Gangasagar Mela 2023 : মকর সংক্রান্তিতে ৪০ লাখ পুণ্যার্থীর ভিড়ে মুখরিত গঙ্গাসাগর – more than 40 lakhs pilgrimage present at gangasagar mela 2023 for makar sankranti


West Bengal News : ‘জয় কপিল মুনি কি জয়…’ ধ্বনিতে মুখরিত গোটা এলাকা। জনপ্লাবন গঙ্গাসাগরে! প্রত্যাশা মতো, পুণ্য স্নানে উপচে পড়ল ভিড়। মকর সংক্রান্তি পুণ্য লগ্নে শনিবার ভোর রাত থেকে গঙ্গাসাগর (Gangasagar Mela 2023) বেলাভূমিতে ভিড় করেছে কয়েক লাখ মানুষ। রবিবার সকাল থেকে গঙ্গাসাগরে চলছে পণ্যের ডুব। মোক্ষ লাভের আশায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে গঙ্গাসাগরে (Gangasagar) ভিড় জমিয়েছে মানুষজন। গঙ্গাসাগর হয়ে উঠেছে মিনি ভারতে। সাগরের জলে সিক্ত বসনে গঙ্গার পবিত্র জলে ডুব দিয়ে পাপস্খলনে নিয়োজিত তীর্থযাত্রীরা।

Gangasagar Mela 2023 : পুণ্যস্নানের মিলনতীর্থ গঙ্গাসাগর, সংক্রান্তির আগেই রেকর্ড পুণ্যার্থীর ভিড়
মকর সংক্রান্তির শাহি স্নানের তিথি শুরু হয়েছে শনিবার সন্ধ্যা থেকে শাহি যোগ থাকবে রবিবার বিকেল পর্যন্ত। গঙ্গাসাগরের (Gangasagar) স্নান ঘাট এক, দুই, তিন নম্বর… সব রাস্তাতেই পুণ্যার্থীর ঢল চলেছে সাগর স্নানে। ভিড়ের সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে নজরদারির দায়িত্বে থাকা কর্মীদের গলার স্বর। তাঁদের মুখে অবিরত শোনা গিয়েছে, ‘আগে চলিয়ে, আগে চলিয়ে’ নির্দেশ। সকালের আলো তত ক্ষণে ফুটে গিয়েছে। ভিড়ও তখন দ্বিমুখী। এক দল সাগরস্নানে ছুটছেন। অন্য দল স্নান সেরে কপিল মুনির মন্দিরের রাস্তা ধরেছেন। পরনে ভেজা জামাকাপড়। কারও কারও মাথায় পুঁটলি। ক্রমশ ভিড় এমনই বেড়েছে যে স্নান সেরে ২ নম্বর রাস্তা ধরে মন্দিরে পুজো দিতেই কয়েক ঘণ্টা সময় লেগে গিয়েছে।

Gangasagar Mela 2023 : ঘরে বসেই দেখুন গঙ্গাসাগরের মঙ্গলারতি, জানুন পদ্ধতি
ভিড়ের চরিত্রও ছিল রঙিন। এক দিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা দেহাতি মানুষেরা। অন্যদিকে খোল, করতাল নিয়ে বিদেশি পুণ্যার্থীরা। দুপুরে ভিড় সামান্য কমেছিল বটে। শনিবার সন্ধ্যায় শাহি স্নানের যোগ শুরু হতেই ঢল নেমেছে মন্দির থেকে সাগরের মধ্যবর্তী তল্লাটে। ভিড়ে অবশ্য বেগও পেতে হয়েছে পুণ্যার্থীদের। মধ্যপ্রদেশ থেকে এ বছরই প্রথম গঙ্গাসাগর এসেছেন এক তীর্থযাত্রী। তীর্থযাত্রী জানান, “চারধাম ঘুরে এখানে এসেছি। পুজো সেরে আজই বেরোনোর কথা। কিন্তু কখন যে বের হব সেটাই বুঝতে পারছি না।”

Makar Sankranti 2023: মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে মেলে অশ্বমেধ যজ্ঞের সমান পুণ্য
ভিড় সামলাতে গঙ্গাসাগরে (Gangasagar) তৎপর পুলিশ এবং স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মীরা। বিপদ ঠেকাতে সক্রিয় আছে উপকূলরক্ষী বাহিনীও। জলপথে স্পিড বোট এবং জলযান নিয়ে চলছে নিরন্তর নজরদারি। প্রতি বছরের মতোই মেলা শেষ না-হওয়া পর্যন্ত নজরদারি চলবে। গঙ্গাসাগর মেলা নিয়ে শনিবার বিকেলে জেলা প্রশাসনের সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পুলক রায়, মন্ত্রী অরূপ বিশ্বাস, সুজিত বসু, ইন্দ্রনীল সেনের মতো রাজ্যের মন্ত্রীরা। জেলা প্রশাসন জানিয়েছে, এ বছর ৩৯ লাখ পুণ্যার্থী সাগরে এসেছেন। অতিমারি পর্ব পেরিয়ে এই ভিড় ‘দেশের মিলন ভূমি’ বলেই দাবি করেছেন রাজ্য প্রশাসনের কর্তারা। মকর সংক্রান্তিতে ইতিমধ্যে গঙ্গাসাগরে এসে পৌঁছেছে ৪০ লাখ মানুষ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *