Co operative Election Result: উলট পুরাণ মহুয়ার গড়ে! প্রার্থী দিতে পারল না তৃণমূল, সমবায়ে জয় সিপিএমের – nadia tehatta co operative election results cpim candidates win all the seats


West Bengal Local News পূর্ব মেদিনীপুরের পর এবার নদিয়া, আবারও সমবায়ে উঠল লাল ঝড়। ঘটেছে উলট পুরাণ। তেহট্টের (Tehatta) চাঁদেরঘাট সমবায় সমিতিতে প্রার্থীই দিতে পারেনি তৃণমূল। সমবায় সমিতির নির্বাচনে ফের দারুণ জয় সিপিএমের (CPiM Win)। নদিয়ার তেহট্টের চাঁদেরঘাট সমবায় সমিতিতে (Nadia Tehatta Chaderhat Co Operative) সবকটি আসনই সিপিএম জিতে নিয়েছে।

১৯২৬ সালে তৈরি হয় নদিয়ার তেহট্ট ১ ব্লকের চাঁদেরঘাট সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড। ১৯৭৭ সালে রাজ্যে পালাবদলের পর থেকেই ওই সমিতির নির্বাচনে জয়লাভ করে সিপিআইএম। গত ১০ ডিসেম্বর এই নির্বাচনের ঘোষণা হয়। তারপর মনোনয়ন জমার জন্য ১৫ দিনের সময় দেওয়া হয়েছিল। ২৫ ডিসেম্বর ছিল মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। কিন্তু সেই দিন অবধি কোনও তৃণমূল প্রার্থীই মনোনয়ন জমা দিতে পারেননি।

Purba Medinipur News: ভগবানপুর লালে লাল, সমবায় নির্বাচনে জোড়াফুলকে নিশ্চিহ্ন করে বামেদের জয়

রবিবার অর্থাৎ এদিন ছিল ওই সমবায়ের নির্বাচন। ৪৯ আসনের এই সমবায়ে নির্বাচনে সবকটি আসনে শুধু প্রার্থী ছিল সিপিআইএমের। বিরোধীরা প্রায় প্রার্থী দিতে না পারায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন সিপিআইএম প্রার্থীরা। এদিনই সমস্ত প্রার্থীদের জয়ী ঘোষণা করে হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। পরম্পরা বজায় থাকায় উচ্ছ্বাসে ফেটে পড়েন কর্মী সমর্থকেরা। পাশাপাশি বিকেল থেকেই শুরু হয়ে যায় বিজয় উৎসব। পঞ্চায়েতের আগে সমবায়ে বামেদের সামনে প্রার্থী দিতে না পারাকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহল। অন্যদিকে, মহুয়া মৈত্রের (Mahua Moitra) মতো দাপুটে সাংসদের গড়ে তৃণমূল প্রার্থী দিতে না পারার কারণ অনুসন্ধানে নেমেছে শাসক শিবির। পঞ্চায়েতের আগে ভুল বার্তা যেন না যায় তার জন্য সচেষ্ট শাসক শিবির। পঞ্চায়েতে ভোটব্যাঙ্ক ধরে রাখতে শুদ্ধিকরণের পথে হাঁটছে শাসকদল। প্রধান উপপ্রধানের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠলেই সঙ্গে সঙ্গে বরখাস্ত করা হবে বলে হুঁশিয়ারি দিয়ে রেখেছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)।

Co Operative Election : ভগবানপুরের ‘বদলা’ এগরায়! কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে বিপুল জয় তৃণমূলের

অন্যদিকে, একের পর এক নির্বাচনে জয়ের পর রাজ্যে নাকি ধীরে ধীরে পায়ের তলার মাটি ফিরে পাচ্ছে বামফ্রন্ট (Left Front), এমনই দাবি করছেন বামনেতারা। পূর্ব মেদিনীপুরের ভগবানপুরের (Bhagawanpur) কলাবেড়িয়া সমবায় সমিতির নির্বাচনে বামেদের নিরঙ্কুশ জয়ের পর নদিয়া তেহট্টর জয়েও উচ্ছ্বসিত বাম কর্মী সমর্থকেরা। ভগবানপুর কলাবেড়িয়া সমবায় সমিতিতে মোট আসন ছিল নয়টি। মোট ১৯ প্রার্থীর মধ্যে নয়টি আসনের নয়টিতেই জয়ী হয় বামেরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *