Malda News : বেহাল রাস্তা সংস্কারের দাবিতে অবরোধ গাজোলের ৮১ নম্বর জাতীয় সড়কে, তীব্র যানজট – malda gazole locals road block due to bad road condition


West Bengal News : দিনের পর দিন ধরে বেহাল অবস্থায় পড়ে আছে রাস্তা। এই খারাপ রাস্তা দিয়েই প্রত্যেকদিন যাতায়াত করতে হয় স্থানীয় মানুষদের। খারাপ রাস্তার কারণেই বিপদে পড়লে পাওয়া যায় না কোনও গাড়ি, এমনকি অ্যাম্বুলেন্সও (Ambulance)। বহুদিন ধরে এইরকম বেহাল অবস্থা সহ্য করতে করতে শেষ পর্যন্ত বিক্ষোভ দেখিয়ে রাস্তা অবরোধ (Road Blockade) করলেন স্থানীয় মানুষ। আর তার জেরেই অবরোধ ওঠাতে ছুটে আসতে হল পুলিশকে। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে মালদার (Malda) জেলার গাজোলের (Gazole) রসিকপুর ৮১ নং জাতীয় সড়কের (NH81) বাসস্ট্যান্ডে। মাতইল থেকে রাজাদিঘী পর্যন্ত আদিবাসী (Tribal) অধ্যুষিত এলাকার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় আছে। বিভিন্ন জায়গায় দরবার করে কোনও কাজের কাজ হয়নি। তাই এলাকাবাসী এদিন বাধ্য হয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

Hooghly News : রাস্তা সংস্কারের পরই উঠে যাচ্ছে পিচের আস্তরণ, প্রতিবাদে অবরোধ শ্রীরামপুরে
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় গাজোল থানার পুলিশ (Gazole Police Station)। তারা অবরোধকারীদের সঙ্গে দফায় দফা আলোচনা চালান অবরোধ তুলে দেওয়ার জন্য। ৮১ নং জাতীয় সড়কের (NH81) বাসস্ট্যান্ডে রাস্তার বেহাল দশা নিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান স্থানীয় আদিবাসী (Tribal) জনতা। খুদে পড়ুয়ারাও রাস্তা অবরোধে অংশগ্রহণ করে। এই অবরোধ প্রসঙ্গে এক স্থানীয় বাসিন্দা একগুচ্ছ অভিযোগ করে জানান, “আমাদের এলাকার রাস্তা আজ থেকে না, বহুদিন ধরে খারাপ হয়ে পড়ে আছে। বর্ষাকালে একবার এসে দেখে যাক প্রশাসন যে কি দুর্বিষহ অবস্থা হয় আমাদের। রাস্তায় বড় বড় গর্ত, এক হাঁটু জল জমে যায়। সাইকেল নিয়েও রাস্তা পেরোনোর সুযোগ থাকে না। শিশুদের এই রাস্তায় একা ছাড়তে রীতিমতো ভয় করে।”

Malda News : যাত্রী তোলা নিয়ে টোটো-পিক আপ ভ্যান চালকদের বিরোধ, হাতাহাতিতে উত্তেজনা মালদায়
ওই বাসিন্দার আরও অভিযোগ, “এলাকায় যদি কোনও অসুস্থ মানুষ বা রোগী থাকেন, তাঁকে হাসপাতাল বা স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়ার জন্য গাড়ি বা অ্যাম্বুলেন্স পর্যন্ত পাওয়া যায় না। বেহাল রাস্তার কারনেই কোনও চালক গাড়ি নিয়ে ঢুকতে চান না গ্রামে।”

Basanti Highway Accident : বাসন্তী হাইওয়েতে ইঞ্জিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা, মৃত ১
এই অবরোধ বিক্ষোভ নিয়ে পুলিশ বা প্রশাসনের তরফে কোনও মন্তব্য করা হয়নি। প্রসঙ্গত, মালদা জেলার প্রত্যন্ত অঞ্চলগুলিতে বেহাল রাস্তা একটি অন্যতম আঞ্চলিক সমস্যা। মাঝে মধ্যেই পথ দুর্ঘটনার খবর মেলে এই সব খারাপ রাস্তার কারনে। দুদিন আগেই জেলার চাঁচল এলাকায় পথ দুর্ঘটনায় পরীক্ষা দিতে যাওয়ার সময় এক কলেজ ছাত্রীর মৃত্যু হয়। এই ৮১ নং জাতীয় সড়কেই ঘটে দুর্ঘটনাটি। দুর্ঘটনার জেরে ক্ষিপ্ত স্থানীয় জনতা জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। পরে পুলিশি হস্তক্ষেপে অবরোধ তোলেন স্থানীয় মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *