South Eastern Railway : ট্রেনে ব্যাগ বদল, রেলের আধিকারিকদের সহায়তায় হারানো সম্বল প্রাপ্তি যাত্রীর – howrah passenger got her bag back with the help of south eastern railway officials


West Bengal News : ট্রেনে যাত্রা করতে গিয়ে ভুলবশত অন্য যাত্রীর সঙ্গে অদলবদল (Bag Exchange) হয়ে গিয়েছিল সংযুক্তা ঘোষ নামের জনৈক যাত্রীর ব্যাগ। হতাশায় নিজের ব্যাগ ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন তিনি। কিন্তু আশা ছাড়েননি দক্ষিন পূর্ব রেল (South Eastern Railway) ও তার আধিকারিকরা। ব্যাগ বদলের (Bag Exchange) কয়েকদিনের মধ্যেই ক্রমাগত চেষ্টায় তা খুঁজে বের করলেন দক্ষিন পূর্ব রেলের (South Eastern Railway) আধিকারিকরা। আর তা ফিরিয়ে দিলেন নিজ নিজ মালিকের কাছে। নিজের ব্যাগ ও দরকারি জিনিষপত্র ফেরত পেয়ে খুবই খুশি ওই যাত্রী সংযুক্তা ঘোষ। সেই সঙ্গে ধন্যবাদ জানাতেও ভুললেন না দক্ষিন পূর্ব রেলের আধিকারিকদের। শুক্রবার অফিস অফ কমার্শিয়াল ইন্সপেক্টরের (Office of Commercial Inspector) কাছ থেকে দুজন যাত্রীই নিজেদের ব্যাগ সংগ্রহ করেন।

Mumbai Jaynagar Express : বিনা টিকিটে ট্রেনে চড়ার অপরাধের শাস্তি, মাটিতে ফেলে যাত্রীকে লাথি ২ টিকিট পরীক্ষকের
ঘটনার সূত্রপাত এই মাসের পাঁচ তারিখ। ২২৬৪১ নম্বর ট্রেনে ঠিক যেন বাংলা চলচ্চিত্র বাক্স বদল’-র মতন ঘটনাই ঘটল। ওই দিন সংযুক্তা ঘোষ নামের জনৈক যাত্রী কায়ানকুলাম থেকে উক্ত ট্রেনে ওঠেন। ওই ট্রেনেই প্রদীপ্ত বালিয়ার সিংহ নামে অপর এক যাত্রী ওঠেন। তিনি ত্রিচুর থেকে ভুবনেশ্বর পর্যন্ত সফর করছিলেন। ভুলবশত তাঁরা নিজেদের ব্যাগ ছেড়ে একে ওপরের ব্যাগ নিয়ে চলে যান। দুজনেরই ব্যাগ অনেকটাই একই রকম দেখতে ছিল। এরপর বিষয়টি বুঝতে পেরে দক্ষিণ পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করেন এক যাত্রী। তারপর দক্ষিন পূর্ব রেলের আধিকারিকরা অন্য যাত্রীর সঙ্গে যোগাযোগ করেন। দক্ষিণ পূর্ব রেলের অধিকারিকদের সহযোগিতায় তাঁরা তাঁদের ব্যাগের সন্ধান পান। শুক্রবার যাত্রীদের ব্যাগ পুনরুদ্ধারের সময় দক্ষিণ পূর্ব রেলের আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

Kolkata Airport : গুটখার প্যাকেটে লুকনো লাখ লাখ টাকা! ট্রলি ব্যাগ খুলতেই চোখ কপালে বিমানবন্দর কর্মীদের
নিজেদের ব্যাগ ফেরত পেয়ে তাঁরা দক্ষিণ পূর্ব রেল ও রেলের অধিকারিকদের ধন্যবাদ জানান। এই বিষয়ে এক যাত্রী সংযুক্তা ঘোষ জানান, “ব্যাগ ফেরত পাওয়ার আশা প্রায় ছেড়েই দিয়েছিলাম। তাও শেষ চেষ্টা করে দক্ষিন পূর্ব রেলের সঙ্গে যোগাযোগ করি, আর সব ঘটনা খুলে বলি। তারপর ওনারাই অন্য যাত্রীর সঙ্গে যোগাযোগ করে আমাদের দুজনেরই ব্যাগ নিজের নিজের কাছে ফেরত দেওয়ার ব্যবস্থা করেন”। ওপর যাত্রী প্রদীপ্ত বালিয়ার সিংহ বলেন, “বাড়িতে গিয়েই বুঝতে পারি অন্য কোনও যাত্রীর সঙ্গে ব্যাগ বদল হয়ে গিয়েছে ভুলবশত। কিন্তু যেহেতু চিনি না, তাই ব্যাগ ফেরত দেওয়ার বা ব্যাগ ফেরত পাওয়ার কোনও আশাও করিনি। তারপরই একদিন হঠাৎ করে রেল দফতর আমার সঙ্গে যোগাযোগ করে সব ঘটনা খুলে বলে, এবং ব্যাগ নিয়ে আমাকে দক্ষিন পূর্ব রেলের দফতরে আসার অনুরোধ করে। নিজের ব্যাগ ফেরত পেয়ে খুবই ভালো লাগছে”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *