প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যের ঘনিষ্ঠ তাপস মণ্ডল বিস্ফোরক অভিযোগ তুললেন।

হাইলাইটস
- চাকরি পাইয়ে দেওয়ার নামে 100 কোটি!
- বিস্ফোরক অভিযোগ তাপস মণ্ডলের।
- সিবিআই এর তরফ থেকে তলব করা হয়েছিল তাঁকে।
ইডির দায়ের করা মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য, তাঁর স্ত্রী, পুত্রের পাশাপাশি তাপসের বিরুদ্ধেও চার্জশিট জমা দিয়েছেন তদন্তকারীরা। তাপসের বয়ানের সূত্র ধরে ইডি দাবি করে, ৩২৫ জনকে প্রাথমিকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য জনৈক ‘শ্রী ঘোষ’কে টাকা দেওয়া হয়েছিল। তাৎপর্যপূর্ণ হলো, এ দিন তাপস যাঁর নাম প্রকাশ্যে বললেন, তাঁর পদবি ঘোষ। ইডির চার্জশিটের ‘ঘোষ বাবু’ই কি ইনি – খোঁজ নিচ্ছেন সিবিআইয়ের তদন্তকারীরা। এ দিন তাপসকে প্রায় ছ’ঘণ্টা জিজ্ঞাসাবাদ করে সিবিআই। তাপস জানান, ওই ব্যক্তিকেও জিজ্ঞাসাবাদ করেছেন তদন্তকারীরা। যদিও জনৈক কুন্তলের প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি।রাজ্যের পরিবহণমন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এ প্রসঙ্গে বলেন, ‘তদন্ত চলছে। অভিযোগ যিনি করছেন, সেই তাপস মণ্ডলের বিরুদ্ধেও সিবিআই তদন্ত করছে। তদন্ত হচ্ছে আদালতের নজরদারিতে। তদন্তে এবং আদালতে যে দোষী সাব্যস্ত হবে, সে (দোষী) হবে।’ তাঁর সংযোজন, ‘পার্টির এ ব্যাপারে অবস্থান সম্পূর্ণ পরিষ্কার। বিচারব্যবস্থার মাধ্যমে যে দোষী হবে, তার পাশে দল থাকবে না। সে যত বড়ই লোক হোক না কেন! তবে বিচার শেষ হওয়া পর্যন্ত কাউকে দোষী বলা যায় না। বিচার হোক। দোষী হলে শাস্তি হবে।’ রাজ্য বিজেপি নেতা রাহুল সিনহার পাল্টা প্রতিক্রিয়া, ‘নিয়োগ দুর্নীতি একটা বিশাল পর্যায়ে পৌঁছেছে। ধীরে ধীরে তার পর্দা সরছে।’
আশপাশের শহরের খবর
Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ