Birbhum News : বীরভূমে BJP-র সম্মেলনে হামলার ঘটনায় তৎপর প্রশাসন, গ্রেফতার ২ তৃণমূল নেতা – suri police arrest two person for attack incident on bjp meeting at suri


West Bengal News : বিজেপির সম্মেলনে হামলার ঘটনায় গ্রেফতার ২ তৃণমূল কর্মী। বীরভূমের (Birbhum) সিউড়িতে (Suri) BJP-র সম্মেলনে হামলার ঘটনায় বিকাশ মণ্ডল ও তন্ময় লোহার নামে দুই তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে। বাকিদের খোঁজে তল্লাশি চলছে বলে পুলিশ সূত্রে খবর। মূল অভিযুক্ত তৃণমূলের অঞ্চল সভাপতি রঘুনাথ মণ্ডল এখনও অধরা।

TMC : কোচবিহারে তৃণমূলের গোষ্ঠীকোন্দলের জের, যুব তৃণমূল সভাপতির উপর ধারাল অস্ত্রের কোপ
গত শনিবার বীরভূমের সিউড়ি ১ নম্বর ব্লকের অন্তর্গত মল্লিকপুর গ্রাম পঞ্চায়েতের (Mallickpur Gram Panchayat) গোবিন্দপুর গ্রামে BJP-র একটি দলীয় সম্মেলন চলছিল। অভিযোগ, সেই সময় এলাকার তৃণমূল কর্মী সমর্থকরা তাঁদের উপর এসে হামলা চালায়। প্রথমে বাগবিতণ্ডা শুরু হলেও পরে তা হাতাহাতিতে পৌঁছে যায়। তৃণমূল কর্মীদের বিরুদ্ধে অভিযোগ চেয়ার দিয়ে BJP নেতা-কর্মীদের উপর হামলা করা হয়। ঘটনাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায় গোটা এলাকায়। ঘটনাস্থলে পৌঁছয় সিউড়ি থানার (Suri Police Station) পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এই ঘটনায় সিউড়ি থানার পুলিশ তদন্তে নেমে শনিবার রাতেই দু’জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশের তরফ থেকে যে দুজনকে গ্রেফতার করা হয়েছে তৃণমূল কর্মী বিকাশ মণ্ডল এবং তন্ময় লোহারকে। দুইজনেই গোবিন্দপুর গ্রামেরই বাসিন্দা।

Cooch Behar News : এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করে চলল বোমাবাজি! তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কোচবিহার
দুই অভিযুক্তকে গ্রেফতার করার পর রবিবার তাদের সিউড়ি আদালতে (Siuri Court) তোলা হয়। ধৃত দুজনকেই বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। BJP-র দাবি, মল্লিকপুর পঞ্চায়েতের গোবিন্দপুরে বিজেপির অঞ্চল সম্মেলন চলছিল। আচমকা তৃণমূলের অঞ্চল সভাপতি রঘুনাথ মণ্ডল ও তাঁর অনুগামীরা তাদের উপর হামলা চালায় বলে অভিযোগ। চোখে আঘাত লাগে সিউড়ির BJP টাউন সভাপতির। গুরুতর জখম অবস্থায় BJP নেতা সুনয়ন ভাণ্ডারিকে হাসপাতালে ভর্তি করা হয়।

Paschim Medinipur : ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত কেশপুর, জখম ১ অন্তঃসত্ত্বা মহিলা সহ ৪
ঘটনার পর দ্রুত দোষীদের গ্রেফতারের দাবিতে থানায় বিক্ষোভ দেখায় BJP। BJP-র টাউন সভাপতি সুনয়ন ভান্ডারির অভিযোগ, স্থানীয় নেতাদের দুর্নীতির কথা তুলে ধরাতেই মারধর করা হয়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বীরভূমে তৃণমূলের সহ-সভাপতি মলয় মুখোপাধ্যায় জানান, এরকম কোনও ঘটনা ঘটেছেন বলে শোনেনি। তবে ঘটে থাকলে তা অবাঞ্চিত। BJP-র অভিযোগের পরেই অভিযুক্ত তৃণমূল নেতা-কর্মীদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। এখনও পর্যন্ত অভিযুক্ত অনেকেই অধরা রয়েছেন বলে পুলিশ সূত্রে খবর। ধৃত দুজনকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। ঘটনার পর এলাকা এখনও থমথমে রয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে গোটা ঘটনায় এলাকায় রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *