Hooghly Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে বিদ্যুতের পোস্টে স্কুটির ধাক্কা, প্রাণ গেল জেভিয়ার্সের প্রাক্তণীর – a youth lost life for a bike accident at chinsurah


West Bengal News : শীতের রাতে নিয়ন্ত্রণ হারিয়ে ইলেকট্রিক পোস্টে ধাক্কা স্কুটির। প্রাণ গেল সেন্ট জেভিয়ার্সের প্রাক্তণীর। মৃতের নাম রোশন জেকব (২৫)। দুর্ঘটনাটি ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটা নাগাদ চুঁচুড়া (Chinsurah) পাংখাটুলিতে। যুবকের মাথায় হেলমেট থাকা সত্ত্বেও গুরুতর আহত হন ওই যুবক। ঘটনাস্থলেই ওই যুবকের মৃত্যু হয় বলে পুলিশ সূত্রে খবর। দেহটি ময়না তদন্তের জন্য ইমামবাড়া হাসপাতালে (Imambara District Hospital) নিয়ে যাওয়া হয়েছে।

Hooghly Accident : পোলবায় মারাত্মক পথ দুর্ঘটনা, বালি বোঝাই লরির চাকায় পিষ্ট প্রৌঢ়
পুলিশ সূত্রে জানা গিয়েছে, যুবকের বাড়ি হুগলি চুঁচুড়া পুরসভার (Chinsurah Municipality) তিন নম্বর ওয়ার্ড কেওটা এলাকায়। রাতে স্কুটি চালিয়ে বাড়ি ফেরার সময় রাস্তার ধারে ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে স্কুটিটি। দুর্ঘটনার সময় প্রচণ্ড শব্দে এলাকার লোকজন বেরিয়ে পরে। দেখেন রাস্তায় পরে রয়েছে গুরুতর আহত এক যুবক। মাথায় হেলমেট থাকলেও শেষ রক্ষা হয়নি। সঙ্গে সঙ্গে পুলিশকে খবর দেন স্থানীয়রা। চুঁচুড়া থানার (Chinsurah Police Station) পুলিশ গিয়ে উদ্ধার করে ইমামবাড়া জেলা হাসপাতালে (Imambara District Hospital) পাঠায়। সেখানেই দেহটির ময়না তদন্ত হবে আজ। রোশনের মৃত্যুর খবরে হতবাক তাঁর প্রতিবেশিরা। যুবকের মৃত্যুর ঘটনায় পরিবার বাকরুদ্ধ। পুলিশ জানিয়েছে, গতি বেশি থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে।

Purulia Road Accident : পুরুলিয়ায় মর্মান্তিক বাইক দুর্ঘটনা, প্রাণ গেল ২ তরুণীর
স্থানীয় বাসিন্দা সহেলী দে, সুস্মিতা মিত্র মুস্তাফি জানান, রাত সাড়ে ১১ টা নাগাদ আচমকা একটি বিকট শব্দ শুনতে পাওয়া যায়। বিকট আওয়াজ শুনেই বাইরে বেরিয়ে আসেন আশেপাশের স্থানীয় বাসিন্দারাও। তখনই দেখেন হেলমেট পরা অবস্থায় একটি ছেলে উল্টে পড়ে রয়েছে। প্রথমে তাঁরা বিষয়টা বুঝতে পারেননি। সঙ্গে সঙ্গেই থানায় ফোন করে জানালে ঘটনাস্থলে আছে পুলিশ। দেখা যায় যুবকের কান ও মুখ দিয়ে রক্ত বেরোতে থাকে। অনুমান করা হচ্ছে, পোস্টে এসেই ধাক্কা মারে ওই যুবক। দুমড়ে মুচড়ে যায় গাড়িটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় যুবকের।

Road Accident : পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু গৃহবধূর, ব্যাপক যানজট দেগঙ্গায়
প্রসঙ্গত, গত ১১ জানুয়ারি হুগলিতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হয় এক ব্যক্তির। বুধবার সকাল ছ’টা নাগাদ ঘটনাটি ঘটে। হুগলি জেলার পোলবার সুগন্ধায় মারাত্মক পথ দুর্ঘটনার কবলে পড়ে বিশ্বনাথ পাল (৫৫) নামের এক প্রৌঢ়ের মৃত্যু হয়। পাইকারি বাজারে সাইকেল করে সিম বিক্রি করতে গিয়েছিলেন প্রৌঢ়। তখনই একটি লরি তাঁকে পিষে দিয়েছে। ঘটনাস্থলেই ওই প্রৌঢ়ের মৃত্যু হয়। এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দুর্ঘটনার ফলে চুঁচুড়া তারকেশ্বর রোডে যান চলাচল সাময়িত ব্যাহত হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *