আর বৃহস্পতিবার এমনই কাণ্ড ঘটে গেল বর্ধমান (Bardhaman) শহর এলাকায়। শহরে পড়ল ‘আম আদমি পার্টি’র (Aam Aadmi Party) পোস্টার। বৃহস্পতিবার সকালে শহরের পুলিশ লাইন, ইন্দ্রকানন, জেভিয়ার্স রোডে আম আদমি পার্টির (Aam Aadmi Party) কিছু পোস্টার দেখা যায়। যা নিয়ে আবার রাজনৈতিক চাপান উতোর শুরু হয়ে গিয়েছে সংশ্লিষ্ট এলাকায়।
রাজনৈতিক সূত্রে জানা গিয়েছে, বর্ধমানে (Bardhaman) ‘আপ’ দলের তেমন কোনও সংগঠন নেই। এই জায়গাতেই BJP এবং শাসকদলের পক্ষ থেকে একে অপরকে দোষারোপ করা হয়েছে ভোট কাটার চেষ্টার অভিযোগ তুলে। BJP-র জেলা মুখপাত্র মৃত্যুঞ্জয় চন্দ্র জানান, “কোনও রাজনৈতিক দল পোস্টার মারতেই পারে। BJP-র সঙ্গে আম আদমি পার্টির কোনও মিল নেই৷ তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) সঙ্গে আপ-এর গলায় গলায় সম্পর্ক রয়েছে। BJP-র সমর্থন বাড়ায় ভয় পেয়ে তৃণমূলের এইসব ঘুরপথের কার্যকলাপ। শাসকদল আম আদমি পার্টি বা বামেদের (Left Front) অক্সিজেন যোগাতে চাইছে।” যদিও এই অভিযোগ হেলার উড়িয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস (Trinamool Congress)। তৃণমূল কংগ্রেসের জেলা মুখপাত্র প্রসেনজিৎ দাসের কথায়, “BJP-র মাথা খারাপ হয়ে গিয়েছে। পোস্টার যে কেউ মারতেই পারে। যাদের শহরে কোনও লোকজনই নেই এটা তাদের পোস্টার। কিছু রাজনৈতিক দল যারা ভয়ে মাঠে নামতে পারছে না তারাই ঘরে বসে এইসব কাজ করছে।”
যদিও বর্ধমানে প্রথম হলেও রাজ্যে আম আদমি পার্টির এই ধরনের পোস্টার দেওয়া নতুন নয়। গত বছর রাজ্যের বিভিন্ন জায়গায় আম আদমি পার্টিকে (Aam Aadmi Party) পোস্টার সাঁটাতে বা সদস্য সংগ্রহ অভিযান করতে দেখা গিয়েছে। গত সেপ্টেম্বরে আম আদমি পার্টির (Aam Aadmi Party) রাজ্য দফতরের উদ্বোধন হয়েছে কলকাতাতে। এছাড়াও হলদিয়া, মালদহ, কেশিয়ারি, পাত্রসায়েরে আম আদমি পার্টির সদস্যদের পোস্টার সাঁটাতে ও নতুন সদস্য সংগ্রহ অভিযানে নামতে দেখা গিয়েছে। আর তাতেই ধীরে ধীরে কপালে ভাঁজ পড়ছে রাজ্যের শাসক ও বিরোধীদের।