Duttapukur Slap Case: ‘…এমন করছেন যেন ও খুন করেছে!’ চড় কাণ্ডে অভিযুক্তের পাশেই পরিবার, বেপাত্তা শিভম – duttapukur slap case accuse shivam roy family is very worried for him


Slap at Didir Doot Programme: দিদির দূত কর্মসূচিতে ঝামেলা। খাদ্যমন্ত্রীর উপস্থিতি অভিযোগ জানাতে এসে তৃণমূলকর্মীর হাতে চড় খেলেন বিজেপি মণ্ডল সভাপতি। দত্তপুকুরের (Didir Doot Incident) ওই ঘটনার পর ২৪ ঘণ্টা কেটে গেলেও অধরা অভিযুক্ত। রবিবারও সুভাষনগরের বাড়িতে ফেরেনি চড়কাণ্ডে অভিযুক্ত শিভম রায়। পরিবারের সঙ্গে কথা বলতে গেলে তারা জানান, ঘটনার পর থেকেই বেপাত্তা শিভম। বাড়িতে ফেরেনি সে, ফোনও তুলছে না বলে দাবি পরিবারের।

ঘটনার পর শিবম রায়ের নামে থানায় দায়ের হয়েছে অভিযোগ। চড়কাণ্ডের জেরে শনিবারই শিবমের বাড়ি এসে একপ্রস্থ জিজ্ঞাসাবাদ করে তাঁর পরিবারকে। অভিযোগ, শনিবারই বাড়িতে হানা দেয় একদল বিজেপি কর্মীও। তারা রীতিমতো শাসিয়েও গিয়েছে শিবমের পরিবারকে। তাদের হুমকি শুনে ছেলের চিন্তায় অসুস্থ হয়ে বিছানা নিয়েছেন অভিযুক্ত শিবমের মা। সংবাদমাধ্যমের সামনে তাঁর ক্ষোভ উগরে দেন অভিযুক্তের দিদি। বলেন, ”আপনারা এমন করছেন যেন ও খুন করেছে।” পাড়ার লোকজনেরও একই দাবি, গতকালের ঘটনা পর থেকে শিভম এর কোন খোঁজ নেই, এলাকাতে তাকে দেখা যায়নি।

Madan Mitra on Didir Doot: ‘তৃণমূল নেতার চড় মারাটা ছোট্ট ঘটনা…’, দত্তপুকুরের ঘটনায় মন্তব্য মদনের

অন্যদিকে এই ঘটনা বিজেপি মন্ডল সভাপতি সাগর বিশ্বাস (Sagar Biswas) সহ স্থানীয় বিজেপি নেতৃত্ব দত্তপুকুর থানায় (Duttapukur Police Station) অভিযোগ জানায়। কিন্তু ২৪ ঘণ্টা কেটে গেলেও এখনও পর্যন্ত অভিযুক্ত শিভম কেন গ্রেফতার হননি সেই প্রশ্ন তুললেন সাগর বিশ্বাস। আক্রান্ত বিজেপি মন্ডল সভাপতির (BJP Mondal President) অভিযোগ, ২৪ ঘণ্টা পার হয়ে গেল আসামিকে এখনও ধরা হল না কেন? প্রশাসন এখনও কোন ব্যবস্থা নিল না? খাদ্যমন্ত্রীর উপস্থিতিতে যে ঘটনা ঘটেছে, এখনও পর্যন্ত মন্ত্রী কোনরকম বিবৃতি দিয়ে আসামীকে গ্রেফতার করার ব্যবস্থা নেওয়া হল না কেন, প্রশ্ন সাগর বিশ্বাসের।

Uttar 24 Pargana News : চড়কাণ্ডে পলাতক অভিযুক্ত ‘দিদির দূত’, তৃণমূলের সংস্রব নিয়ে অন্ধকারে মা

তাঁর দাবি, তিনি কোনও রকম রাজনৈতিক পরিচয় নিয়ে মন্ত্রীর সঙ্গে দেখা করতে যাননি, তিনি শুধুমাত্র মন্দির কমিটির সদস্য হয়েই গিয়েছিলেন মন্দির সংস্কার সহ রাস্তা সংস্কার করার দাবি জানাতে।আর তাতেই সাগরকে মার খেতে হল। ”এই রাজ্যে বিরোধীদের কী কোনও বাঁচার অধিকার নেই?” প্রশ্ন সাগর বিশ্বাসের। এইভাবেই মার খেয়ে ক্রমশ বিরোধীরা যদি বিলুপ্ত হতে থাকে তাহলে দলের নির্দেশ মত আগামীতে বৃহত্তর আন্দোলনে পথে তাঁরা নামছে বলে জানান সাগর বিশ্বাস (Sagar Biswas) ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *