মেট্রোয় বসেই এবার সিনেমা দেখার সুযোগ
বর্তমানে প্রতিটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে টেলিভিশন স্ক্রিন। যেখানে সিনেমা, ছবির গান, নানাবিধ বিজ্ঞাপন চলে। এবার সেই সুযোগ মিলতে চলেছে মেট্রোর ভিতরেও। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে অর্থাৎ উত্তর-দক্ষিণ মেট্রো করিডরে এবার থেকে বসানো হচ্ছে LED টেলিভিশন স্ক্রিন। যেখানে সিনেমা, গানের পাশাপাশি রেভিনিউয়ের জন্য চলবে বিজ্ঞাপনও। সমস্ত AC মেট্রো রেকেই এই টেলিভশন চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ১৬টি AC মেধা রেকে এই LED স্ক্রিন বসানো হচ্ছে। প্রতিটি কোচে থাকবে দু’টি করে এমন টেলিভিশন স্ক্রিন। ফলে অনায়াসেই সমস্ত যাত্রীরা ওই টেলিভিশনে চোখ রাখতে পারবেন।
এই মর্মে শুক্রবার কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এই সংস্থাটির তরফে মেট্রো রেকগুলিতে ৩২ ইঞ্চি টেলিভিশন স্ক্রিন বসানো হচ্ছে। তবে কোনও টেলিভিশনেই লাইভ কোনও শো দেখানো হবে না। প্রতিটি অনুষ্ঠানই প্রি-লোডেড। এই খবরে খুশি মেট্রো যাত্রীরা।