West Bengal Weather Update : শীতের ঝোড়ো ইনিংসে ইতি, সংক্রান্তিতে হাড় কাঁপানো ঠান্ডার সম্ভাবনা ক্ষীণ – weather report today temperature increased in kolkata and adjoining area no sign of winter


পাঁচদিনের হাড়কাঁপানো শীতের (Winter 2023) ইনিংসে আপাতত শেষের পথে। পৌষ সংক্রান্তিতে হাঁড়কাপানো শীতের সম্ভাবনা খারিজ করে দিল আলিপুর আবহাওয়া দফতর। আপাতত আর জাঁকিয়ে শীতের কোনও সম্ভাবনা নেই। তবে পারদ ১৫ ডিগ্রি সেলসিয়াসের আশপাশেই ঘোরাফেরা করবে। অর্থাৎ শীতের আমেজ কিছুটা হলেও বজায় থাকবে। আগামী এক সপ্তাহ হাওয়া বদলের তেমন কোনও পূর্বাভাস নেই।

Kolkata Winter : তাপমাত্রা বাড়লেও শীতের দাপট অব্যাহত, বৃহস্পতিবার থেকে ফের হাওয়া বদল
উত্তরবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

বুধবারও উত্তরবঙ্গ জুড়ে ঘন কুয়াশার সতর্কতা। শীতল দিনের পরিস্থিতি রয়েছে মালদা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। দিনভর ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে পার্বত্য অঞ্চল। উত্তরবঙ্গের সব জেলাতেই ঘন কুয়াশার সতর্কতা জারি রয়েছে আগামী সাতদিন পর্যন্ত। কোচবিহার, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে শীতের কামড় অব্যাহত।

Kolkata Weather Today : শীতে জবুথবু কলকাতা, ভাঙল ৫ বছরের তাপমাত্রার রেকর্ড
দক্ষিণবঙ্গে কেমন থাকবে আবহাওয়া?

শীতের আমেজ থাকবে দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। বৃহস্পতিবারের পর থেকে পারদ সামান্য ঊর্ধ্বমুখী হওয়ার সম্ভাবনা। সকাল ও সন্ধ্যায় শীতের আমেজ থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তুলনামূলকভাবে শীতের আমেজ একটু বেশি থাকবে।

Kolkata Winter Update : সামান্য বাড়ল পারদ, হাড়হিম শীত আর কতদিন?
কলকাতাযর তাপমাত্রা কত (Kolkata Weather Update)?

বুধবার থেকে সকাল ৯টার পর কলকাতায় শীতের আমেজ উধাও হবে বলে পূর্বাভাস। আবার সন্ধ্যা ৭টার পর শীতের আমেজ। তবে আগামী কয়েক দিন আকাশ পরিষ্কারই থাকবে শহরে। সকালে হালকা ধোঁয়াশা বা কুয়াশা দেখা গেলেও পরে মেঘমুক্ত পরিষ্কার আকাশ থাকবে। বুধবার সকালে শহরের সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে দাঁড়াল ১৩.৭ ডিগ্রি সেলসিয়াস। মঙ্গলবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩১ থেকে ৯২ শতাংশ।

Darjeeling Weather: সারা রাজ্যে হুহু করে নামছে পারদ, দার্জিলিঙে কবে হবে তুষারপাত?
কেমন থাকবে ভিনরাজ্যের আবহাওয়া?

মঙ্গলবার থেকে ফের পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। বুধবার পঞ্জাব, চণ্ডীগড়, হরিয়ানা সহ উত্তর পশ্চিম ভারতের সমতল অংশে ঢুকবে এই পশ্চিমী ঝঞ্ঝা। এর প্রভাবে বুধবার থেকেই তাপমাত্রা বাড়বে উত্তর পশ্চিম ভারতে। সমতলের অংশেও তাপমাত্রা বাড়বে। তিন থেকে চার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাড়তে পারে আগামী দু’তিন দিনে। ২৪ ঘণ্টা পর পূর্ব ও মধ্য ভারতে তাপমাত্রা বাড়তে পারে। বুধবারের পর গাঙ্গেয় পশ্চিমবঙ্গেও তাপমাত্রা দু’থেকে তিন ডিগ্রি বাড়তে পারে। একমাত্র মহারাষ্ট্রে তাপমাত্রা কমবে দুই থেকে তিন ডিগ্রি।

Darjeeling Weather : ভরা পৌষে পাহাড়ে ‘গরম’, দার্জিলিঙে আদৌ কি এবছর বরফ পড়বে? জবাবে বিশেষজ্ঞ
কোন কোন রাজ্যে তুষারপাতের (Snowfall) সম্ভাবনা?

পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তুষারপাত হবে উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায়। শুক্রবার পর্যন্ত উত্তরপশ্চিম ভারতের সমতলের অংশ পঞ্জাব, হরিয়ানা ও সংলগ্ন এলাকায় এবং উত্তর প্রদেশের কিছু অংশে বৃষ্টি ও ঝঞ্ঝার পরিস্থিতি থাকবে। জম্মু কাশ্মীর, লাদাকে তুষারপাতের সম্ভাবনা বুধবার থেকে শুক্রবারের মধ্যে। বৃহস্পতিবার তুষারপাত হতে পারে হিমাচলপ্রদেশের বেশ কিছু এলাকায়। দিল্লি সহ উত্তর পশ্চিম ভারতের সমতলের অংশে শৈত্যপ্রবাহ ধীরে ধীরে কমবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *