Trichy Assault Rifle: মিনিটে ছোড়া যায় সাড়ে ৬০০ রাউন্ড বুলেট, নয়া হাতিয়ার পেল CISF – trichy assault rifle is handed over to cisf by ishapore rifle factory


CRPF-র পর এবার CISF। আরও এক কেন্দ্রীয় আধা সেনার হাতে উন্নত আগ্নেয়াস্ত্র তুলে দিল ইছাপুর রাইফেল ফ্যাক্টরে (Ishapore Rifle Factory)। শুক্রবার CISF-র IG সুধীর কুমারের হাতে ৬ হাজার ত্রিচি অ্যাসল্ট রাইফেল (Trichy Assault Rifle) তুলে দেওয়া হয়। প্রসঙ্গত, রাশিয়ার তৈরি AK 47-র আদলে তৈরি এই অ্যাসল্ট রাইফেলগুলি প্রথমবার ত্রিচির অস্ত্র কারখানায় তৈরি হয়েছিল। কিন্তু বর্তমানে সেখানে কাজের পরিমাণ বেড়ে যাওয়ায় কিছু রাইফেল তৈরির দায়িত্ব দেওয়া হয় ইছাপুরের কারখানাকে। সেই মতো বাংলায় ছয় হাজার রাইফেল তৈরি করা হয়েছে। আরও চার হাজার রাইফেল এই কারখানাতেই তৈরি করা হবে। পরে সেগুলি বিভিন্ন কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলে দেওয়া হবে বলে ইছাপুরের কারখানার তরফে জানা গিয়েছে।

Murshidabad News: ফরাক্কার NTPC পাওয়ার প্ল্যান্টে সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মঘাতী CISF জওয়ান
ত্রিচি অ্যাসল্ট রাইফেল
গত কয়েক বছর ধরেই ত্রিচির কারখানায় AK 47-র আদলে তৈরি এই অ্যাসল্ট রাইফেলগুলি বিভিন্ন কেন্দ্রীয় আধা সামরিকবাহিনী ব্যবহার করে আসছে। CRPF, CISF ছাড়াও চোখ বন্ধ করে এই রাইফেলের উপর ভরসা রাখেন BSF জওয়ান ও অফিসাররা। এছাড়াও রেলের RPF এবং বিভিন্ন রাজ্যের পুলিশ বাহিনীও এই রাইফেল ব্যবহার করে। সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি INSAS অ্যাসল্ট রাইফেলের তুলনায় ত্রিচির তৈরি আগ্নেয়াস্ত্র ওজনে অনেকটাই হালকা। তাই সহজেই এটিকে বহণ করা যায়। এর ওজন মাত্র সাড়ে তিন কেজি। মিনিটে ৬০০ থেকে সাড়ে ৬৫০ রাউন্ড গুলি ছুড়তে পারে এই রাইফেল।

‘সলমান কাণ্ডে CISF আধিকারিককে কোনও শাস্তি দেওয়া হয়নি’, সাফ জানাল সংস্থা
নরেন্দ্র মোদী সরকার (Narendra Modi Government) ক্ষমতায় আসার পর থেকেই সেনার আধুনিকীকরণের পাশাপাশি দেশীয় প্রযুক্তিতে অস্ত্র তৈরির উপরেও জোর দেওয়া হয়েছে। Ordnance Factory Board ভেঙে সাতটি আলাদা আলাদা সংস্থা তৈরি করেছে প্রতিরক্ষামন্ত্রক (Ministry of Defence)। এর পরই সেনা ও আধা সেনার চাহিদা ও আধুনিক যুদ্ধের কথা মাথায় রেখে নতুন ধরনের রাইফেল তৈরিতে জোর দেয় অস্ত্র কারখানাগুলি। গত বছর 7.62 NATO Rifle তৈরি করে ইছাপুরের অস্ত্র কারখানা। এই রাইফেলে 7.62 X 55 mm-র গুলি ব্যবহার করা হয়। অত্যন্ত আধুনিক এই রাইফেলের প্রথম বরাত দিয়েছিল CRPF। গত বছর বেশ কিছু রাইফেল এই কেন্দ্রীয় বাহিনীর হাতে তুলেও দেয় ইছাপুর অস্ত্র কারখানা কর্তৃপক্ষ।

সোশ্যাল মিডিয়ায় সরকারের সমালোচনা নয়, CISF জওয়ানের ফতোয়া কেন্দ্রের

অন্যদিকে রাশিয়ার (Russia) তৈরি AK 47-র উন্নত ভার্সান AK 203 অ্যাসল্ট রাইফেলও তৈরি হবে ভারতে। উত্তরপ্রদেশের আমেঠিতে ভিত্তি প্রস্তর স্থাপন হয়েছে কারখানার। প্রযুক্তি বিনিময়ের মাধ্যমে এই রাইফেল তৈরি করা হবে বলে জানিয়েছে কেন্দ্র।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *