বর্ধমানের নীলপুর যুব উৎসবে আসেন সায়নী ঘোষ। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হতেই সায়নীর উদ্দেশে ধেয়ে আসে অভিযুক্ত কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্ন। অভিযুক্ত যুবনেতার সঙ্গে সায়নী ঘোষের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেই প্রসঙ্গে যুবনেত্রী বলেন, ”ছবি রয়েছে তো কী হয়েছে। আমরা নানা জায়গায় যাই সেখানে ছবিতে নানা লোক থাকে। এটা তো কোন বিষয় নয় এবং আমি যুবনেত্রী হয়েছি দু’বছর হয়েছে। আপনারা যে কাজের কথা বলছেন সেটা মনে হয় ২০১৬-১৭-১৮ -এর সময়কার ঘটনা।”
একইসঙ্গে সায়নীর দাবি, ”বিষয়টি যদিও তদন্তসাপেক্ষ। তবুও কুন্তল ঘোষ হোক বা পার্থ চট্টোপাধ্যায়, দোষী হলে তার বিরুদ্ধেই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার দলনেত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রাখি দলের জায়গা থেকেও কোনরকম আপোষ করা হবে না। এ ব্যাপারে আমি নিশ্চিত।”
প্রসঙ্গত, অভিযুক্ত কুন্তল ঘোষকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের এক সামান্য যুবনেতার বিরুদ্ধে চাকরির বদলে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ শুনে সমালোচনায় মুখর বিরোধীরা।
