কোন কোন ট্রেন বাতিল?
জানা গিয়েছে, এদিন বাতিল হওয়া লোকালের তালিকায় রয়েছে ভোর ৪টে ৩২ মিনিট এবং ৬টা ১৭ মিনিটের আপ ক্যানিং-শিয়ালদা লোকাল। তিন তিনটি ট্রেন বাতিলের জেরে দুর্ভোগে পড়েন ওই রুটের নিত্যাযাত্রীরা। কলকাতায় আসার জন্য ট্রেন ধরতে গিয়ে সমস্যার মুখে পড়েন সকলেই। কর্মস্থলে সময়মতো পৌঁছতে না পেরে ক্ষোভ উগরে দেন যাত্রীরা। জানা গিয়েছে, যান্ত্রিক ত্রুটি মেরামতের পর ফের সকাল ৬টা ৫০ মিনিট থেকে ট্রেন পরিষেবা স্বাভাবিক হয় এই লাইনে। ওই সময় একটি ক্যানিং-শিয়ালদা আপ লোকাল ছাড়ে। স্বাভাবিক ভাবেই সেটিতে মাত্রাতিরিক্ত ভিড় হয় । অনেক যাত্রী ভিড়ের চাপে ট্রেনে উঠতে পারেননি।
মাত্র কিছুদিন আগেই বড়সড় রেল দুর্ঘটনার (Train Accident) হাত থেকে অল্পের জন্যে রক্ষা পেয়েছিল যাত্রী বোঝাই ট্রেন। শিয়ালদা দক্ষিণ শাখায় (Sealdah South Section) রেললাইনে বিরাট ফাটল দেখা যায়। বিষয়টি তড়িঘড়ি নজরে আসায় বরাতজোরে রক্ষা পেয়ে যায় আপ ডায়মন্ড হারবার লোকাল (Diamond Harbour local Train)। জানা যায়, শিয়ালদা দক্ষিণ শাখায় ডায়মন্ড হারবার (Diamond Harbour) ও গুরুদাস নগরের মাঝে লালবাটি রেলগেটের কাছাকাছি রেললাইনের বড়সড় ফাটল দেখা গিয়েছিল। ঘটনায় কিছুক্ষণের জন্য থমকে যায় ট্রেন পরিষেবা। দুর্ভোগে পড়েন অফিস ফেরত যাত্রীরা। লাইনে ফাটলের খবর পেয়ে মেরামতির কাজে নামে রেল মেকানিকরা। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় লাইন মেরামতির কাজ। সাড়ে ছটা নাগাদ সম্পূর্ণ লাইন ঠিক হওয়ার পর ছেড়ে দেওয়া হয় আটকে থাকা ট্রেনগুলি ।