Hooghly News : রাস্তা সংস্কারের দাবিতে সিঙ্গুরে বামেদের অবরোধ, এক সপ্তাহের মধ্যে কাজের আশ্বাস বেচারামের – cpim road blocked campaign for bad condition of road in singur


West Bengal News : দীর্ঘদিন ধরে বেহাল রাস্তার কারণে সিঙ্গুরে পথ অবরোধ বামেদের। দু’দিন আগেই ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি নিয়ে সিঙ্গুরের (Singur) বিধায়ক তথা মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) আনন্দনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় জনসংযোগ করেছেন। এর দুদিন পরেই এলাকার রাস্তা সংস্কারের দাবিতে বাইক মিছিল করে আনন্দনগর তেমাথা এলাকায় পথ অবরোধ এর সামিল হল বাম যুব সংগঠনের সদস্যরা। আথালিয়া পেট্রোল পাম্প থেকে নোওয়াপাড়া অবধি বেহাল রাস্তা সারানো হল না কেন ? দিদির দূতেরা জবাব দাও ? গলায় পোস্টার ঝুলিয়ে সিঙ্গুরের আনন্দ নগর পঞ্চায়েত এলাকার আনন্দনগর বাজারে পথ অবরোধে করে DYFI সিঙ্গুর উত্তর লোকাল কমিটির কর্মীরা। বাম যুবকদের আন্দোলনকে কটাক্ষ করে পাল্টা শাসকদলের দাবি, “রাস্তার টেন্ডার হয়ে গিয়েছে, আগামী কয়েক দিনের শুরু হবে রাস্তা সংস্কারের কাজ।”

Didir Suraksha Kawach : মন্দিরে পুজো দেওয়া থেকে চায়ের ঠেকে আড্ডা, হুগলিতে ‘দিদির সুরক্ষা কবচ’-এর সূচনা মন্ত্রীর
স্থানীয় সূত্রে খবর, সিঙ্গুরের জামিনবেড়িয়া পেট্রোল পাম্প থেকে আথালিয়া, আনন্দনগর, রাজারবাথান হয়ে নোয়াপাড়া অবধি প্রায় ১৬ কিলোমিটার রাস্তার বেহাল দশা। দীর্ঘদিন রাস্তাটি সংস্কার না হওয়ার কারণে রাস্তা দিয়ে যাতায়াত করা হাজার হাজার মানুষকে নিত্যদিন সমস্যার সম্মুখীন হতে হয়। সিঙ্গুর উত্তর লোকাল কমিটির DYFI সম্পাদক সুকাজল দাস বলেন, “দিদির সুরক্ষা কবচ কর্মসূচিতে দিদির দূতেরা পাড়ায় পাড়ায় ঘুরছে তাঁরা দেখতে পাচ্ছে না রাস্তার কী অবস্থা? তাঁদেরকে প্রশ্ন করা হলে তাঁরা এড়িয়ে গিয়েছে। তাঁরা শুধু আশ্বাস দিচ্ছে রাস্তা হবে, কিন্তু কবে হবে। আনন্দনগর এলাকায় তাঁরা গিয়ে বিভিন্ন বিষয়ে আশ্বাস দিলেও রাস্তার বিষয়ে কোনও আশ্বাস দিতে পারেনি।”

Hooghly News : রাস্তা সংস্কারের পরই উঠে যাচ্ছে পিচের আস্তরণ, প্রতিবাদে অবরোধ শ্রীরামপুরে
বামেদের দাবি, ২০১৬ সালের বিধানসভা ভোটের আগে এই রাস্তা নির্মাণ করা হয়েছিল। ছয় মাস পর থেকেই রাস্তা ভাঙতে শুরু করে। রাস্তার পিচ উঠে গিয়ে বেরিয়ে গিয়েছে বড় বড় পাথর। ফলে প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা অনেকে পড়ে গিয়ে আহত হয়েছেন। স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে প্রশাসনের বিভিন্ন দপ্তরে জানিও কোন ফল হয়নি। তাই বাধ্য হয়েই রাস্তা অবরোধে নেমেছি।

Kunal Ghosh : পাঁশকুড়ায় ‘দিদির সুরক্ষা কবচ’-র প্রচার, গ্রামবাসীদের বিক্ষোভের মুখে কুণাল
এবিষয়ে সিঙ্গুরের বিধায়ক তথা রাজ্যের কৃষি বিপণন মন্ত্রী বেচারাম মান্না (Becharam Manna) বলেন, “সিপিএম ৩৪ বছরে এই রাস্তা করতে পারে নি। ২০১১ সালে এই রাস্তা তৃণমূল করেছিল। এই সিপিএম নেতারা বিভিন্ন রকম ব্যবসা করে ভারী যানবাহন ঢুকিয়ে নষ্ট করেছে। এখন আর কাজ নেই তাই মিছিল করছে।” তিনি জানান, কৃষিজ বিপণন দফতর থেকে রাস্তাটি সংস্কারের জন্য টেন্ডার হয়ে ওয়ার্ক অর্ডার বেরিয়ে গিয়েছে। এক সপ্তাহের মধ্যে রাস্তাটি সংস্কারের কাজ শুরু হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *