Dilip Ghosh : ‘পার্থের বাড়িতে ৩৫০, অনুব্রতর থেকে ৫০০ কোটি উদ্ধার হবে…’, বিস্ফোরক দিলীপ – dilip ghosh atacks tmc anubrata mondal and partha chatterjee raising jakir hossain case


Jakir Hossain : পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) বাড়িতে সাড়ে তিনশো কোটি, অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) বাড়িতে গেলে পাওয়া যাবে পাঁচশো কোটি। দাবি, বিজেপির সর্ব ভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের (Dilip Ghosh)। কেন্দ্রীয় এজেন্সির নগদ অর্থ উদ্ধার অভিযানের মাঝেই বিস্ফোরক অভিযোগ বিজেপি সংসদের। গতকালই প্রাক্তন মন্ত্রী ও মুর্শিদাবাদের তৃণমূল বিধায়ক জাকির হোসেনের (Jakir Hossain) বাড়ি, অফিসে তল্লাশি চালিয়ে আয়কর দফতর উদ্ধার করেছে ১৫ কোটি টাকা। এর পরিপ্রেক্ষিতে তৃণমূল বিধায়ক, সাংসদদের উদ্দেশ্য করে দিলীপের বক্তব্য, “সাংসদ, বিধায়কদের বাড়িতে কোটি কোটি টাকা পাবে। তথ্যপ্রমাণ আছে তো। পাবলিক হাসছে।” প্রসঙ্গত, বৃহস্পতিবার জাকির হোসেনের বাড়ি, অফিস, চালকল সহ কলকাতা ও জেলা মিলিয়ে গতকাল আয়কর দফতর অভিযান চালায় মোট ২৮ জায়গায়। উদ্ধার হয় ১৫ কোটি টাকা। এর মধ্যে বাড়ি এবং অফিসে থেকে উদ্ধার করা হয়েছে ১১ কোটি টাকা। রাশি রাশি নগদ অর্থ উদ্ধারের ঘটনায় রাজ্যের শাসক দলকে কোণঠাসা করতে উদ্ধত বিজেপি। তৃণমূলের আরও অনেক নেতার বাড়িতেই এরকম অর্থ উদ্ধার হবে বলে দাবি দিলীপের।

Jakir Hossain: বাড়ি থেকে উদ্ধার নগদ ১১ কোটি টাকা, জাকিরকে কলকাতার দফতরে তলব আয়কর বিভাগের
তাঁর বক্তব্য, “কেন্দ্র বলছে ডিজিট্যাল পেমেন্ট করো। দশ-বিশ লাখ টাকা ব্যবসার খাতিরে বাড়িতে থাকা স্বাভাবিক। কিন্তু ১১ কোটি টাকা! যেখানে হাত দিচ্ছে, টাকা পাচ্ছে। টাকা উদ্ধার না হলে, তবু হয়রানি করা হয়েছে বলা যেত। এতো যেখানে হাত দিচ্ছে, টাকা বেরিয়েই যাচ্ছে। পার্থবাবুর বাড়িতে গেলে সাড়ে তিনশো কোটি পাবে। কেষ্টবাবুকে নাড়া দিলে সাড়ে পাঁচশো কোটি বের হবে।” শুক্রবার সকালে নিউটাউন ইকোপার্কে প্রাতঃভ্রমণে আসেন বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি তথা সাংসদ দিলীপ ঘোষ। জাকির হোসেনের কাছ নগদ অর্থ উদ্ধারের ঘটনার পাশাপাশি আবাস দুর্নীতিতে এবং মান্থা কাণ্ডে কেন্দ্রীয় পর্যবেক্ষক দল পাঠানোর বিষয়টি নিয়েও মুখ খোলেন দিলীপ ঘোষ। জেলায় জেলায় একাধিক সরকারি প্রকল্প নিয়ে বিক্ষোভ চলছে, বিডিও সহ সরকারি আধিকারিকরা ঘেরাও হচ্ছে। মানুষের জনরোষের কারণেই কেন্দ্রীয় পর্যবেক্ষক দলকে একাধিক রাজ্যে আসতে হচ্ছে বলে মত দিলীপ ঘোষের।

Jakir Hossain : তৃণমূল বিধায়কের বাড়িতে যকের ধন, কোটি কোটি টাকা উদ্ধার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে
তিনি বলেন, “পশ্চিমবঙ্গে সমস্ত বিডিও অফিস ঘেরাও চলছে। মানুষ রাস্তায় নামছে। আজ কেন জনতা এত ক্ষুব্ধ? কেন পাবলিক গালাগালি দিচ্ছে? জেলায় জেলায় সন্ত্রাস চলছে। এরকম দৃশ্য সারা দেশে কোথাও নেই। তাই খুব স্বভাবতই দেশের সমস্ত এজেন্সির নজর এই রাজ্যের দিকেই থাকবে। এই সরকার পুরোপুরি ব্যর্থ। এজেন্সির কাজই হল ভ্রষ্টচার আটকানো।” কেন্দ্রীয় অনুদান যাতে সাধারণের হাতে পৌঁছয় সেই কারণেই আবাস যোজনা নিয়ে বিজেপি এতটা সক্রিয়তা দেখাচ্ছে বলে জানান দিলীপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *