Swami Vivekananda Jayanti : স্বামীজির জন্মদিনে এল সুখবর, লিফট -ফুট ওভার ব্রিজের উদ্বোধন পুরুলিয়া স্টেশনে – swami vivekananda jayanti inauguration of lift and foot over bridge at purulia station


West Bengal News : স্বামী বিবেকানন্দের (Swami Vivekananda) জন্মদিবস অত্যন্ত খুশির খবর নিয়ে এল পুরুলিয়াবাসীদের (Purulia) জন্য। এদিন পুরুলিয়া রেল স্টেশনে (Purulia Railway Station) উদ্বোধন করা হল দ্বিতীয় ফুট ওভার ব্রিজ (Foot Over bridge) ও একটি লিফটের (Lift)। উপস্থিত ছিলেন আদ্রা ডিভিশনের (Adra Division) রেলের ম্যানেজার মণীশ কুমার, পুরুলিয়া জেলার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (MP Jyotirmoy Singh Mahato) , পুরুলিয়া (Purulia) জেলার BJP সভাপতি বিবেক রাঙা প্রমুখ। এতদিন পুরুলিয়া রেল স্টেশনে (Purulia railway Station) লিফটের (Lift) ব্যবস্থা ছিল না। কিন্তু এবার এখানে লিফটের ব্যবস্থা শুরু হওয়ায় জেলার বয়স্ক ও প্রতিবন্ধী মানুষজনের যে অনেক সুবিধা হল তা মনে করছেন জেলার মানুষজন। রেলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সকলেই। ফিতে কেটে এদিন নতুন লিফট ও দ্বিতীয় ফুট ওভারব্রিজের শুভ উদ্বোধন করেন এলাকার সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো (MP Jyotirmoy Singh Mahato)।

Vande Bharat Express News: ফের পাথর বন্দে ভারত এক্সপ্রেসে, আতঙ্ক বাড়ছে যাত্রীদের মধ্যে
এদিনের অনুষ্ঠানে তিনি বলেন, “দক্ষিণ পূর্ব রেলের আদ্রা ডিভিশনের পুরুলিয়া রেলস্টেশন একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেলওয়ে স্টেশন। শুধু পুরুলিয়া শহর নয়, এই স্টেশন দিয়ে অন্যান্য এলাকার প্রচুর মানুষ যাতায়াত করেন। এতদিন এই স্টেশনে কোনও লিফটের সুবিধে ছিল না। তাতে বয়স্ক মানুষ, রোগী এবং প্রতিবন্ধী মানুষজনের খুবই অসুবিধে হত। এই নিয়ে বেশ অনেকদিন ধরেই আমার কাছে অনেক অভিযোগ আসছিল। তারপর বিষয়টি নিয়ে আমি রেল কর্তৃপক্ষের সঙ্গে বসে বিশদে আলোচনা করি। রেল কর্তৃপক্ষকে আমি অনেক ধন্যবাদ জানাবো আমার আবেদনটি গুরুত্বের সহকারে দেখে এখানে একটি লিফট চালু করার জন্য”। এছাড়াও অনুষ্ঠানে তিনি যাত্রী স্বাচ্ছন্দের বিষয়টিও তুলে ধরেন।

Stone Pelting on Vande Bharat Express: তৃতীয়বার বন্দে ভারত এক্সপ্রেসে পাথর! চাঞ্চল্যকর তথ্য রেলের রিপোর্টে
উল্লেখ্য, পুরুলিয়া স্টেশনের মানোন্নয়ন, যাত্রী স্বাচ্ছন্দ্য ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ট্রেন দাঁড়ানো নিয়ে বেশ অনেকদিন ধরেই আবেদন নিবেদন চালিয়ে যাচ্ছেন সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। গত সপ্তাহেই তিনি রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবকে চিঠি দিয়ে হাওড়া রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) পুরুলিয়া দিয়ে চালানোর অনুরোধ জানিয়েছিলেন। এই বিষয়ে জ্যোতির্ময় জানিয়েছিলেন, রেলমন্ত্রী তাঁর দাবি মেনে ট্রেনটি পুরুলিয়া রুটে চালানোর কথা বলেছেন এবং ট্রেনটি পুরুলিয়া স্টেশনে দাঁড়ানো নিয়েও আশ্বাস দিয়েছেন। তিনি জানিয়েছেন, হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত (Vande Bharat Express) উদ্বোধনের দিন তাঁকে পুরুলিয়া রুটে ট্রেন চালানোর নিশ্চয়তা দিয়েছেন রেলমন্ত্রী (Railway Minister)। শোনা যায়, ট্রেনটি পুরুলিয়া রুটের বদলে দুর্গাপুর, আসানসোল, ধানবাদ, বোকারো, মুরি হয়ে রাঁচি পৌঁছনোর কথা ছিল। এর ফলে ব্রাত্য রয়ে যেত পুরুলিয়া। এর পরেই রেলমন্ত্রীকে চিঠি লেখেন সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *