Saayoni Ghosh on TET Scam: নিয়োগ দুর্নীতিতে অভিযুক্ত কুন্তল ঘোষের সঙ্গে সায়নীর ছবি, মুখ খুললেন নেত্রী – saayoni ghosh speaks on primary tet scam accused tmcp leader kuntal ghosh


West Bengal Local News সিবিআইয়ের জেরার মুখে মানিক ভট্টাচার্য ঘনিষ্ঠ তাপস মণ্ডলের (Tapas Mondal) বয়ানে সামনে এল বিস্ফোরক তথ্য। প্রাথমিকে ৩২৫ চাকরিপ্রার্থীকে চাকরি দেওয়ার বদলে তোলা হয়েছে ১০০ কোটি টাকা। তার মধ্যে চাঞ্চল্যকরভাবে নাম উঠে এসেছে হুগলির বলাগড়ের তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষের নাম। খোদ যুবনেতা নিয়েছেন সাড়ে ১৯ কোটি টাকা বলে অভিযোগ। যুবনেতার সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় থেকে যুবনেত্রী সায়নী ঘোষের (Saayoni Ghosh) একাধিক ছবিতে ছড়াল চাঞ্চল্য। সেই প্রসঙ্গে প্রশ্ন করায় মুখ খুললেন যুবনেত্রী সায়নী ঘোষ।

Suvendu Adhikari: ৪২ কোটি বেড়ে ২২ সালে ৫৪২! তৃণমূলের ইলেকট্রোরাল বন্ড আয় নিয়ে প্রশ্ন শুভেন্দুর

বর্ধমানের নীলপুর যুব উৎসবে আসেন সায়নী ঘোষ। সেখানে এসে সাংবাদিকদের মুখোমুখি হতেই সায়নীর উদ্দেশে ধেয়ে আসে অভিযুক্ত কুন্তল ঘোষকে নিয়ে প্রশ্ন। অভিযুক্ত যুবনেতার সঙ্গে সায়নী ঘোষের একাধিক ছবি ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়। সেই প্রসঙ্গে যুবনেত্রী বলেন, ”ছবি রয়েছে তো কী হয়েছে। আমরা নানা জায়গায় যাই সেখানে ছবিতে নানা লোক থাকে। এটা তো কোন বিষয় নয় এবং আমি যুবনেত্রী হয়েছি দু’বছর হয়েছে। আপনারা যে কাজের কথা বলছেন সেটা মনে হয় ২০১৬-১৭-১৮ -এর সময়কার ঘটনা।”

Primary TET Scam: নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটির মধ্যে ১৯ কোটির ‘ভাগ’ হুগলির যুবনেতার, কে এই কুন্তল ঘোষ?

একইসঙ্গে সায়নীর দাবি, ”বিষয়টি যদিও তদন্তসাপেক্ষ। তবুও কুন্তল ঘোষ হোক বা পার্থ চট্টোপাধ্যায়, দোষী হলে তার বিরুদ্ধেই আইনত ব্যবস্থা নেওয়া হবে। আমি আমার দলনেত্রীর ওপর সম্পূর্ণ আস্থা রাখি দলের জায়গা থেকেও কোনরকম আপোষ করা হবে না। এ ব্যাপারে আমি নিশ্চিত।”

প্রসঙ্গত, অভিযুক্ত কুন্তল ঘোষকে নিয়ে উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূলের এক সামান্য যুবনেতার বিরুদ্ধে চাকরির বদলে সাড়ে ১৯ কোটি টাকা নেওয়ার অভিযোগ শুনে সমালোচনায় মুখর বিরোধীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *