Jakir Hossain : ‘৬৪-৬৫ কোটির হিসাব দিয়েছিলাম…এখন আরও বেশি আছে!’ IT অভিযান নিয়ে মন্তব্য জাকিরের – jakir hossain talks about his net worth after it raid


রাজ্যের প্রাক্তনমন্ত্রী জাকির হোসেনের বাড়ি এবং চালকলে আয়কর দফতরের তল্লাশি চালানো নিয়ে রীতিমতো হইচই পড়েছিল। তাঁর বাড়ি, চালকল, গুদামে তল্লাশি চালিয়ে কোটি কোটি টাকা উদ্ধার হয়েছিল বলে জানা যাচ্ছিল। এবার সাংবাদিক বৈঠক করে এই নিয়ে বড় মন্তব্য করলেন জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক জাকির হোসেন।

সাংবাদিক বৈঠকে ঠিক কী বলেছেন তিনি?
জাকির হোসেন বলেন, “আমি ব্যবসায়ী। আয়কর দফতরের আধিকারিকরা আসতেই পারে। কিন্তু, আসার পদ্ধতিটা অন্য হওয়া উচিত ছিল। কেন্দ্রীয় বাহিনী কেন আনবে? আমি কোনও অপরাধী বা দেশদ্রোহী নই।” তাঁর সংযোজন, “আমাদের খাতায় কলমে সবকিছু ঠিক আছে। আমার ৬০ হাজার শ্রমিক রয়েছেন। কলেজের স্টাফ রয়েছেন। যে টাকা নিয়ে গেছে সেখানে কলেজের টাকা ছিল, আমার স্ত্রীর টাকা ছিল। আমরা আইনি লড়াই লড়ব। আমরা চাই সুস্থ সমাধান হোক। আমরা প্রতিষ্ঠিত ব্যবসাদার। আমরা মুর্শিদাবাদের এক নম্বর করদাতা।”

Jakir Hossain Business: ‘শিব বিড়ি’-ই খুলেছিল ভাগ্য! শ্রমিক থেকে কী ভাবে ধনকুবের হলেন তৃণমূল বিধায়ক জাকির?
কত টাকা উদ্ধার?

আয়কর দফতরের তল্লাশি অভিযান চলার পর জানা যাচ্ছিল জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম থেকে উদ্ধার হয়েছে ১১ কোটি টাকা। এই প্রসঙ্গে জাকির হোসেন বলেন, “১১ কোটি অনেকে দেখাচ্ছে। তা ঠিক নয়। ১ কোটি ৭০ লাখ টাকা নিয়ে গিয়েছে। এমন কিছু টাকা নয়। শিব বিড়ি, আমার মূল ব্যবসা থেকে কোনও টাকা নিয়ে যায়নি। আয়কর দফতরের আধিকারিকরা সেখানে ‘নীল’ লিখে দিয়েছে।” কর দিয়েও অপদস্ত হতে হচ্ছে বলে মন্তব্য এই তৃণমূল বিধায়কের। তাঁর কথায়, আজ গোটা দেশে মানুষ বেকারত্বের সমস্যায় ভুগছে। আমাদের মতো মানুষদেরও যদি ব্যবসা বন্ধ করতে হয় সেক্ষেত্রে তা সাধারণ মানুষের জন্য ক্ষতি। তাঁরা না খেতে পেয়ে মারা যাবেন। এই ধরনের রেড উদ্দেশ্য প্রণোদিতভাবে করানো ঠিক নয়। যে টাকা নিয়ে গেছে তা আইনি টাকা। আমরা তা ফেরত পাব।”

Jakir Hossain : তৃণমূল বিধায়কের বাড়িতে যকের ধন, কোটি কোটি টাকা উদ্ধার প্রাক্তন মন্ত্রীর বাড়িতে
রাজনৈতিক কারণেই তাঁর বাড়িতে রেড হয়েছে বলে মন্তব্য করেছেন জাকির হোসেন। তিনি বলেন, “আমি রাজনীতি করি বলেই এইসব করা হচ্ছে। আধিকারিকদের এখানে দোষ নেই। আমি নমিনেশনেশনের হিসেবে ৬৪ থেকে ৬৫ কোটির হিসাব দেখিয়েছিলাম আজ থেকে তিন বছর আগে। আজ তা আরও বেশি আছে। আমি চাইব লেবারদের এইই অর্থ যেন ফেরত দেওয়া হয়। এদিকে মিল থেকে নয় কোটি টাকা উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। এই প্রসঙ্গে জাকির বলেন, “মিলের পার্টনার আমি নই…সেখানের হিসাব আমি বলতে পারব না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *