উল্লেখ্য, আগামী সপ্তাহে শীত (Winter Update) আরও একটি ঝোড়ো ইনিংস শুরু করতে পারে। আবহাওয়া দফতর সূত্রে খবর, ফের একবার জেলায় জেলায় জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হতে পারে। আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দক্ষিণবঙ্গে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি কুয়াশাছন্ন আকাশ দেখা যাবে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুক্রবার ও শনিবার তাপমাত্রা বেশ কিছুটা বাড়তে চলেছে। দুই থেকে চার ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রার পারদ, জানা গিয়েছে এমনটাই। রবিবারও একই পরিস্থিতি বজায় থাকবে। কিন্তু, আগামী সোমবার থেকে ফের কমবে তাপমাত্রার পারদ। রাজ্যে অবাধে প্রবেশ করতে চলেছে উত্তুরে হাওয়া। ফলে ফের একটি ঝোড়ো ইনিংস খেলতে পারে ঠান্ডা।
উল্লেখযোগ্যভাবে, চলতি মাসে পাহাড়ে সেভাবে ঠান্ডা পড়েনি। কিন্তু, শনিবার দার্জিলিং এবং কালিম্পঙে ফের হালকা বৃষ্টির সম্ভাবনা। সিকিমে তুষারপাত হতে পারে। শনিবারের পর থেকে কুয়াশার পরিমাণ ফের বাড়তে চলেছে উত্তরবঙ্গের জেলাগুলিতে। বৃহস্পতিবার থেকে উত্তর-পূর্ব মৌসুমী বায়ু সরে যাবে। এর দরুন তামিলনাডু, পন্ডিচেরি, করাইকাল, কেরালা, অন্ধ্রপ্রদেশে বৃষ্টিপাত কমবে। একইসঙ্গে জম্মু-কাশ্মীর, লাদাক সহ কাশ্মীর ভ্যালিতে আগামী ৪৮ ঘণ্টায় ব্যাপক তুষারপাতের সম্ভাবনা। তুষারপাতের পূর্বাভাস রয়েছে হিমাচল প্রদেশেও। উল্লেখযোগ্যভাবে, বৃহস্পতিবার সংশ্লিষ্ট জায়গাগুলির সর্বনিম্ন তাপমাত্রা ছিল যথাক্রমে কোচবিহার ৮.১ ডিগ্রি, দিঘা ১২.২, জলপাইগুড়ি ৪.৩ ডিগ্রি, মেদিনীপুর ১২.৬ ডিগ্রি, শিলিগুড়ি ১০.৩ ডিগ্রি সেলসিয়াস।
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে।