ঘটনার সূত্রপাত এই মাসের পাঁচ তারিখ। ২২৬৪১ নম্বর ট্রেনে ঠিক যেন বাংলা চলচ্চিত্র বাক্স বদল’-র মতন ঘটনাই ঘটল। ওই দিন সংযুক্তা ঘোষ নামের জনৈক যাত্রী কায়ানকুলাম থেকে উক্ত ট্রেনে ওঠেন। ওই ট্রেনেই প্রদীপ্ত বালিয়ার সিংহ নামে অপর এক যাত্রী ওঠেন। তিনি ত্রিচুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত সফর করছিলেন। ভুলবশত তাঁরা নিজেদের ব্যাগ ছেড়ে একে ওপরের ব্যাগ নিয়ে চলে যান। দুজনেরই ব্যাগ অনেকটাই একই রকম দেখতে ছিল। এরপর বিষয়টি বুঝতে পেরে দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করেন এক যাত্রী। তারপর দক্ষিন পূর্ব রেলের আধিকারিকরা অন্য যাত্রীর সঙ্গে যোগাযোগ করেন। দক্ষিণ পূর্ব রেলের অধিকারিকদের সহযোগিতায় তাঁরা তাঁদের ব্যাগের সন্ধান পান। শুক্রবার যাত্রীদের ব্যাগ পুনরুদ্ধারের সময় দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।
নিজেদের ব্যাগ ফেরত পেয়ে তাঁরা দক্ষিণ পূর্ব রেল ও রেলের অধিকারিকদের ধন্যবাদ জানান। এই বিষয়ে এক যাত্রী সংযুক্তা ঘোষ জানান, “ব্যাগ ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তাও শেষ চেষ্টা করে দক্ষিন পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করি, আর সব ঘটনা খুলে বলি। তারপর ওনারাই অন্য যাত্রীর সঙ্গে যোগাযোগ করে আমাদের দুজনেরই ব্যাগ নিজের নিজের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন”। ওপর যাত্রী প্রদীপ্ত বালিয়ার সিংহ বলেন, “বাড়িতে গিয়েই বুঝতে পারি অন্য কোনও যাত্রীর সঙ্গে ব্যাগ বদল হয়ে গিয়েছে ভুলবশত। কিন্তু যেহেতু চিনি না, তাই ব্যাগ ফেরত দেওয়ার বা ব্যাগ ফেরত পাওয়ার কোনও আশাও করিনি। তারপরই একদিন হঠাৎ করে রেল দফতর আমার সঙ্গে যোগাযোগ করে সব ঘটনা খুলে বলে, এবং ব্যাগ নিয়ে আমাকে দক্ষিন পূর্ব রেলের দফতরে আসার অনুরোধ করে। নিজের ব্যাগ ফেরত পেয়ে খুবই ভালো লাগছে”।