Sayantika Banerjee : শতাব্দী-দেবাংশুর পর সায়ন্তিকা! বাঁকুড়ায় বিক্ষোভের মুখে ‘দিদির তারকা দূত’ – sayantika banerjee facing protest in bankura in didir suraksha kawach program


West Bengal News : রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে দিয়ে শুরু। তারপর রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। শুক্রবার সাংসদ শতাব্দী রায়, অর্জুন সিংহ, যুবনেতা দেবাংশু ভট্টাচার্য থেকে শুরু করে তারকা নেত্রী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। শাসক তৃণমূলের (Trinamool Congress) একের পর এক নেতা-নেত্রী সাধারণ মানুষের ক্ষোভের মুখে পড়ছেন দলীয় জনসংযোগ কর্মসূচিতে গিয়ে। যা ইঙ্গিত, তাতে এই ক্ষোভ কমে যাবে, এমন সম্ভাবনা কম বলেই মনে করছে রাজ্যের রাজনৈতিক মহল।

Didir Suraksha Kawach : ভরতপুরে তুলকালাম, ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচিতে বেরিয়ে বিক্ষোভের মুখে তৃণমূল সাংসদ
শুক্রবার বাঁকুড়া-২ ব্লকের (Bankura) জুনবেদিয়ার বাগদী পাড়ায় বাঁকুড়া পুরসভার (Bankura Municipality) চেয়ারম্যান অলকা সেন মজুমদার ও তালডাংরার তৃণমূল (Trinamool Congress) বিধায়ক অরুপ চক্রবর্ত্তীকে সঙ্গে নিয়ে ওই এলাকায় যান সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee)। সায়ন্তিকাদের হাতের কাছে পেয়ে ওই এলাকার মহিলারা নিজেদের ক্ষোভ উগরে দেন।

Suvendu Adhikari: ‘চটি ছেড়ে নতুন বুট জুতো চাটার জন্য বসে আছেন,’ শুভেন্দুকে আক্রমণ সায়ন্তিকার
তাঁদের দাবি, বাড়িতে বাড়িতে পানীয় জলের সংযোগ দেওয়া হয়েছে। কিন্তু গত এক বছর ধরে ‘কল আছে জল নেই’। ফলে নলকূপ থেকে কিংবা অন্যের বাড়ি থেকে জলসংগ্রহ করতে হচ্ছে। পরিস্থিতি সামাল দিতে অভিযোগের বিষয় হাতে থাকা নোটবুকে বিষয়টি সায়ন্তিকাকে লিখে রাখতেও দেখা যায়। পরে অভিনেত্রী তথা রাজ্য তৃণমূলের সাধারণ সম্পাদিকা সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় (Sayantika Banerjee) সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, “সমস্যা থাকতেই পারে, সেইসব সমস্যার যাতে সমাধান হয়, তাই জন্যই দলের তরফে এই কর্মসূচি নেওয়া হয়েছে। ওই পাইপ লাইনে ‘টেকনিক্যাল সমস্যা’ রয়েছে। খুব তাড়াতাড়ি স্থায়ী সমস্যা সমাধানে উদ্যোগ নেওয়া হবে।” যদিও বকুল বাগদি নামের এক গ্রামবাসী জানান, “বহুদিন ধরে সরকারী দফতর, স্থানীয় নেতাদের এই সমস্যা নিয়ে বলেছি। কিন্তু কোনও সমাধান হয়নি। এভাবে চললে আমরা এবার বড় আন্দোলনে নামব।”

Didir Suraksha Kavach : পাখির চোখে পূর্ব মেদিনীপুর, ‘দিদির সুরক্ষা কবচ’ শুরু জেলা তৃণমূল নেতৃত্বের
যদিও এই ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে বাঁকুড়া জেলা BJP। দলের নেতা সুপ্রভাত পাত্র বলেন, “দিদির দূত নয়, দিদির ভূত। এরকম ভাবেই দিদির ভূত আর পেত্নিরা জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে।” কলকাতা থেকে আসা ভূত আর পেত্নিরা বাঁকুড়া (Bankura) থেকে সবকিছু লুটে পুটে নেওয়ার চেষ্টা করছে বলেও তিনি অভিযোগ করেন। শাসকদলের নতুন এই কর্মসূচিতে যতই ক্ষোভ বিক্ষোভ বেরিয়ে আসুক না কেন, দলের অনেক নেতা মনে করছেন, এটা আদতে ভাল লক্ষণ। পঞ্চায়েত নির্বাচনের আগে তৃণমূল স্তরের মানুষের ক্ষোভের বহিঃপ্রকাশ দলকে ভুল শুধরে নিতে সাহায্য করবে বলেই মনে করছেন তাঁরা। কোথায় কোথায় উন্নয়নের খামতি রয়েছে সেটা স্পষ্ট হয়ে গেলে সমাধানের রাস্তা পাওয়া যাবে, এই নিয়েই আশায় রয়েছেন তৃণমূল নেতারা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *