Asansol News: পাথর খাদানের জলাশয় থেকে শিশু সহ ৪ জনের মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য আসানসোলে – four bodies found from a pond at asansol mine


West Bengal Local News : একসঙ্গে চার চারটে মৃতদেহ উদ্ধার। চাঞ্চল্য আসানসোলে। পাথর খাদানের জলাশয় থেকে উদ্ধার চারটি মৃতদেহ। গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। ঘটনাস্থলে পৌঁছেছে আসানসোল উত্তর থানার পুলিশ (Asansol North Police Station)। যদিও খাদান অনেক গভীর থাকায় দেহ এখনও তুলে আনা সম্ভব হয়নি।

স্থানীয় সূত্রে খবর, পরিত্যক্ত পাথর খাদানে চারজনের দেহ ভাসতে দেখে চাঞ্চল্য ছড়াল আসানসোলের (Asansol) কাল্লা এলাকায়। আসানসোল উত্তর থানার অন্তর্গত কাল্লা চাষী পট্টি এলাকায় একটি পরিত্যক্ত পাথর খাদানে চারটি মৃতদেহ ভাসতে দেখে স্থানীয় বাসিন্দারা। ওই মৃতদেহ গুলির মধ্যে দুটি শিশুও আছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। মনে করা হচ্ছে, একই পরিবারের ওই চারজন। কীভাবে তারা পাথর খাদানে পড়ল তা নিয়ে ধোঁয়াশা দেখা দিয়েছে। প্রায় ৩০০ ফুট নিচে এই মৃতদেহগুলি পরিত্যক্ত পাথর খাদানের জলে ভাসছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় আসানসোল উত্তর থানার পুলিশ। আসে উদ্ধারকারী দল। যদিও অনেক গভীর বলে খাদান থেকে দেহগুলি উদ্ধার করা সম্ভব হয়নি। দেহ উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।

Asansol News : আগুন পোহাতে গিয়ে অগ্নিদগ্ধ ? সাত সকালে আসানসোলে উদ্ধার ব্যক্তির পোড়া দেহ

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দেহগুলি বেশ কিছু সময় ধরে খাদনের পাশে জলাশয়ে পড়েছিল। উপর থেকে দেহগুলি জলে ফুলে যেতে দেখা যায়। সে কারণেই সঠিকভাবে দেহগুলি শনাক্ত করা সম্ভব হচ্ছে না। পাশাপাশি, দেহগুলি চারদিকে ছড়িয়ে গিয়েছে, সে কারণে দেহগুলি উদ্ধার করতে সমস্যায় পড়েছেন উদ্ধারকারীরা। উদ্ধারের কাজ চলছে। মৃতদেহ তুলে এনে শনাক্ত করার পর এবং ময়না তদন্তের পর পুরো বিষয়টি বলা সম্ভব বলে জানিয়েছে পুলিশ। স্থানীয় বাসিন্দারা একাংশ জানিয়েছেন, একটি পরিবারের চার জন একত্রে খাদানের ওই জলাশয়ে আত্মহত্যা করতে পারে। আবার অনেকের ধারণা, রাস্তার ধার দিয়ে যাওয়ার কারণে ওই চারজন কোনও ভাবে দুর্ঘটনার কারণে পড়ে গিয়েছিলেন। উঁচু খাদানের জলাশয়ে পড়ে গিয়ে তাদের মৃত্যু হয়।

Amta TMC Leader Death : পুকুর থেকে তৃণমূল কর্মীর মৃতদেহ উদ্ধার, পথ অবরোধ, উত্তেজনা আমতায়

প্রসঙ্গত, গত বছরও জল ভর্তি পরিত্যক্ত পাথর খাদান থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ায় আসানসোল উত্তর থানার কাল্লায়। মৃত ব্যক্তির নাম রামপ্রসাদ হেলা ( ৪২)। তিনি কাল্লা ব্রিজ এলাকার বাসিন্দা। স্থানীয়রা রাস্তা দিয়ে যাতায়াতের সময় দেখতে পান খাদানের জলে এক ব্যক্তির মৃতদেহ ভাসছে। খবর পেয়ে আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থলে আসে। স্থানীয়দের সাহায্যে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে। কীভাবে ওই ব্যক্তির মৃত্যু হল তা তদন্ত শুরু করে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *