Urfi Javed : ও উরফি! এটা মাস্ক নাকি… – bollywood actress urfi javed once again controversy for her dress


Urfi Javed Dress : উফ উফ উরফি! যত বারই নেটপাড়া ভাবে আপনার পোশাক নিয়ে, আচার আচরণ নিয়ে টুঁ শব্দ করবে না, তত বারই এমন কিছু বেফাঁস করে ফেলেন যে নেটপাড়া আবার সরগরম হয়ে ওঠে। ঠিক যেমনটা হল বৃহস্পতিবার সকালে। কালো নেটের পোশাক পর উরফির ভিডিয়ো সামনে আসতেই হইচই। অবশ্য তিনি এর চেয়েও স্বচ্ছ্ব পোশাকে বার বার ধরা দিয়েছেন, কিন্তু মুখের মাস্ক তাঁকে এবার ডোবাল। নেটের যে মাস্কে তিনি নাক মুখ ঢেকেছেন তার আকার প্রকার দেখে নেট পাড়ার দাবি, তিনি কি অন্তর্বাসটিই মুখে পরে বেরিয়ে পড়েছেন! আরে বাবা আমরা কোনও সমালোচনাতেই যাচ্ছি না… উড়ো উক্তি যা কানে আসছে, চোখে পড়ছে তা আপনাদের সামনে তুলে ধরছি… আর সেই মন্তব্যের পিছনের আসল কারণটিও… যাতে আপনারাও চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করে নিতে পারেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *