellery fraud group active in siliguri police starts investigation


West Bengal Local News সোনার গয়না হাতিয়ে নেওয়ার প্রতারণা চক্র ফের সক্রিয় শিলিগুড়িতে। বাড়ি এসে সোনার গয়না সুন্দর করে দেওয়ার নাম করে গৃহবধূদের বোকা বানাচ্ছে প্রতারকের দল। সোনার গয়না হাতিয়ে পালাচ্ছে প্রতারকরা। শিলিগুড়িতে একাধিক জায়গায় সামনে এসেছে এমন অভিযোগ। প্রতারকদের আতঙ্কে তটস্থ বাসিন্দারা। বার বার এমন প্রতারণার ঘটনায় শহরের নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন।

বছরখানেক আগে শিলিগুড়িতে একটি চক্র সক্রিয় হয়। তাদের সোনা হাতানোর অভিনব পদ্ধতি শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয় সকলের। চক্রের সদস্যরা বিভিন্ন বাড়িতে গিয়ে সোনা পরিষ্কারের কথা বলে সেই সোনা নিয়ে চম্পট দিত। বহু তদন্ত অনুসন্ধানের পরও সেই চক্রের কোনও সদস্যকেি ধরা সম্ভব হয়নি। বেশ কয়েকটি ঘটনা ঘটার পর আপনিই উধাও হয়ে যায় সেই চক্র। বেশ অনেকদিন তাদের কোনও কার্যকলাপের খবর মেলেনি। সম্প্রতি ফের এই চক্রের সক্রিয় হওয়ার খবর মিলেছে।

Bangladesh Border :কোটি টাকার সোনা উদ্ধার! সীমান্তে আটক দুই পাচারকারী

বুধবার শিলিগুড়ির ১৩ নম্বর ওয়ার্ডের আশ্রমপাড়ায় এমনই প্রতারণার মুখে পড়ে লাখ টাকারও বেশি সোনার অলঙ্কার খোয়ালেন এক দম্পতি। এদিন দুপুরে বাড়ির বাইরে বসে রোদ পোহাচ্ছিলেন অশোক মজুমদার ও তাঁর স্ত্রী শিপ্রা মজুমদার। সেসময় দুই যুবক বাইক নিয়ে বাড়ির সামনে আসে। এরপর শিপ্রা দেবীর সঙ্গে গল্প শুরু করেন এক যুবক। সোনার গয়না আরও সুন্দর ও পরিষ্কার করার কথা বলেন। উদাহরণ স্বরূপ হাতে থাকা সোনার চুড়ি এরপর পাউডার জাতীয় জিনিস দিয়ে ঘষতে থাকে। মুহূর্তে চোখের সামনে ঝকঝকে হয়ে ওঠে সোনার চুড়ি। তা দেখে মুগ্ধ হন দম্পতি।

Satyajit Ray Movies: বড় পর্দায় ফের ‘পথের পাঁচালি’ থেকে ‘মহানগর’, বিনা টিকিটেই দেখে আসুন সত্যজিতের মাস্টারপিস

অভিযোগ, এরপরই রীতিমতো জেদ করে আরও গয়না পরিষ্কার করে দেওয়ার কথা বলে ওই বৃদ্ধ দম্পতির সোনার চুরি ও ব্যক্তির সোনার আংটি খুলে নেয় ওই দুই যুবক। এরপর কারচুপি করে দম্পতিকে একটি প্লাস্টিকের প্যাকেট দিয়ে সেইসব সোনার গয়না নিয়ে চম্পট দেয় দুইজন। যাওয়ার সময় তারা বলে এখনই এই প্যাকেট না খুলতে তাতে সোনার গয়নার জৌলুস নষ্ট হয়ে যাবে। সেই মতো যুবকদের চলে যাওয়ার অনেক পরে প্যাকেট খোলার পর দম্পতি দেখে তাতে কিছু পাউডারের প্যাকেট রয়েছে। ঘটনার খবর পেয়ে পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে যায়।

Siliguri News : বেজায় হাসি-কখনও ফ্লাইং কিস! গাড়িতে বসেই মজার অঙ্গভঙ্গি, হতবাক শিলিগুড়ি পুলিশ

দম্পতির অভিযোগ শুনে ও কথা বলে কেস দায়ের করে পুলিশ। এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। শিপ্রা মজুমদার জানান, ”দুইজন এসেছিল বাড়িতে। একজনের মুখে মাস্ক ছিল। তাঁরা জোর করেই সোনার অলঙ্কার পরিষ্কার করতে শুরু করে। আমি মানা করলেও শোনেনি।” কিছুদিন আগে শিলিগুড়ির ২৩ নম্বর ওয়ার্ডে ডাবগ্রামেও একই ঘটনা ঘটে। এক গৃহবধূর সোনার অলঙ্কার নিয়ে চম্পট দেয় দুষ্কৃতী। যদিও সেই ঘটনায় কেউ ধরা পড়েনি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *