Kolkata Metro : একঘেয়েমি কাটাতে এবার ভরপুর বিনোদন, অভিনব উদ্যোগ কলকাতা মেট্রোর – kolkata metro takes initiative to install led television screen in every medha rake


দক্ষিণেশ্বর থেকে মেট্রোয় চেপে নিউ গড়িয়া স্টেশনে (Dakshineshwar To New Garia Station) যাচ্ছেন? অফিস ফেরত এই মেট্রোর জার্নি বড্ড একঘেঁয়ে? রোজই ভাবেন এতটা সময় কাটাবেন কী ভাবে? মেট্রো যাত্রীদের জন্য এবার বড় উদ্যোগ। এবার থেকে সিনেমা দেখতে দেখতে পৌঁছে যাওয়া যাবে নিউ গড়িয়া থেকে দক্ষিণেশ্বর। মেট্রোয় সফর চলাকালীনই মিলবে ভরপুর বিনোদন। কলকাতার সমস্ত মেট্রো রেকে ইনস্টল করা হচ্ছে টেলিভিশন স্ক্রিন। কলকাতা মেট্রোর (Kolkata Metro) তরফে জানানো হয়েছে, সমস্ত মেধা রেকগুলিতে বসানো হচ্ছে ৩২ ইঞ্চি LED টেলিভিশন।

Joka Taratala Metro : এসপ্ল্যানেড চালু হলে জোকা মেট্রোর ক্ষতি কমার সম্ভাবনা
মেট্রোয় বসেই এবার সিনেমা দেখার সুযোগ

বর্তমানে প্রতিটি মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মেই রয়েছে টেলিভিশন স্ক্রিন। যেখানে সিনেমা, ছবির গান, নানাবিধ বিজ্ঞাপন চলে। এবার সেই সুযোগ মিলতে চলেছে মেট্রোর ভিতরেও। কলকাতা মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, ব্লু লাইনে অর্থাৎ উত্তর-দক্ষিণ মেট্রো করিডরে এবার থেকে বসানো হচ্ছে LED টেলিভিশন স্ক্রিন। যেখানে সিনেমা, গানের পাশাপাশি রেভিনিউয়ের জন্য চলবে বিজ্ঞাপনও। সমস্ত AC মেট্রো রেকেই এই টেলিভশন চলবে। দক্ষিণেশ্বর থেকে কবি সুভাষগামী ১৬টি AC মেধা রেকে এই LED স্ক্রিন বসানো হচ্ছে। প্রতিটি কোচে থাকবে দু’টি করে এমন টেলিভিশন স্ক্রিন। ফলে অনায়াসেই সমস্ত যাত্রীরা ওই টেলিভিশনে চোখ রাখতে পারবেন।

Kolkata Airport Smoking Zone: ধুমপায়ীদের পোয়াবারো, কলকাতা বিমানবন্দরে এবার আরও বড় স্মোকিং লাউঞ্জ
এই মর্মে শুক্রবার কলকাতা মেট্রো রেল (Kolkata Metro Rail) এবং একটি বেসরকারি সংস্থার মধ্যে চুক্তি স্বাক্ষর হয়। এই সংস্থাটির তরফে মেট্রো রেকগুলিতে ৩২ ইঞ্চি টেলিভিশন স্ক্রিন বসানো হচ্ছে। তবে কোনও টেলিভিশনেই লাইভ কোনও শো দেখানো হবে না। প্রতিটি অনুষ্ঠানই প্রি-লোডেড। এই খবরে খুশি মেট্রো যাত্রীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *