Gangasagar Mela 2023 : পুণ্যলাভের আশায় রাজস্থান থেকে সাইকেলে গঙ্গাসাগর, নজির পঞ্চাশোর্ধ্ব ব্যক্তির – gangasagar mela 2023 rajasthan man comes by cycling


West Bengal News : মনের ভক্তি থেকে এবং পুণ্যলাভের আশায় মানুষ কিই না করতে পারে! যুগ যুগ ধরে চলে আসছে পুণ্যলাভের আশায় ধার্মিক মানুষদের সব অভূতপূর্ব কার্যকলাপ। আর গঙ্গাসাগরের (Gangasagar Mela) মতন মেলায় এসে পুন্যলাভ তো এই দেশের লাখ লাখ মানুষের মনের দীর্ঘদিনের মনোবাঞ্ছা। তাই এই গঙ্গাসাগর মেলাতেই পুণ্যলাভের জন্য এক অনন্য পথ বেছে নিলেন রাজস্থানের (Rajasthan) বাসিন্দা এক পঞ্চাশোর্ধ ব্যক্তি। তাঁর নাম অনুপ দাস মহারাজ। মকর সংক্রান্তির (Makar Sankranti) পুণ্যস্নানের আশায় রাজস্থান থেকে সাইকেলে চেপে গঙ্গাসাগরের পথে বেরিয়ে পড়েছেন অনুপ দাস। সুদূর রাজস্থান থেকে সাইকেল চালাতে চালাতে শুক্রবার পৌছন ডায়মন্ড হারবার (Diamond Harbor) কানপুর বাফার জোনে। ডায়মন্ড হারবার (Diamond harbor) পৌঁছে তিনি জানান, এই নিয়ে সাইকেলে চেপে দ্বিতীয়বার গঙ্গাসাগরে আসছেন তিনি।

Gangasagar Mela 2023 : ঘরে বসেই দেখুন গঙ্গাসাগরের মঙ্গলারতি, জানুন পদ্ধতি
এই বিষয়ে অনুপ দাস মহারাজ বলেন, “সাইকেলে চেপে আমি ভারত ভ্রমণ করেছি। এমনকি ৫ বছর আগে প্রথমবার আমি রাজস্থান থেকে সাইকেলে চেপে গঙ্গাসাগরে এসেছিলাম। এই বছর আবারও গঙ্গাসাগরে আসার উদ্দেশ্যে গত ৩ রা ডিসেম্বর বাড়ি থেকে রওনা দিয়েছিলাম”। সাইকেল চালানো তাঁর একপ্রকার নেশা বলে জানান অনুপ দাস। বয়সের ছাপ চোখেমুখে তার। পঞ্চাশোর্ধ বয়সে তবুও অদম্য জেদে তার সাইকেলে চেপে সাগরে আসা। তাঁর মতে, সাইকেলে কোনও পরিবেশ দূষণ হয় না। তাছাড়া শরীরও সুস্থ ও সতেজ থাকে।

Gangasagar Mela 2023 : পুণ্যস্নানের মিলনতীর্থ গঙ্গাসাগর, সংক্রান্তির আগেই রেকর্ড পুণ্যার্থীর ভিড়
এই বিষয়ে কথা বলতে গিয়ে অনুপ দাস বলেন, “দেশে গাড়ির সংখ্যা যে হারে বাড়ছে, তাতে ব্যাপক হারে বাড়ছে পরিবেশ দূষণ। গাড়ির সংখ্যা কমানো সম্ভব নয়। কিন্তু সাইকেল চালিয়ে পরিবেশ দূষণ কম করা যেতে পারে, এটা আমি মানি। তাছাড়া ছোটবেলা থেকেই আমার সাইকেল চালিয়ে চালিয়ে অভ্যেস হয়ে গিয়েছে, তাই বেঁচে থাকতে সাইকেল চালানো ছাড়তে পারব না। আর সেই সাইকেল চালিয়ে এসেই যদি গঙ্গাসাগরের মতন মেলায় মকর সংক্রান্তির পুণ্যস্নান করতে পারি, এর থেকে আর ভালো কিছু হয়না”। শুক্রবার রাতটি ডায়মন্ড হারবারে কাটিয়ে শনিবার সকালেই আবার গঙ্গাসাগরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন অনুপ দাস মহারাজ। সেই সঙ্গে জানিয়ে গিয়েছেন, কয়েক বছর পর আবার আসবেন গঙ্গাসাগর মেলায়, আর সাইকেল চালিয়েই আসবেন পঞ্চাশ বছর বয়সেও যৌবন ধরে রাখা অদম্য মানসিকতার এই মানুষটি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *