Kharagpur Railway Flyover : মিটতে চলেছে দীর্ঘদিনের দাবি, খড়গপুরে গিরি ময়দানে ফ্লাইওভার চালু – kharagpur giri maidan railway flyover inaugurated by dilip ghosh


West Bengal News : বহুদিন না, বলা ভালো বহু বছর ধরে এই দিনটার জন্য অপেক্ষা করছিলেন আপামর খড়গপুরবাসী (Kharagpur)। স্বামী বিবেকানন্দর (Swami Vivekananda) জন্মদিনটি রীতিমতো খুশির খবর নিয়ে এল রেল শহরের বাসিন্দাদের জন্য। করোনা কাল কাটিয়ে প্রায় তিন বছরের মাথায় রেল শহরবাসী পেলেন গিরি ময়দান ফ্লাইওভার (Flyover)। স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) ১২৬ তম জন্মজয়ন্তীর দিনেই গিরি ময়দান ফ্লাইওভারের শুভ উদ্বোধন করলেন মেদিনীপুর (Medinipur) লোকসভা কেন্দ্রের সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)।

Jalpaiguri News : জলপাইগুড়ির যানজটের সমস্যা মেটাতে নয়া উদ্যোগ, ফ্লাইওভার তৈরির পরিকল্পনা সাংসদের
রেল দফতর সূত্রে জানা গিয়েছে, গিরি ময়দান রেলওয়ে স্টেশনের ওপর দিয়ে তৈরি এই উড়ালপুল (Flyover) সুভাষপল্লী গিরি ময়দান ও খরিদা জগন্নাথ মন্দিরের মধ্যে সংযোগ রক্ষা করবে। অ্যাপ্রোচ রোড (Approach Road) ধরে প্রায় ১২০০ মিটার দৈর্ঘ্য এই ফ্লাইওভারের। এই ফ্লাইওভার উদ্বোধনের ফলে গোল বাজার থেকে জগন্নাথ মন্দির যাওয়ার রাস্তায় যানজট ব্যাপকভাবে কমানো যাবে বলেই দাবি রেল কর্তাদের।

Vande Bharat Express : বন্দে ভারত কাণ্ডে বিজেপির মুখ পুড়ল? মুখ খুললেন দিলীপ ঘোষ
এই ফ্লাইওভারকে ঘিরে রেল শহরে ইতিমধ্যেই সৌজন্যের বার্তাও লক্ষ্য করা গিয়েছে। খড়্গপুরের (Kharagpur) চাচা তথা প্রয়াত কংগ্রেস (Congress) বিধায়ক জ্ঞান সিং সোহন পালের (Gyan Singh Sohanpal) নামে এই ফ্লাইওভার নামাঙ্কিত করার জন্য ইতিমধ্যে রেলকে চিঠি দিতে চলেছেন BJP সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ফ্লাইওভার উদ্বোধনের দিনে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানিয়েছেন তিনি। বৃহস্পতিবার এই ফ্লাইওভার উদ্বোধনের ফলে রেল শহরবাসীর দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হয়েছে বলেও দাবি করেন BJP সাংসদ। দিলীপ বলেন, “আজ বহু প্রতীক্ষিত গিরি ময়দান ফ্লাইওভার উদ্বোধন হল। খড়গপুরবাসীর অনেক বছরের স্বপ্ন পুরন হল। সাংসদ হিসেবে আমি এই ফ্লাইওভার উদ্বোধন করতে পেরে অত্যন্ত গর্বিত। আমি রেলওয়ে কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছি যে এই ফ্লাইওভারের নামকরণ চাচাজীর নামে করা হোক, নাম হোক জ্ঞান সিং ফ্লাইওভার।”

Dilip Ghosh : ‘তৃণমূল নেতাদের কাঁঠাল গাছের সঙ্গে বাঁধুন…’, মন্তব্য দিলীপের
উল্লেখ্য, ‘চাচাজী’ নামে পরিচিত জ্ঞান সিং সোহনপাল (Gyan Singh Sohanpal) খড়গপুরের ১০ বারের বিধায়ক ছিলেন। কংগ্রেস (Congress) আমলে ছিলেন মন্ত্রী। সব থেকে বড় কথা ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে এই চাচাজীকে হারিয়েই রাজ্যে বিধায়ক হিসেবে যাত্রা শুরু করেছিলেন বর্তমান BJP সাংসদ দিলীপ ঘোষ (Dilip Ghosh)। তার ঠিক এক বছর পরেই ২০১৭ সালে ৯২ বছর বয়সে পরলোক গমন করেন চাচাজী। গতকাল ১১ই জানুয়ারি তাঁর ৯৯ বছরের জন্মদিনে তাঁর প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন সাংসদ দিলীপ ঘোষ। সেই সঙ্গে তাঁর জন্মদিনে শীতবস্ত্র বিতরন করে সৌজন্যতার অভূতপূর্ব নিদর্শন রাখলেন দিলীপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *