Lakhir Bhandar: কেবল হাত খরচই নয়, খোদ লক্ষ্মী পুজোর সংস্থান জোগাল ‘লক্ষ্মী ভাণ্ডার’ – women of murshidabad nabgram arrange laxmi puja on lakhir bhandar allowance


Makar Sankranti Laxmi Puja লক্ষ্মী ভাণ্ডারের জমানো টাকায় এবার সংস্থান লক্ষ্মীর। খোদ মা লক্ষ্মীর পুজোর খরচ জোগাল লক্ষ্মী ভাণ্ডারে আসা অর্থ। এমনি অভিনব ঘটনা ঘটল নবগ্রাম ব্লকের রাইন্ডা গ্রামে। এলাকার প্রাচীন লক্ষ্মী পুজোর ব্যয়ভার এবার গ্রামের গৃহবধূরাই নিজের কাঁধে তুলে নিয়েছেন। লক্ষ্মী ভাণ্ডারে পাওয়া টাকার জোরেই মকর সংক্রান্তিতে পুজোর দায়িত্ব নিজের কাঁধে নিয়েছেন গ্রামের মহিলারা।

রাজ্যের মহিলাদের আর্থিক স্বচ্ছলতার জন্য ২০২০-২১ অর্থবর্ষে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প চালু করে তৃণমূল দরকার। উপভোক্তাদের ব্যাঙ্ক একাউন্টে প্রতিমাসে ঢোকে ৫০০ টাকা। এবার সেই লক্ষ্মীর ভান্ডারের টাকা লক্ষ্মী পুজোয় লাগালেন রাইন্ডার মহিলা ব্রিগেড।

Saraswati Puja 2023 : স্কুল-কলেজ খোলায় বেড়েছে চাহিদা, সরস্বতী তৈরি করে লক্ষ্মী লাভের আশায় শিল্পীরা

লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সারা বছরের জমানো টাকা থেকেই এবারের লক্ষ্মী আরাধনার আয়োজন করা হয়েছে। পুজো কমিটির অন্যতম উদ্যোক্তা পূর্বাশা চন্দ্র বলেন, ৭০ বছর ধরে চলে আসছে মকর সংক্রান্তির (Makar Sankranti 2023) দিন লক্ষ্মী পুজো। এতদিন গ্রামের মানুষ চাঁদা তুলে পুজো করতেই। এবারই আমরা নিজেদের লক্ষ্মীর ভান্ডারের টাকা দিয়েই পুজোর আয়োজন করেছি। এবার থেকে প্রতিবছর লক্ষ্মীর আরাধনা রাজ্য সরকারের এই প্রকল্পের টাকা থেকে হবে বলে জানিয়েছেন গ্রামের গৃহবধূ সংগঠন।

Gangasagar Mela 2023 : পুণ্যস্নানের মিলনতীর্থ গঙ্গাসাগর, সংক্রান্তির আগেই রেকর্ড পুণ্যার্থীর ভিড়

প্রায় ৬০-৭০ বছরের প্রাচীন এই পুজো। প্রতিবছর ঘটা করেই লক্ষ্মী পুজো হয় রাইন্ডার চন্ডীমণ্ডপের দুর্গা মন্দিরে (Durga Mandir)। পুজোর আয়োজন করেন মন্দির কমিটি। এবার মহিলারা নিজেদের মধ্যে আলোচনা করেই পুজোর দায়িত্ব নিজেদের কাঁধে তুলে নিয়েছেন। প্রতিমা থেকে শুরু করে পুরোহিত, ঢাক সহ সমস্ত উপাচারের সমস্ত ব্যয়ভার বহন করছেন মহিলারা। তারা এগিয়ে আসায় পুজো নিয়ে হাঁফ ছেড়েছেন মন্দির কমিটি। গ্রামের যতজন লক্ষ্মীর ভান্ডারের উপভোক্তা রয়েছেন সকলেই হাত বাড়িয়ে দিয়েছেন। তবে কাউকে নির্দিষ্ট টাকার অঙ্ক ধার্য করে দেওয়া হয়নি। পরিবারগুলি সামর্থ্যমতো টাকা দিয়েই পুজোর আয়োজনে হাত লাগিয়েছেন। ঘটা করে শুরু হয়েছে লক্ষীর আরাধনা। রবিবার রাতে খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছে। মহিলা ব্রিগেডের বক্তব্য, এরপর থেকে পুজোর আড়ম্বরে আরও প্রসার ঘটানো হবে। পাশাপাশি, রাজ্য সরকারকে ধন্যবাদ জানিয়ে প্রকল্পের টাকার পরিমাণ বাড়ানোর দাবি জানিয়েছেন তাঁরা। রাইন্ডার মহিলাদের উদ্যোগে উৎসাহিত প্রতিবেশী গ্রামগুলি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *