SSC Scam: মেয়ে সহ ১৯ জনকে টাকা নিয়ে চাকরি! শিক্ষা দুর্নীতিতে নাম দক্ষিণ ২৪ পরগনার তৃণমূল নেতার – south 24 pargana tmc leader name comes in ssc scandal as poster seen in baruipur locality


West Bengal Latest News কেঁচো খুঁড়তে কেউটে। রাজ্যে শিক্ষক নিয়োগ (SSC Scam) থেকে সরকারি পদে কর্মী নিয়োগ একের পর এক দুর্নীতির অভিযোগ আসছে সামনে। প্রতিদিনই রাজ্যের একের পর এক শাসক দলের ছোট থেকে বড় নেতাদের নামে উঠছে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ। বিভিন্ন এলাকায় পোস্টার দিয়ে চলছে অভিযোগের ট্রেন্ড। এবার নিয়োগ দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগে পোস্টার পড়ল শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডলের নামে।

শুক্রবার সকালে দেখা গেল বারুইপুর (Babruipur) সাউথ গড়িয়া (South Garia) গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন জায়গায় ভরে গিয়েছে পোস্টারে। দক্ষিণ ২৪ পরগণা জেলা পরিষদের শিক্ষা কর্মাদক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডলের নামে পড়ল দুর্নীতির পোস্টার। সেখানে অভিযোগ আনা হয়েছে, শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডল তার কন্যা সহ 19 জনকে অর্থের বিনিময়ে চাকরি দিয়েছেন। এমনকী পোস্টারে তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্তের (CBI Investigation) দাবি তোলা হয়েছে। এমন পোস্টারে এলাকায় ব্যাপক শোরগোল। উল্লেখ্য, সাদা পাতায় A4 পেপারে কালো কালিতে ছাপানো হয়েছে পোস্টারটি। কিন্তু পোস্টারটিতে কারও নামের উল্লেখ করা নেই।

Primary TET Scam: নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটির মধ্যে ১৯ কোটির ‘ভাগ’ হুগলির যুবনেতার, কে এই কুন্তল ঘোষ?

যদিও এইসব অভিযোগ অস্বীকার করেছেন শিক্ষা কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডল (Prakash Chandra Mondal) । তিনি জানিয়েছেন, তাঁর বিরুদ্ধে ইচ্ছে করে কুৎসা রটানো হচ্ছে। এই কুৎসার পিছনে তিনি বিরোধী দল বিজেপির (BJP) হাত দেখছেন। একইসঙ্গে তাঁর সন্দেহের রাডারে রয়েছে তারই দলের একাংশ। আগামী পঞ্চায়েত ভোটে টিকিট না পাওয়ার আশঙ্কাতেই তৃণমূলেরই এক যুব নেতা তার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছে বলেও তার অভিযোগ কর্মাধ্যক্ষ প্রকাশ চন্দ্র মণ্ডলের দাবি, ”তাঁর মেয়ে চাকরি পেয়েছে তার নিজের যোগ্যতায়। আর বাকি যে ১৯ জনের কথা বলা হচ্ছে, তাদের কাউকেই আমি চিনি না।”

সম্প্রতি সাদা খাতা জমা গিয়ে গ্রুপ ডি পদে চাকরি পাওয়ার অভিযোগ উঠেছিল স্থানীয় তৃণমূল নেতার ভাই উত্তম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। সেই চাকরি থেকে বরখাস্তের দাবি জানিয়ে এলাকায় পোস্টার দেয় বাম যুব সংগঠন DYFI। বাঁকুড়া পূর্ব লোকাল DYFI কমিটির নাম লেখা পোস্টারটি ঘিরে শোরগোল পড়ে এলাকায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *