Sealdah Station : শিয়ালদা স্টেশনে পড়ে বেওয়ারিশ ব্যাগ, খুলতেই মিলল ১২৬টি কচ্ছপ! – huge number of tortoise recovered from a bag in sealdah station


West Bengal News : ফের শিয়ালদা স্টেশন (Sealdah Station) থেকে উদ্ধার প্রচুর পরিমাণে বিরল প্রজাতির কচ্ছপ। শিয়ালদা স্টেশনে একটি পরিত্যক্ত ব্যাগ থেকে উদ্ধার করা হয় কচ্ছপ গুলিকে। তবে ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। কচ্ছপগুলিকে (Tortoise Recovered) উদ্ধার করে হাওড়া ডিভিশনের বন দফতরের হাতে তুলে দেওয়া হয়েছে। কোথা থেকে, কারা এই কচ্ছপ নিয়ে এসেছিল এবং এত পরিমাণ বিরল প্রজাতির কচ্ছপ কোথায় পাচার করা হচ্ছিল, সে ব্যাপারে খোঁজ খবর শুরু করেছে পুলিশ।

Digha Beach : দিঘা মোহনায় বিরল প্রজাতির কচ্ছপ, পর্যটকদের ভিড়
শুক্রবার শিয়ালদা স্টেশন থেকে উদ্ধার হল প্রচুর পরিমাণে কচ্ছপ। আজ সকাল আটটা নাগাদ শিয়ালদা স্টেশনের (Sealdah Station) দশ নম্বর প্লাটফর্মে শিয়ালদা বনগাঁ লোকালে (Bongaon Local Train) একটি বড় ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগগুলি দেখে সন্দেহ হয় কর্তব্যরত RPF জওয়ানদের। ব্যাগ তল্লাশি শুরু করেন জওয়ানরা। চটের ব্যাগ খুললে ১২৬ টি বিরল প্রজাতির কচ্ছপ উদ্ধার হয়। এর মধ্যে দুটি কচ্ছপ মৃত অবস্থায় পাওয়া যায়। RPF-এর পক্ষ থেকে কচ্ছপগুলিকে হাওড়া ডিভিশনের বন দফতরের হাতে তুলে দেওয়া হয়। তবে কচ্ছপ ভর্তি ওই ব্যাগ কারা রেখে গিয়েছে সে সম্পর্কে কিছু জানায়নি রেল পুলিশ।

West Bengal News : সরকারি স্টিকার লাগানো বস্তা বস্তা চাল উদ্ধার রাস্তায়, শোরগোল ঘাটালে
স্টেশনের CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। কচ্ছপগুলি কোথা থেকে এল এবং কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল এই নিয়ে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ধরা পড়ে যাওয়ার ভয়েই পাচারকারীরা ওই কচ্ছপ ভর্তি ব্যাগ রেখে চম্পট দিয়েছে বলে অনুমান পুলিশের। তাদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

Paschim Medinipur : গৃহকর্তার নাম ধরে ডেকে সাড়া মিলতেই বাড়িতে ঢুকল দুষ্কৃতীরা! রোমহর্ষক ঘটনা খড়গপুরে
তবে একের পর এক কচ্ছপ উদ্ধারে ঘটনায় উদ্বিগ্ন বন দফতর। বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে কচ্ছপ পাচারের বিরুদ্ধে অভিযান চালানো হলেও মাঝেমধ্যেই কচ্ছপ উদ্ধারের ঘটনা ঘটছে একাধিক জেলায়। মাস সাতেক আগেই শিয়ালদা স্টেশন (Sealdah Station) থেকে প্রচুর পরিমাণ কচ্ছপ উদ্ধার করা হয়। ফেরিঘাট থেকে নৈহাটি স্টেশন হয়ে কচ্ছপগুলি শিয়ালদাগামী লোকাল ট্রেনে করে নিয়ে যাচ্ছিল পাচারকারীরা। একটি বস্তার ভিতরে প্রায় ১০৩ টি কচ্ছপ নিয়ে যাওয়া হচ্ছিল বলে জানতে পারে জিআরপি। কিন্তু, বিপত্তি ঘটে পচা দুর্গন্ধের কারণে। কচ্ছপগুলির মধ্যে তিনটি মারা যাওয়ায় প্রচণ্ড দুর্গন্ধ বের হচ্ছিল। তাতে ট্রেনের অন্য যাত্রীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে পাচারকারীরা। তখনই জানা যায়, বস্তার মধ্যে রয়েছে কচ্ছপ। ঘটনায় GRP-কে খবর দেন যাত্রীরা। খবর পাওয়ার পরেই GRP এসে বস্তা তল্লাশি চালাতেই বেরিয়ে আসে কচ্ছপ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *