Mamata Banerjee: বিধায়ক জাকিরের বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, উত্তপ্ত সোমবার জঙ্গিপুরে মমতার সভা – mamata banerjee will visit murshidabad on monday for a administrative meet


সপ্তাহ ঘোরেনি পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ অর্পিতা মুখোপাধ্যায়ের (Partha Chatterjee Arpita Mukherjee) বাড়িতে মেলা যখের ধনে স্মৃতি ফিরিয়ে আয়কর তল্লাশিতে জঙ্গিপুরের বিধায়কের বাড়ি থেকে উদ্ধার ১১ কোটি টাকা। জাকির হোসেনের বাড়ি থেকে কোটি কোটি টাকা উদ্ধারের ঘটনায় উত্তপ্ত জঙ্গিপুর। তার মাঝেই এক ঘণ্টার প্রশাসনিক সভায় যোগ দিতে সোমবার মুর্শিদাবাদ আসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। মুখ্যমন্ত্রীর সভা হবে জঙ্গিপুর (Jangipur) পুলিশ জেলার ৩৪ নম্বর জাতীয় সড়ক লাগোয়া সাগরদিঘি থানার পলারপাহাড়ে।

জেলা প্রশাসনকে চার দিনের নোটিশে মুর্শিদাবাদ সফরের প্রস্তুতির নির্দেশ দেন মুখ্যমন্ত্রীর দফতর। গত ১১ জানুয়ারি জঙ্গিপুরের বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের (Jakir Hossain) বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠানে হানা দিয়ে বিপুল পরিমাণে হিসাব বহির্ভূত টাকা বাজেয়াপ্ত করে আইটি (আয়কর দফতর)। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জেলা সফরের ঠিক আগেই চাঞ্চল্য ছড়িয়েছে এমন ঘটনায়। গত ২৯ ডিসেম্বর আকস্মিক মৃত্যু হয় সাগরদিঘির বিধায়ক তথা রাজ্য মন্ত্রী সভার সদস্য সুব্রত সাহার। রাজনৈতিক মহলের ধারণা, সাগরদীঘিতে উপ নির্বাচনের আগে সুব্রত সাহাকে শ্রদ্ধা জানিয়েই দল গোছাতে চাইছেন তৃণমূল সুপ্রিমো। তাই এই আচমকা জেলা সফর। জাকির হোসেনের বাড়িতে আয়কর হানা তৃণমূল সরকারকে ধাক্কা দিয়েছে। পঞ্চায়েত ভোটে তাঁর ফায়দা তুলতে ইতিমধ্যে নিজের জেলায় ঝাঁপিয়ে পড়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। ফলে জঙ্গিপুর পুলিশ জেলার শিল্পপতি মহল সহ রাজনৈতিক ব্যক্তিরা তাকিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় কী বার্তা দেবেন সেদিকেই।

Jakir Hossain: বাড়ি থেকে উদ্ধার নগদ ১১ কোটি টাকা, জাকিরকে কলকাতার দফতরে তলব আয়কর বিভাগের

জানা গিয়েছে, সোমবার হাওড়ার ডুমুরজোলা থেকে হেলিকপ্টারে উড়ে আসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। বেলা ১২ টায় ডোলারপাহাড়ে প্রশাসনিক সভা সেরে ফের কলকাতায় এসএসকেএমের অনুষ্ঠানে যোগ দিতে উড়ে যাবেন। সাগরদিঘির সভা থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন সহ বেশ কয়েকটি নতুন প্রকল্পের সূচনা করবেন তিনি। সয়ম্ভর গোষ্ঠী, চাষি সহ বেশ কয়েকজন উপভোক্তার হাতে সরকারি সাহায্য তুলে দেবেন বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। ইতিমধ্যে উপভোক্তাদের তালিকা তৈরি করে তাঁদের আনার প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছে প্রশাসনিক মহলে।তবে রাজনৈতিক মহলের নজর থাকবে প্র‍য়াত সুব্রত সাহা ও জাকির হোসেনের দিকে। অধীর গড়ে ২০১৬ সালের নির্বাচনে সাগিরদিঘি থেকে মুর্শিদাবাদে খুঁটি গাড়ে ঘাসফুল শিবির। সেই অর্থে সাগরদিঘি কেন্দ্র তৃণমূলের কাছে যথেষ্ট তাৎপর্যপূর্ণ।

Jakir Hossain News: বাড়ি থেকে উদ্ধার কোটি কোটি টাকা, এত নগদের উৎস কী মুখ খুললেন জাকির

পাশাপাশি আয়কর হানার ঘটনায় বিড়ি শিল্প মহলে আতঙ্ক ছড়িয়েছে। বিড়ি শিল্পীদের এই তালিকায় জাকির হোসেনের সঙ্গে রয়েছেন সাংসদ খলিলুর রহমান, সুতির বিধায়ক ইমানি বিশ্বাস। সব মিলিয়ে সুব্রত সাহা ও জাকির হোসেনকে নিয়ে কী বার্তা দিতে চান মুখ্যমন্ত্রী সেদিকেই নজর থাকছে রাজনৈতিক মহল, শিল্পপতি ও আম জনতার।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *