মাথায় ছাতা, সুইমিংপুলের ধার দিয়ে হেঁটে হেঁটে আসছিলেন রাকুলপ্রিত সিং (Rakul Preet Singh)। বড্ড রোদ তাই ছাতা মাথায় দিয়েই ছায়ায় আসছিলেন তিনি। তারপরেই ছায়ায় দাঁড়িয়ে ক্যামেরা দেখে পোজ দিতে শুরু করেন। তবে হঠাৎ দমকা হাওয়ায় উড়েই প্রায় যাচ্ছিল তাঁর ছাতা। তবে তা সামলে নেন রাকুল প্রিত। ছাতা সামলে সেই ছাতা নিয়েই দাঁড়িয়ে পোজও দেন তিনি। তারপরে ছাতা ছাড়াই চলে ফটো সেশন। দেখুন সেই ভিডিয়ো (Bengali Video)।
