স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবমের মা অনিমা ও স্ত্রী শিবাণী রায় ইতিমধ্যেই বিজেপি কর্মীদের হুমকির মুখে পড়েছেন। পরিবারের সদস্যদের অভিযোগ, বিজেপি কর্মীরা শিবমকে মেরে হাসপাতালে ভর্তি করে দেওয়ার হুমকি দিয়েছে। বিজেপির কর্মীদের হুমকিতে মারাত্মক ভয় পেয়ে গিয়েছেন। মা অনিমা রায় সংবাদমাধ্যমের সামনে হাত জোর করে হাউ হাউ করে কাঁদতে কাঁদতে জানিয়েছেন তাঁর ছেলে কোনও রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত নয়। সংবাদমাধ্যমের ক্যামেররা সামনে কাঁদতে কাঁদতে শিবমের মা বলেন, ‘আমরা ছেলে আগে কখনও এই ধরনের কোনও কাজ করেনি। আমি খুব গরিব মানুষ, আমার একটাই মাত্র ছেলে। কোথায় গিয়ে ক্ষমা চাইতে হবে বলুন, আমি ক্ষমা চেয়ে নেব। দয়া করে ওকে ক্ষমা করে দিন, কিছু করবেন না।’
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শিবম এলাকায় তৃণমূলকর্মী হিসেবেই পরিচিত। তিনি একটি স্থানীয় দুধ প্রস্তুতকারী সংস্থাতে কাজ করেন বলে জানা গিয়েছে। এলাকায় ভালো ছেলে বলেই পরিচিত শিবম। স্থানীয় বাসিন্দারাও শিবমের নামে এই অভিযোগ শোনার পর হতবাক হয়ে গিয়েছেন। যেখানে ওই বিজেপি কর্মীকে চড় মারার ঘটনা ঘটে সেই জায়গা শিভমের বাড়ি থেকে অনেকটাই দূরে বলে স্থানীয় সূত্রে খবর। তৃণমূলের কর্মসূচিতে যোগ দিতে ওইৃ জায়গায় শিভম গিয়েছে তাও বাড়ির কেউ জানেনা।
ইছাপুরে নীলগঞ্জ গ্রাম পঞ্চায়েতে শনিবার দলীয় কর্মসূচিতে যোগ দিয়েছিলেন রাজ্যের খাদ্যমন্ত্রী রথীন ঘোষ। তাঁর সামনেই এলাকার সমস্যা জানাতে গিয়ে আক্রান্ত হন বিজেপি মণ্ডল সভাপতি সাগর বিশ্বাস। মন্ত্রীর সামনে সাগরকে সপাটে চড় মারেন ওই তৃণমূলকর্মী শিবম দাস।