Darjeeling Tour : ভারত-নেপাল সীমান্ত সহ গোটা পাহাড় মুড়ে ফেলা হচ্ছে সিসিটিভি ক্যামেরায়, অপরাধ ঠেকতা তৎপরতা পুলিশের – darjeeling police installed thirteen cctv cameras near indo nepal border for security purpose


West Bengal Local News: মাঝেমধ্যেই ভারত থেকে অপরাধ করে নেপালে পালিয়ে যাচ্ছে অপরাধীরা। খোলা সীমান্ত, সেই সুযোগ ভারত হয়ে নেপালে অপরাধীদের অবাধ বিচরণ খুব বেশি কঠিন কাজ নয়। এই সুযোগ নিয়ে বাড়ছে চোরাচালানের ঘটনাও। এর আগে ভারত-নেপাল সীমান্ত (India-Nepal Border) থেকে কেএলও লিঙ্কম্যান থেকে শুরু করে বিদেশি নাগরিকেরা ধরা পড়েছে। উদ্ধার হয়েছে প্রচুর টাকার মাদক। সামনে এসেছে জাল আধার কার্ড নিয়ে নেপাল থেকে ভারতে অনুপ্রবেশের ঘটনাও। সেই কারণে ভারত-নেপাল সীমান্তে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে দার্জিলিং জেলা পুলিশ। কয়েকদিন আগেই পুলিশের তরফে পানিট্যাঙ্কিতে ভারত-নেপাল সীমান্তে নতুন নজরদারি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, সীমান্ত এলাকায় সব মিলিয়ে মোট ১৩টি নতুন সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে। পুলিশ জানিয়েছেন, নতুন বসানো এই সিসিটিভি ক্যামেরার মাধ্যমে যান চলাচল থেকে শুরু করে অপরাধীদের উপর নজরদারি চালানো হবে।

Picnic Spot : শিলিগুড়িতে পিকনিকের মাঝেই দুলকি চালে হাজির গজরাজ, তারপর…
প্রতিনিয়ত ভারত থেকে প্রচুর মানুষ সীমান্ত দিয়ে নেপাল যান। ঠিক একই রকমভাবে নেপাল থেকেও পানিট্যাঙ্কি সীমান্ত হয়ে শিলিগুড়ি আসে অনেক নাগরিক। ফাঁকতালে অপরাধের পর নেপালে পালিয়ে গিয়ে গা ঢাকার ঘটনাও ঘটছে। যেকারণে মেচি সেতু পর্যন্ত নজরদারি রাখতে নতুন করে সিসি ক্যামেরাগুলি বসানো হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নতুন সিসিটিভি ক্যামেরার বসানোর পরে প্রতিটি গাড়ির নম্বর প্লেট থেকে শুরু করে রাস্তায় বসবাসকারী মানুষের মুখও স্পষ্টভাবে দেখা যাবে। নজরদারি ও ক্যামেরা নিয়ন্ত্রণের জন্য পানিট্যাঙ্কিতে কন্ট্রোল রুমও খোলা হয়েছে।

Darjeeling Tour: দার্জিলিং যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা, ২ পর্যটকের মৃত্যু
দার্জিলিং জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মনোরঞ্জন ঘোষ এই নতুন সিসিটিভি ক্যামেরা প্রসঙ্গে বলেন, ” প্রতিটি এলাকায় নাকা তল্লাশি চলে। ট্র‍্যাফিকের তরফেও নজরদারি চালানো হয় গাড়িগুলিতে। সম্প্রতি শিলিগুড়ি শহররে বিভিন্ন এলাকে ধাপে ধাপে সিসি ক্যামেরার সংখ্যা বাড়ানো হয়েছে। শহরের অলি গলি থেকে শুরু করে প্রধান রাস্তাগুলিতে সিসি ক্যামেরা লাগানো হয়েছে। এর ফলে বিভিন্ন অপরাধের ঘটনায় অভিযুক্তদের সনাক্ত করা আগের তুলনায় আরও সহজ হয়েছে। একই ভাবে দার্জিলিং, কার্শিয়াং, মিরিক সহ পাহাড়ি এলাকা ও রাস্তাগুলিতে নতুন ক্যামেরা লাগানোর পরিকল্পনা নিয়েছে দার্জিলিং জেলা পুলিশ।”

Bagdogra Airport : আন্তর্জাতিক বিমান চলবে বাগডোগরায়, শীঘ্রই শুরু নতুন টার্মিনালের কাজ
প্রচুর পর্যটক ভারত থেকে নেপালে যান। সিসিটিভি ক্যামেরা লাগানোর ফলে তাদের নিরাপত্তাও সুনিশ্চিত হবে। এই প্রসঙ্গে পর্যটক অলোক দাস বলেন, ‘পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাই। অপরাধ রোখারা পাশাপাশি এই উদ্যোগের ফলে যাত্রী নিরাপত্তাও সুনিশ্চিত হবে।’



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *