Salt Lake Fire : সল্টলেক বাজারে ভয়াবহ আগুন, ঘটনাস্থলে দমকলের ৩টি ইঞ্জিন – massive fire broke out in salt lake fd block market fire brigade reached the spot


Produced by Arijit Dey | Lipi | Updated: 12 Jan 2023, 9:05 am

সল্টলেক এফডি ব্লকের একটি বাজারে ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছে। এলাকার চাঞ্চল্য তৈরি হয়েছে এই ঘটনায়

 

Fire Saltlake
সল্টলেকে ভয়বাহ আগুন। ঘটনাস্থলে দমকল। প্রতীকী ছবি।

হাইলাইটস

  • ভয়াবহ আগুনের কবলে পড়ল সল্টলেক FD ব্লক
  • ভোর সাড়ে ৫টা নাগাদ এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে আগুন লাগে
  • খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন
West Bengal News: ভয়াবহ আগুনের কবলে পড়ল সল্টলেক (Salt Lake) FD ব্লক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের লেলিহান শিখা ইতিমধ্যেই মার্কেটের শতাধিক দোকান গ্রাস করে নিয়েছে। দোকানগুলি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। শেষ পাওয়া খবর অনযায়ী এখনও আগুন নেভানোর চেষ্টা চালানো হচ্ছে। প্রথমে স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে হাত লাগান। তবে ঠিক কী কারণে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে আগুনের কালো ধোয়ায় চারপাশ ঢেকে গিয়েছে।

Death Certificate : মৃত্যুর এক ঘণ্টায় ডেথ সার্টিফিকেট
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাওয়া থাকার কারণে আগুন বেশ কিছুটা ছড়িয়ে গিয়েছে। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে প্রথম আগুন দেখতে পান। তাদের তরফে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়ে। দমকল সূত্রে জানা গিয়েছে, প্রয়োজন হলে আরও কয়েকটি ইঞ্জিন সেখানে আনা হতে পারে। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে, আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা। আগুন যাতে ছড়িয়ে না পড়ে, সেটাই দমকলকর্মীদের কাছে এখন প্রধান চ্যালেঞ্জ। অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুপড়ি বাজারের এক দোকনদার আহত হয়েছেন বলে জানা গিয়েছে। স্থানীয় বাসিন্দা অমিত দাস বলেন, “ভোর পাঁচটা নাগাদ বাজারের একটি দোকান আগুন লাগে। হাওয়া থাকার কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। স্থানীয়রা প্রথম আগুন নেভানোর কাজে হাত লাগায়। পুলিশ ও দমকলকে খবর দেওয়া হয়েছিল। আমাদের বাড়ির সামনেই, এই ঘটনায় আতঙ্কিত হয়ে গিয়েছি।”

Winter In Kolkata : শীতের শিরে সংক্রান্তি! আগামী সপ্তাহে ফের পারদ পতনের সম্ভাবনা
ডিসেম্বর মাসে ট্যাংরাতেও ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেখানকার প্লাস্টিক কারখান দাউ দাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। কালো ধোঁয়ায় চারদিক ঢেকে গিয়েছিল। অন্যদিকে রবিবার কলকাতর ম্যাঙ্গোলেনের একটি বহুতলে আগুন লাগে। আগুনের লেলিহান শিখার কারণে বহুতলের বাসিন্দারা সেখানে আটকে পড়েন। তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে সেখানে। আগুনের ধোঁয়ায় আবাসনের অনেক বাসিন্দাদের শ্বাসকষ্ট শুরু হয়। দমকলের চারটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। বহুতলে আটকে পড়া বাসিন্দাদের বহুতলের বাইরে থেকে বের করেন আনেন দমকল কর্মীরা। বেশ কয়েকজন আতঙ্কও আগুনের কালো ধোঁয়ার কারণে অসুস্থ হয়ে পড়েছিলেন।

Didir Suraksha Kawach : ঠাসা কর্মসূচিতে ফাঁকির জো নেই
পশ্চিমবঙ্গের আরও খবরের জন্য ক্লিক করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেটের জন্য চোখ রাখুন এই সময় ডিজিটালে

আশপাশের শহরের খবর

Eisamay News App: আশপাশের তাজা ও গুরুত্বপূর্ণ খবর বাংলায় পড়তে ডাউনলোড করুন এই সময় অ্যাপ



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *