Nadia News : ফের অস্ত্র উদ্ধার নদিয়ায়, সেভেন এমএম পিস্তলসহ ধৃত ১ – arms recovered in nadia police arrested one


Nadia : আগ্নেয়াস্ত্র সহ নদিয়ার হাঁসখালি (Hanskhali) থেকে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। ধৃত যুবকের নাম প্রভাস মজুমদার। ধৃতের কাছ থেকে উদ্ধার হয় একটি সেভেন এমএম পিস্তল। ধৃতকে আজ রানাঘাট আদালতে (Ranaghat court) তোলা হবে। ধৃতের সঙ্গে বড় কোনও অস্ত্র পাচার চক্রের যোগ আছে কিনা সে ব্যাপারে তদন্ত করে দেখছে পুলিশ। ধৃতকে পুলিশি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালানো হবে বলে জানা গিয়েছে। কোথা থেকে এই অস্ত্র আনা হয়েছে, সে ব্যাপারেও তল্লাশি শুরু করেছে পুলিশ। জানা গিয়েছে, নদিয়ার হাঁসখালি থানার পুলিশ গতকাল রাত্রে মুড়াগাছায় ডিপটি কল এলাকা থেকে আগ্নেয়াস্ত্র সহ এক যুবককে গ্রেফতার করে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত যুবকের প্রভাস মজুমদার বাড়ি মুরাগাছা এলাকায়। গতকাল রাত্রে হাঁসখালি থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালালে ধৃতদের কাছ থেকে সেভেন এমএম পিস্তল সহ উদ্ধার করা হয়।

Nadia News : নবদ্বীপে নকল ইঞ্জিন অয়েলের দোকানে হানা EB-র, গ্রেফতার দোকানদার
পুলিশ ধৃতর কাছ থেকে জানার চেষ্টা করছে কোথা থেকে নিয়ে আসা হয়েছে এই আগ্নেয়াস্ত্র। কী কাজে ব্যবহার করার জন্য নিয়ে আসা হয়েছিল সে ব্যাপারে খোঁজখবর চলছে। ধৃত যুবককে আজ রানাঘাট আদালতে পাঠালো হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর ধৃতকে পুলিশের রিমান্ডে নিয়ে এসে জিজ্ঞাসা করা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে অস্ত্র উদ্ধারের ঘটনা অব্যাহত জেলায়। বিগত কয়েক মাসে নদিয়া থেকে একাধিকবার অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে। গত ডিসেম্বর মাসেই গোপন সূত্রে শান্তিপুর থানার পুলিশ খবর পায় যে এক ব্যক্তির কাছে বেআইনি অস্ত্র মজুদ রয়েছে। এরপরেই মঙ্গলবার গভীর রাতে শান্তিপুর হরেকৃষ্ণ পল্লী এলাকায় বিশেষ অভিযান চালায় শান্তিপুর থানার পুলিশ। এরপর ওই এলাকার সঞ্জীদ দাস নামে এক যুবকের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।

Nadia News : নদিয়ায় বাস ধর্মঘট, চরম দুর্ভোগ পথে বের হওয়া মানুষের
এই ঘটনার জেরে রীতিমতো চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায়। গোটা রাজ্য জুড়েই বেআইনি অস্ত্র উদ্ধারের জন্য তল্লাশি অভিযান চালাচ্ছে পুলিশ। নদিয়া জেলার কৃষ্ণনগর জেলা পুলিশ এবং রানাঘাট জেলা পুলিশের তত্ববধানে প্রতিটি থানা এলাকায় পুলিশ তল্লাশি অভিযান চলছে। প্রায়শই নদিয়া জেলার একাধিক থানায় আগ্নেয়াস্ত্র উদ্ধার এবং তাজা বোমা উদ্ধারের খবর সামনে আসছে। আগামী দিনেও নদিয়া জেলা জুড়ে তল্লাশি অভিযান চালানো হবে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *