Primary TET Scam In West Bengal : ৩ কোটি কোন পথে ১০০ কোটি? তদন্ত করে দেখছে সিবিআই – primary tet scam cbi wants to interrogate tapas mondal


এই সময়: ছিল ৩ কোটি ২৫ লক্ষ, হলো ১০০ কোটি! প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ইডি যে চার্জশিট দিয়েছে, তাতে তাপস মণ্ডলের বয়ান উল্লেখ করে তদন্তকারীরা দাবি করেছিলেন, ৩২৫ জন প্রার্থীকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য জনৈক শ্রী ঘোষকে ৩ কোটি ২৫ লক্ষ টাকা দিয়েছিলেন তিনি। আবার বুধবার সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ পর্ব সেরে বেরিয়ে তিনিই সাংবাদিকদের সামনে দাবি করেন, তাঁর কয়েকজন পরিচিত ও ছাত্রছাত্রীর কাছ থেকে ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছিলেন জনৈক কুন্তল ঘোষ। তাপসের দাবি, সব মিলিয়ে এই অঙ্কটা ১০০ কোটি হতে পারে। সিবিআইয়ের তদন্তকারীরা জানার চেষ্টা করছেন, ৩২৫ জনকে চাকরি পাইয়ে দেওয়ার জন্য যদি ৩ কোটি ২৫ লক্ষ টাকা নেওয়া হয়ে থাকে, তা হলে সেই অঙ্কটা এতটা বেড়ে যাচ্ছে কী ভাবে? তা হলে কি ধাপে ধাপে অনেককে টাকা দিতে হয়েছে? নাকি তাপস নিজে ৩ কোটি ২৫ লক্ষ টাকা জনৈক শ্রী ঘোষকে দেওয়ার পরেও চাকরিপ্রার্থীদের থেকে আলাদা করে টাকা দাবি করা হয়েছিল?

Primary TET Scam : ৩২৫ চাকরিতে নাকি লুকিয়ে আছে ১০০ কোটির খেল
সিবিআইয়ের কাছে যে জনৈক কুন্তল ঘোষের কথা তাপস বলেছেন, শুধু তিনিই কি টাকা নিয়েছিলেন? নাকি আরও কেউ নিয়েছেন সেই টাকা? এ সবই তাপসকে আবার জেরা করে জানার চেষ্টা চালাচ্ছে সিবিআই। ওই ৩২৫ জন প্রার্থীর তালিকা ইডিকে দিয়েছিলেন তাপস। সিবিআই ওই তালিকা ধরে ধরে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। বৃহস্পতিবারও তা খতিয়ে দেখতে তলব করা হয়েছিল তাপসকে। কিন্তু এ দিন তিনি হাজিরা দেননি। সিবিআইয়ের কাছে সময় চেয়েছেন বলে সূত্রের খবর।

Primary TET Scam: নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটির মধ্যে ১৯ কোটির ‘ভাগ’ হুগলির যুবনেতার, কে এই কুন্তল ঘোষ?
প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় গ্রেপ্তার হন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। আরও কয়েকজনকে জেরা করা হয়। সেই তালিকায় ছিলেন অল বেঙ্গল টিচার্স ট্রেনিং অ্যাচিভার্স অ্যাসোসিয়েশনের কর্তা তাপস মণ্ডল, যিনি মানিকের ঘনিষ্ঠ বলে পরিচিত। ইডি-র চার্জশিটে অভিযুক্ত তালিকাতেও রয়েছে তাপসের নাম। বুধবার তাপস দাবি করেন, ইডির কাছেও তিনি কুন্তল ঘোষের টাকা নেওয়ার কথা বলেছিলেন। যদিও ইডি তাতে গুরুত্ব দেয়নি। তাঁর দাবি, সিবিআই তাঁর অভিযোগের ভিত্তিতে কুন্তলকে জিজ্ঞাসাবাদ করেছে। এবং তিনি টাকা নেওয়ার কথা স্বীকারও করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *