Mid Day Meal : মালদায় মিড ডে মিলের চালে টিকটিকি, কড়া ‘শাস্তি’-র সিদ্ধান্ত রাজ্য সরকারের – malda school headmaster and si eliminated for getting lizard and rat in mid day meal food


West Bengal News : মালদার প্রাথমিক স্কুলে মিড ডে মিলে (Mid Day Meal) টিকটিকি, ইঁদুর পাওয়ার ঘটনায় কড়া পদক্ষেপ জেলা শিক্ষা দফতরের। চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক এবং সার্কেলের এস আইকে সাসপেন্ড করা হল। পাশাপাশি, স্কুলের চুক্তিভিক্তিক কর্মী স্বপ্না সরকারকে বরখাস্তের নির্দেশ দিয়েছে শিক্ষা দফতর।

Mid Day Meal : মিড ডে মিলের চালের ড্রামে মরা টিকটিকি, ইঁদুর! প্রধান শিক্ষককে ঘিরে বিক্ষোভ স্থানীয়দের
গত বুধবার চাঁচলে বিদ্যানন্দপুর প্রাথমিক বিদ্যালয়ে (Bidyanandapur Primary School) মিড ডে মিলের জন্য মজুত করা চালের ড্রামের ভিতর পাওয়া যায় মরা টিকটিকি ও ইঁদুর। ঘটনার খবর জানাজানি হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। নড়েচড়ে বসে প্রশাসন। এই ঘটনায় BDO-র নেতৃত্বে তদন্ত কমিটি গঠন করা হয়। কমিটির রিপোর্টের ভিত্তিতে শিক্ষা দফতরের কাছে তিনজনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেন মালদার জেলাশাসক। স্কুল সূত্রে খবর, বুধবার প্রায় ৪৫ জন পড়ুয়াদের জন্য ৫০০ গ্রাম ডাল রান্না করা হয়েছিল বলে জানান রাধুনি তমিনা বিবি। স্কুলের খাবার নিম্নমানের হওয়ায় অনেকদিন ধরেই ক্ষোভে ফুঁসছিলেন এলাকার বাসিন্দারা। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে একাধিকবার জানিয়ে কোনও সুরাহা হয়নি বলে দাবি অভিভাবকদের। এদিন স্কুলে চালের ড্রামে মরা টিকটিকি (Lizard) ও ইঁদুর (Rat) দেখে ক্ষেপে ওঠেন স্থানীয় বাসিন্দা ও অভিভাবকেরা। পরে ঘটনাস্থলে চাঁচল থানার (Chanchal Police Station) পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করে।

Mid Day Meal : মিড ডে মিলের খাবারে টিকটিকি! শোরগোল পাঁশকুড়ার ICDS কেন্দ্রে
প্রসঙ্গত, গত ৯ জানুয়ারি, বীরভূমের ময়ূরেশ্বরের মণ্ডলপুর প্রাথমিক বিদ্যালয়ে মিড ডে মিলে (Mid Day Meal) মরা সাপ দেখতে পাওয়া যায়। অসুস্থ স্কুল পড়ুয়াদের রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যেই ওই এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার পরই ওই স্কুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন পড়ুয়াদের অভিভাবকরা। গোটা ঘটনার জন্য স্কুল কর্তৃপক্ষের অসাবধানতাকেই দায়ি করেছেন পড়ুয়ারা। রাজ্যে একের পর এক স্কুলের মিড ডে মিল (Mid Day Meal) নিয়ে অভিযোগ আসার ঘটনার মাঝেই রাজ্যে আসছে কেন্দ্রীয় প্রতিনিধি দল।

Mid Day Meal : মিড-ডে মিলের ডালে ভাসছে সাপ! খাবার খেয়ে অসুস্থ পডুয়ারা! ময়ূরেশ্বরে চরম উত্তেজনা
মিড ডে মিলের (Mid Day Meal) বাস্তবায়ন খতিয়ে দেখতে সম্ভবত ২০ জানুয়ারি রাজ্যে আসছে কেন্দ্রীয় দল। রাজ্য সরকারি আধিকারিকদের সঙ্গে নিয়ে তারা খতিয়ে দেখবেন স্কুলের মিড ডে মিলের অবস্থা। রাজ্য, জেলা ও ব্লক স্তর পরিকাঠামো কেমন তা খতিয়ে দেখবেন। রান্নাঘরের কী অবস্থা তা সরেজমিন পরিদর্শন করবেন কেন্দ্রীয় দলের প্রতিনিধিরা ছাত্র-ছাত্রীরা পর্যাপ্ত পুষ্টি পাচ্ছে কি না, খাবার পরীক্ষা হয় কিনা সে ব্যাপারে রিপোর্ট সংগ্রহ করা হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *