অরিন্দম শীলের (Arindam Sil) বহু প্রতীক্ষিত ছবি মায়াকুমারী (Maya Kumari) মুক্তি পেল শুক্রবার ১৩ জানুয়ারি। এই প্রথম ছবিতে জুটি বেঁধেছেন আবির এবং ঋতুপর্ণা সেনগুপ্ত। শুক্রবার সেই ছবির স্টার স্টাডেড প্রিমিয়ার আয়োজিত হয়েছিল শহরের একটি মাল্টিপ্লেক্সে। এসেছিলেন অভিনেত্রী মনামী ঘোষও। ছবি নিয়ে তাঁর এক্সসাইটমেন্ট যেমন ধরা পড়ল, তেমনই মন খুলে কথা বললেন পদাতিক নিয়ে…কী বললেন জানতে দেখুন ভিডিয়ো (Bengali Video)।