Road Accident : বেপরোয়া গাড়ি পিষে দিল ছাত্রকে, প্রতিবাদে লরিতে আগুন ক্ষিপ্ত জনতার – east medinipur moya road accident school student expired local people set fire on lorry


East Medinipur News : পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলার ময়না (Moyna) থানার বাকচা গ্রাম পঞ্চায়েতের মির্জানগর গ্রামে একটি কয়লা (Coal) বোঝাই লরির ধাক্কায় মর্মান্তিক মৃত্যু হল এক স্কুল ছাত্রের (School Student Died)। মৃত ছাত্রের নাম জয়দেব মন্ডল । মৃত জয়দেব মির্জানগর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র। সাইকেলে করে স্কুলে ঢোকার আগেই দ্রুত গতিতে তিওয়ারি মোড়গামী একটি ট্রাক ধাক্কা মারে জয়দেবকে। ঘটনস্থলেই মৃত্যু হয় তার। এরপরেই উত্তেজিত জনতা ঘাতক লরিটিকে ভাঙচুর চালিয়ে তাতে আগুন লাগিয়ে দেয়। উত্তেজনা সামলাতে ঘটনাস্থলে আসে ময়না থানার (Moyna Police Station) বিশাল পুলিশবাহিনী। রাস্তা সম্পূর্ণ অবরুদ্ধ হয়ে পড়ে। এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। যদিও ঘাতক লরির চালক এখনও পর্যন্ত পলাতক। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসার পাশাপাশি মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। ঘাতক লরির চালকের সন্ধান চালানো হচ্ছে বলে জানিয়েছে ময়না থানার পুলিশ (Moyna Police Station)।

Road Accident : পথদুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু গৃহবধূর, ব্যাপক যানজট দেগঙ্গায়
এলাকার উত্তেজনা সামলাতে পুলিশবাহিনীর পাশাপাশি নামানো হয়েছে র‍্যাফও (RAF)। এক প্রত্যক্ষদর্শী এই দুর্ঘটনা সম্পর্কে বলেন, “আমাদের চোখের সামনে দুর্ঘটনাটি ঘটে গেল, কিছুই করতে পারলাম না। বলতে গেলে লরিটি একটুও সময় দেয়নি। বেপরোয়া ভাবে রাস্তা দিয়ে চালাচ্ছিল চালক। ছেলেটি স্কুলে ঢোকার মুখেই সাইকেলে থাকা অবস্থায় লরিটি ছেলেটিকে পিষে দিয়ে যায়। ঘটনাস্থলেই ছেলেটি মারা যায়”। ওই প্রত্যক্ষদর্শী আরও জানান, “এই রাস্তাটি বরাবরই বিপজ্জনক। লরি, বাস, চার চাকা গাড়ি সবাই খুব বেপরোয়া গতিতে যাতায়াত করে। পথচারীদের খুব সাবধানে চলাচল করতে হয় এই রাস্তায়। পুলিশ প্রশাসনকে অনেকবার জানানো হয়েছে এখানে গাড়ি চলাচল নিয়ন্ত্রনের ব্যাপারে। কিন্তু সেরকম কোনও সাড়া পাওয়া যায়নি”। যার ফলে আজকের এই দুর্ঘটনা বলে মনে করছেন এলাকার বাসিন্দারা।

Basanti Highway Accident : বাসন্তী হাইওয়েতে ইঞ্জিন ভ্যানের সঙ্গে লরির মুখোমুখি ধাক্কা, মৃত ১
উল্লেখ্য, রাজ্যজুড়ে ব্যাপক হারে বেড়েছে পথদুর্ঘটনা। রোজকার পথদুর্ঘটনা রোধ করতে সরকার ও পুলিশ প্রশাসনের তরফে নেওয়া হয়েছে একগুচ্ছ পদক্ষেপ ও কর্মসূচি। সরকারের তরফে নেওয়া হয়েছে ‘সেফ ড্রাইভ, সেভ লাইফ’-এর (Safe Drive Save Life) মতন কর্মসূচি। গড়ে তোলা হচ্ছে সচেতনতা। কিন্তু একশ্রেণীর মানুষ বা চালকদের যে কোনও কিছুতেই সচেতনতা আসছে না, তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে রোজকার পথদুর্ঘটনা। আর এর ফলে রাজ্যের কোথাও না কোথাও প্রত্যেকদিন অকালে ঝরে যাচ্ছে কোনও না কোনও প্রাণ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *