Uttar 24 Pargana News : চড়কাণ্ডে পলাতক অভিযুক্ত ‘দিদির দূত’, তৃণমূলের সংস্রব নিয়ে অন্ধকারে মা – duttapukur slap accused trinamool congress worker absconded from area


West Bengal Local News: দিদির সুরক্ষা কবচ কর্মসূচির প্রচারে উত্তর ২৪ পরগণা (Uttar 24 pargana) জেলার দত্তপুকুরে (Duttapukur) বিজেপি মণ্ডল সভাপতি সাগর বিশ্বাসকে সপাটে চড় মেরেছিলেন স্থানীয় তৃণমূলকর্মী শিবম রায়। ইতিমধ্যেই এই ঘটনায় দত্তপুকুর থানায় স্থানীয় সুভাষ নগর এলাকার বাসিন্দা শিবমের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন ওই বিজেপি নেতা। এই ঘটনার পর থেকে তৃণমূলকর্মী শিভম সুভাষ নগর এলাকা থেকে গা ঢাকা দিয়েছে বলে জানা গিয়েছে। এলাকারবাসীদের তরফে শিবমের মা ও স্ত্রী শুনেছেন, যে তাদের পরিবারের সদস্য এক বিজেপি নেতাকে চড় মেরেছে। পরিবারের সদস্যদের অভিযোগ, ঘটনার পর বিজেপি নেতা-কর্মীরা তাদের বাড়িতে চড়াও হয়ে শিবমকে মারধরের হুমকি দিয়েছে। পরিবারের সদস্যরা শিবমকে নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন বলে জানা গিয়েছে।

Didir Doot : মন্ত্রীর কাছে অভিযোগ জানানোর আগেই তৃণমূল কর্মীর হাতে থাপ্পড়, কে এই সাগর বিশ্বাস?
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবমের মা অনিমা ও স্ত্রী শিবাণী রায় ইতিমধ্যেই বিজেপি কর্মীদের হুমকির মুখে পড়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, বিজেপি কর্মীরা শিবমকে মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়ার হুমকি দিয়েছে। বিজেপির কর্মীদের হুমকিতে মারাত্মক ভয় পেয়ে গিয়েছেন। মা অনিমা রায় সংবাদমাধ্যমের সামনে হাত জোর করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জানিয়েছেন তাঁর ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সংবাদমাধ্যমের ক্যামেররা সামনে কাঁদতে কাঁদতে শিবমের মা বলেন, ‘আমরা ছেলে আগে কখনও এই ধরনের কোনও কাজ করেনি। আমি খুব গরিব মানুষ, আমার একটাই মাত্র ছেলে। কোথায় গিয়ে ক্ষমা চাইতে হবে বলুন, আমি ক্ষমা চেয়ে নেব। দয়া করে ওকে ক্ষমা করে দিন, কিছু করবেন না।’

Didir Suraksha Kavach : মন্ত্রীর সামনেই গ্রামবাসীকে ‘দিদির দূত’-এর থাপ্পড়! দত্তপুকুরে ‘সুরক্ষা কবচ’ কর্মসূচিতে উত্তেজনা
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবম এলাকায় তৃণমূলকর্মী হিসেবেই পরিচিত। তিনি একটি স্থানীয় দুধ প্রস্তুতকারী সংস্থাতে কাজ করেন বলে জানা গিয়েছে। এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত শিবম। স্থানীয় বাসিন্দারাও শিবমের নামে এই অভিযোগ শোনার পর হতবাক হয়ে গিয়েছেন। যেখানে ওই বিজেপি কর্মীকে চড় মারার ঘটনা ঘটে সেই জায়গা শিভমের বাড়ি থেকে অনেকটাই দূরে বলে স্থানীয় সূত্রে খবর। তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে ওইৃ জায়গায় শিভম গিয়েছে তাও বাড়ির কেউ জানেনা।

Dilip Ghosh : ‘পাই পয়সার হিসেব নেওয়া উচিত…’, মিড-ডে মিল তদারকিতে কেন্দ্রীয় দল নিয়ে মন্তব্য দিলীপের
ইছাপুরে নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর সামনেই এলাকার সমস্যা জানাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস। মন্ত্রীর সামনে সাগরকে সপাটে চড় মারেন ওই তৃণমূলকর্মী শিবম দাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *