কাটোয়ায় মর্মান্তিক বাস দুর্ঘটনার ফের পুনরাবৃত্তি ঘটার সম্ভাবনা তৈরি হয়েছিল দুর্গাপুরেও। তবে অল্পের জন্য বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাস যাত্রীরা। দুর্গাপুর ট্রাফিক পুলিশ দুর্গাপুর DMC মোড়ে এক বাসের চালককে মদ্যপ অবস্থায় আটক করে। শুক্রবার সকালে অল্পের জন্য প্রাণে বেঁচে যায় বাস যাত্রীরা। ঘটনাস্থল দুর্গাপুরের সিটি সেন্টার (Durgapur City Centre) দুর্গাপুর নগর নিগম মোড়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুর স্টেশন (Durgapur Station) থেকে বেনাচিতি রুটের একটি মিনিবাস যখন বেনাচিতির দিকে যাচ্ছিল ঠিক তখন বাসের দেখে সন্দেহ হয় কর্তবরত ট্রাফিক আধিকারিকদের। দুর্গাপুর নগর নিগম মোড়ের কাছে ট্রাফিক পয়েন্টে মিনিবাসটিকে আটকে দেওয়া হয়। এরপর ট্রাফিক পুলিশ মিটার দিয়ে দেখেন চালক মদ্যপ অবস্থায় রয়েছে। সঙ্গে সঙ্গে বাসটি থেকে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। আটক করা হয় মিনিবাসের চালক গৌতম সেন। পাশাপাশি দুটি সরকারি বাসের ও একটি বেসরকারি দূরপাল্লার যাত্রী বাহী বাসে নথিপত্র খতিয়ে দেখা হয় এদিন।
তবে মদ্যপান করার অভিযোগ অস্বীকার করেন বাস চালক। চালক গৌতম সেন বলেন, “আমি দিনের বেলা মদ্যপান করিনা। আমার গাড়ির কিছু কাগজপত্র না থাকার কারণে গাড়ি আটকানো হয়েছে।” রাতে ওই চালক মদ্যপান করেছেন বলে সাফাই দেন গাড়ির সহকারীও। তবে গোটা ঘটনায় সমস্যায় পড়েন যাত্রীরা। অনেকেই কর্মস্থলে যেতে গিয়ে সংকটে পড়েন। বাস চালক মদ্যপান করার বিষয়টি জেনে আতঙ্কিত হয়ে পড়েন যাত্রীরা। এক যাত্রী বলেন, “এইভাবে প্রতিদিন গাড়ির চালকদের পরীক্ষা করা উচিত। ট্রাফিক ভালো কাজ করেছে। আরেকটু হলে তো বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারতো।”
এমনকি গাড়ির কাগজপত্র ঠিক না থাকার কারণেও ক্ষোভ প্রকাশ করেন যাত্রীরা। এক যাত্রী গৌতম ভট্টাচার্য্য বলেন, ” SBSTC-র গাড়ির তো কাগজপত্র ঠিক রাখা উচিত ছিল। আজকে এতগুলো প্যাসেঞ্জার ভুক্তভুগী হল। কাগজপত্র ঠিক থাকলে এতটা সমস্যায় পড়তে হত না।” আগামী দিনে যাতে বেসামাল গাড়ির চালকদের দায়িত্ব দেওয়া না হয়, সে ব্যাপারে কড়া পদক্ষেপ গ্রহণ করা উচিত বলে জানান বাস যাত্রীরা।
