Primary TET : প্রাথমিকের ইন্টারভিউ দিতে এসে ধৃত ভুয়ো ‘চাকরিপ্রার্থী’, উদ্ধার জাল কল লেটার – fake primary tet candidate arrested from salt lake with fake admit card


West Bengal News: প্রাথমিক শিক্ষক পর্ষদের অফিস থেকে ধৃত ভুয়ো চাকরিপ্রার্থী। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের নাম প্রীতম ঘোষ। অভিযুক্ত দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দা। পাশাপাশি আরও দু’জনকে আটক করা হয়েছে। পুলিশ জানিয়েছে তাঁরাও প্রীতমের পূর্ব পরিচিত। পুলিশ জানিয়েছে এই মুহূর্তে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ধৃতদের কল লেটার দেখে শিক্ষা পর্ষদের আধিকারিকদের সন্দেহ হয়। কল লেটার দেখে সন্দেহ হতেই তাঁকে আটক করা হয়। বিধানননগর পূর্ব থানায় খবর দেওয়া হয়। পুলিশ এসে ওই তিনজনকে গ্রেফতার করে থানায় নিয়ে গিয়েছে। পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আজ সেখানে চতুর্থ পর্যায়ের ইন্টারভিউ হওয়ার কথা ছিল। দক্ষিণ দিনাজপুরের ৪৫০ জন চাকরিপ্রার্থীকে ইন্টারভিউয়ের জন্য ডেকে পাঠানো হয়েছিল।

Primary Recruitment Case: ১৪০ প্রাথমিক শিক্ষকের চাকরি বাতিল, বেতন বন্ধের নির্দেশ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের
পর্যদ সূত্রে জানা গিয়েছে, শনিবার এক আত্মীয়কে সঙ্গে নিয়ে করুণাময়ীর প্রাথমিক শিক্ষা সংসদের অফিসে আসে প্রীতম নামে ওই যুবক। তাঁর আত্মীয় বেলঘরিয়ার বাসিন্দা বলে দাবি করেছিল ওই যুবক। মেসোকে নিয়ে সে এদিন প্রাথমিক শিক্ষা পর্ষদের অফিসে আসে। গ্রেফতারি পর জানা যায় যুবকের পাড়াতুতো কাকাও এই ভুয়ো অ্যাডমিট করানোর পিছনে মূল মাথা। পঞ্চার হাজার টাকার বিনিময়ে তিনি তাঁকে ভুয়ো অ্যাডমিট কার্ড বানিয়ে দিয়েছিল ওই ব্যক্তি। মোবাইল ফোনের সূত্র ধরে ওই ব্যক্তিকেও গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। তিনদনকে বিধাননগর পূর্ব থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, ওই ধৃত পরীক্ষার্থী ২০১৪ সালে টেট পরীক্ষায় বসলেও অনুত্তীর্ণ হয়েছে।

WB Primary TET: প্রাথমিকের টেটে কত নম্বর পাবেন ? পর্ষদের প্রকাশিত ‘অ্যানসার কি’ দেখে নিন
প্রাথমিক শিক্ষা দফতরের কর্মী সৌরভ ঘোষ বলেন, ‘সাড়ে ১০টা নাগাদ একটা ছেলে এখানে ইন্টারভিউয়ের জন্য এখানে আসে। তাঁর কল লেটার দেখে আমার সন্দেহ হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দেখাতে তিনি বলেন কল লেটারটি ভুয়ো। প্রাথমিক শিক্ষক পর্ষদ আধিকারিক এসে তাঁকে আটক করে। কোনও একটি সংস্থার মাধ্যমে এই প্রতারণার ফাঁদ পাতা হয়েছিল। আরও কয়েকজন ভুয়ো কল লেটার নিয়ে এখানে এসেছিলেন। কিন্তু, তাদেরকে ধরা সম্ভব হয়নি। আরও একজনকে পড়ে ধরা হয়। তাঁর থেকে অ্যাডমিট কার্ড উদ্ধার করা হয়েছে।’

Primary School : মদ্যপান করে স্কুলে প্রধান শিক্ষক, টানা বিক্ষোভের জেরে বড় সিদ্ধান্ত নিল আরামবাগের স্কুল
প্রাথমিক শিক্ষা পর্ষদের মেনে গেটেই ওই ভুয়ো চাকরিপ্রার্থী ধরা পড়েছে। আমাদের ডাটাবেসেও ওই ছেলেটির কোনও তথ্য ছিল না। এতে আমাদের সন্দহ হয়। রেজিস্ট্রেশন নম্বর দিয়ে সার্চ করতে অন্য আরেকজনের তথ্য বের হয়। তখনই আমরা গোটা বিষয়টি বুঝতে পারি। সব প্রার্থীদের আগে নথি যাচাই হচ্ছে, তারপর ইন্টারভিউ হচ্ছে। গোটা ঘটনার কথা আমরা পুলিশকে জানাই, পুলিশ গ্রেফতার করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *