পাশাপাশি আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের (ADPC) জামুড়িয়া থানার (Jamuria Police Station) পুলিশ আধিকারিকের হাতে তুলে দেওয়া হয় স্মারকলিপি। কলকাতায় গঙ্গা আরতির সময় BJP কর্মীদের উপর পুলিশি অত্যাচারের অভিযোগ উঠেছিল। তাঁরই প্রতিবাদে আজকের এই বিক্ষোভ কর্মসূচি বলে জানিয়েছেন BJP নেতারা।
প্রতিবাদে রাজ্য জুড়ে থানা ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছে BJP। এর পরিপ্রেক্ষিতে বুধবার আসানসোলের বেশ কয়েকটি থানা ঘেরাও করা হয়। কিন্তু বৃহস্পতিবার জামুড়িয়া থানায় (Jamuria Police Station) বিক্ষোভ দেখাতে গিয়ে মুখ্যমন্ত্রীর ছবি পোড়ান BJP-র নেতা কর্মীরা। যদিও এক্ষেত্রে পুলিশি বাধার মুখে পড়েননি BJP কর্মীরা। এদিন যখন BJP কর্মীরা মিছিল করে জামুড়িয়া থানার (Jamuria Police Station) সামনে আসেন, তখন তাদের দেখে গেট বন্ধ করে দেওয়া হয় থানার। বাইরে দাঁড়িয়ে BJP কর্মীরা বিক্ষোভ দেখাতে শুরু করেন। তখনই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি পোড়ান BJP কর্মী সমর্থকরা। উল্লেখ্য, গতকাল আসানসোল দক্ষিন থানা ঘেরাওয়ের সময় জেলা সভাপতি দিলীপ দের নেতৃত্বে থানার সামনে মুখ্যমন্ত্রী কুশপুতুল পোড়ায় BJP। সেখানেও কোনও পুলিশি বাধার মুখে পড়তে হয়নি BJP সমর্থকদের।
যদিও অতীতের কথা তুলে ধরলে, তবে মুখ্যমন্ত্রীর কুশপুতুল যখনই BJP পোড়ানোর চেষ্টা করেছে, তখনই বাধা পেয়েছে তারা। এমনকি খন্ডযুদ্ধও হয়েছে পুলিশের সঙ্গে। তবে বুধবার আর বৃহস্পতিবার পুলিশ কোনও অজ্ঞাত কারণে বাধা দেয়নি। থানার সামনেই অবাধেই জ্বলে কুশপুত্তলিকা বা মুখ্যমন্ত্রীর ছবি। এই বিষয়ে পুলিশের কোনও বক্তব্য পাওয়া যায়নি। BJP-র জেলা সম্পাদক বাপ্পা চট্টোপাধ্যায় এই বিষয়ে জানান, “মুখ্যমন্ত্রী সনাতন ধর্মের অনুষ্ঠানে বাধা দিয়েছেন, তাই আমরা তার ছবি পুড়িয়ে প্রতিবাদ করলাম।” এদিন বিক্ষোভ দেখানোর পর কয়েকজন প্রতিনিধি গিয়ে জামুড়িয়া থানার আধিকারিকের হাতে স্মারকলিপি তুলে দেন।
