Nadia News : গাছ থেকে ঝরছে শিরীষের আঠা! পিছল পথে বাড়ছে বাইক দুর্ঘটনা – kalyani road accident due to sticky liquid is drop from trees making road slippery


গৌতম ধোনি, কল্যাণী:

লরির সঙ্গে বাইক বা সাইকেলের ধাক্কা নয়, রাস্তা পড়ে থাকা আঠালো তরলে হড়কে গিয়ে একের পর এক দুর্ঘটনা ঘটছে কল্যাণীতে (Kalyani)। শুধু শনিবারেই জেএনএম ও ইএসআই হাসপাতাল লাগোয়া ব্যস্ত রাস্তার গাছতলা দিয়ে যাওয়ার সময়ে বাইক ও সাইকেল থেকে পড়ে জখম হয়েছেন অন্তত ১৪ জন। রাস্তার ধারে থাকা পুরোনো শিরীষ গাছগুলো থেকে প্রতিদিন টুপ টুপ করে ঝরছে আঠালো তরল। তাতেই পিচ্ছিল হচ্ছে রাস্তা। ঘটছে পথ দুর্ঘটনা। গত নভেম্বর, ডিসেম্বরেও ওই একই এলাকা দিয়ে যাওয়ার পথে দুর্ঘটনায় পড়েছিলেন বেশ কয়েকজন বাইক আরোহী।

Kalyani University : মহিলা আবাসনের শৌচালয়ে বহিরাগতের উঁকিঝুঁকি! তুমুল হট্টগোল কল্যাণী বিশ্ববিদ্যালয়ে
ইতিমধ্যে কৃষি বিশ্ববিদ্যালয়ের এক অবসরপ্রাপ্ত উদ্ভিদ কীটতত্ত্ববিদের পরামর্শ নিয়ে গাছের ডগা ছাঁটা শুরু করেছেন পুরসভা কর্তৃপক্ষ। তবে সেখানেও বিপত্তি। লাক্ষার অর্থকরী দিক থাকায় গাছের ডগা চুরিও হয়ে যাচ্ছে বলে অভিযোগ।

শনিবার ওই পিচ্ছিল রাস্তা দিয়ে স্কুটি চালিয়ে যাওয়ার সময়ে পড়ে গিয়ে জখম হয়েছেন কল্যাণীর (Kalyani) এক্সপেরিমেন্টাল স্কুলের এক শিক্ষিকা দেবযানী ভট্টাচার্য। একই স্কুলের প্রাথমিক বিভাগের এক শিক্ষক ও স্থানীয় একটি উচ্চ মাধ্যমিক স্কুলের শিক্ষক, কয়েক দিন আগে পথ দুর্ঘটনার কবলে পড়েন। এদিন দুর্ঘটনায় পড়েন কল্যাণী থানার (Kalyani Police Station) এক মহিলা এএসআই-ও। পড়ে গিয়ে কেউ হাতে, পায়ে বা কোমরে চোট পেয়েছেন। কারও চশমা ভেঙে গিয়েছে। কল্যাণীর পুরপ্রধান নীলিমেশ রায়চৌধুরী বলেন, “১৪ জন নয়, শনিবার সকালে শিরীষ গাছ সংলগ্ন রাস্তা দিয়ে যেতে গিয়ে ছ’সাত জন বাইক আরোহী পড়ে গিয়েছেন বলে শুনেছি। তাদের কারুর আঘাতই তেমন বেশি নয়। সকালে কুয়াশা পড়ায় গাছ থেকে ঝরে পড়া আঠালো রস ওই রাস্তাকে পিচ্ছিল করেছে। সকালেই ওই রাস্তায় জল ঢেলে চলাচলের যোগ্য করা হয়েছে।”

Nadia News : ফের অস্ত্র উদ্ধার নদিয়ায়, সেভেন এমএম পিস্তলসহ ধৃত ১
গাছ থেকে আঠালো রস ঝরা কী ভাবে আটকানো যাবে? লাক্ষা কীট গাছের রস শুষে নেওয়ায় পুরোনো গাছগুলোও শুকিয়ে যাচ্ছে। গাছ বাঁচাতে কী উদ্যোগ নেওয়া হচ্ছে? পুরপ্রধান বলেন, “এই সমস্যা শুধু কল্যাণীর নয়, গোটা রাজ্যের। লাক্ষা কীট সংক্রমণের জন্যই গাছের নীচে এরকম রস ঝরছে। সব জায়গায় পুরোনো শিরীষ গাছে এই কীটের সংক্রমণ ঘটে বলে জানি। এটা আটকানোর কোনও ওষুধ আছে বলে উদ্ভিদবিজ্ঞানীরা আমাদের জানাতে পারেননি।” তিনি বলেন, “কৃষি বিশ্ববিদ্যালয়ের অবসরপ্রাপ্ত অধ্যাপক ও উদ্ভিদ কীটতত্ত্ববিদ পীযূষ সরকারকে আমরা পুরসভার পরিবেশ দপ্তর দেখভালের দায়িত্ব দিয়েছি। ওঁর পরামর্শে শিরীষ গাছের কচি ডাল ভাঙা শুরু করেছি। এ ছাড়া মেদিনীপুরের একটি বিশেষজ্ঞ দলেরও পরামর্শ নিচ্ছি।”

Malda Road Accident : বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা, নিয়ন্ত্রণ হারিয়ে স্বাস্থ্য দফতরের গাড়ির ধাক্কা বাইকে!
উদ্ভিদ কীটতত্ববিদ পীযূষবাবু বলেন, “লাক্ষাকীট দল বেঁধে শিরীষের কচি ডালে আক্রমণ করে। মোটা ডাল থেকে ওরা রস সংগ্রহ করতে পারে না। তাই গাছের ডগা ছাঁটার পরামর্শ দিয়েছি। লাক্ষার অর্থকরী দিক থাকায় ওই ছাঁটা ডাল থেকে পুরসভার একটা আয়ও হবে।” কিন্তু অর্থকরী দিক জানতে পেরে শিরীষ গাছের ডগা তো চোরেরাও ছেঁটে নিয়ে যাচ্ছে। পুরপ্রধানের দাবি, “আমরা সজাগ আছি।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *