Debangshu Bhattacharya: ‘পঞ্চায়েতে কোনও খেলা হবে না,’ দেবাংশুর মন্তব্যে শোরগোল – debangshu bhattacharya speaks on khela hobe before 2023 panchayat election


WB Panchayat Election 2023 একুশের বিধানসভা ভোটের আগে ‘খেলা হবে’ স্লোগান তুলেছিলেন তৃণমূলের যুব নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। তাঁর হাত ধরেই প্রথম জনপ্রিয়তা পেয়েছিল এই স্লোগান। রীতিমতো একুশে তৃণমূলের ভোট অ্যান্থেম হয়ে দাঁড়ায় ”খেলা হবে”। তৃণমূলের সাফল্যের পর ওই স্লোগান রীতিমতো জয়ের মন্ত্র হিসেবে ব্যবহৃত হতে দেখা গিয়েছে। কিন্তু, পঞ্চায়েত নির্বাচনের আগে দেবাংশুর মুখে শোনা গেল অন্য কথা।

এদিন দিদির সুরক্ষা কবচ কর্মসূচির মাঝে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় এবার তার “খেলা হবে” স্লোগানকে নিজেই খণ্ডালেন দেবাংশু ভট্টাচার্য। তিনি বলেন, “এই পঞ্চায়েত নির্বাচনে খেলা হবে না।” তৃণমূলের আইটি সেলের প্রধানের এমন মন্তব্যে ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। কিন্তু, মন্তব্যের যাতে অন্য কোনও মানে না দাঁড়ায় তার জন্য বিস্তারিত ব্যাখায় দেবাংশু বলেন, ”পঞ্চায়েতে খেলা হবে না। খেলা হবে না এই কারণেই, কারণ খেলতে গেলে উলটোদিকে প্লেয়ার দরকার হয়। উলটোদিকে প্লেয়ারই নেই। তাই খেলাও হবে না। তবে খেলা হবে ২০২৪ সালে। বিধানসভায় হয়েছে, আবার খেলা হবে লোকসভাতে। পঞ্চায়েত এমনিই ওয়ার্ম আপ। ওই ফুটবল নিয়ে আমরাই নাচানাচি করব আর কী।”

Shatabdi Roy: দলীয় কর্মীর বাড়ি খেতে বসে মাঝপথেই উঠে গেলেন শতাব্দী, সবই ‘ছবির হুজুগ!’ কটাক্ষ বিরোধীদের

প্রসঙ্গত, এদিন দুবরাজপুর ব্লকের অন্তর্গত বালিজুরি গ্রাম পঞ্চায়েতের কুখুটিয়া গ্রামে দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে জনসংযোগে নেমে সাধারণ গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়েন তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য (Debangshu Bhattacharya)। আবাস যোজনায় ঘর না পাওয়ায় গ্রামবাসীরা দেবাংশুকে ঘিরে বিক্ষোভ দেখান। যোজনায় দুর্নীতির অভিযোগ তুলে দিদির দূত দেবাংশু ভট্টাচার্যের রাস্তা রুখে দাঁড়ান তারা। একের পর এক গ্রামবাসী অভিযোগ জানাতে থাকেন, পাকা বালির মালিকরা আবাস যোজনায় বাড়ি পাচ্ছেন এদিকে বঞ্চিত কাঁচা বাড়ির মালিকেরা। এই সমস্যার পুরো দোষই কেন্দ্রের ঘাড়ে ঠেলেন দেবাংশু। গ্রামবাসীদের ক্ষোভ প্রশমন করতে যুব নেতা বলেন, ”কেন্দ্র বহুদিন ধরে টাকা দিচ্ছিল না। রাজ্য সরকার একার স্বল্প পুঁজিতে প্রকল্প চালাচ্ছিল। তাই বেশি ঘর দেওয়া সম্ভব হয়নি।”

Didir Suraksha Kawach : ভরতপুরে তুলকালাম, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ

শুধু দেবাংশু একই নন, দিদির দূত ও দিদির রক্ষা কবচ কর্মসূচিতে বেরিয়ে জনসাধারণের বিক্ষোভের মুখে পড়েছেন আরও নেতা নেত্রী। এই প্রসঙ্গে বিজেপি নেতা রাহুল সিনহা কটাক্ষ করেন দিদির সুরক্ষা কর্মসূচিতে নেমে তৃণমূল নেতাদের নিজেদের সুরক্ষাই বিপন্ন। এদিন বীরভূমের নিজের সংসদ এলাকাতে ব্যাপক বিক্ষোভের মুখে পড়েন অভিনেত্রী সাংসদ শতাব্দী ঘোষও (Shatabdi Ghosh)।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *