Paschim Medinipur : মানা হয়নি স্বাস্থ্যসাথীর বিধি, পশ্চিম মেদিনীপুরের ২৮টি নার্সিংহোমকে শোকজ স্বাস্থ্য দফতরের – district health department twenty eight nursing home got show cause notice for bad infrastructure


West Bengal News : স্বাস্থ্যসাথী গাইড লাইন মানা হয়নি। পাশাপাশি রয়েছে স্বাস্থ্য সংক্রান্ত পরিকাঠামোগত ত্রুটিও। পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার ২৮ টি নার্সিংহোমকে তাই শোকজ জেলা স্বাস্থ্য দফতরের। মাস খানেক আগে জেলা স্বাস্থ্য দফতরের একটি টিম নার্সিংহোমগুলি পরিদর্শন করে। তাদের রিপোর্টের ভিত্তিতেই কড়া পদক্ষেপ গ্রহণ স্বাস্থ্য দফতরের (West Bengal Health Department)। ১৪ দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ না করলে আগামী দিনে নার্সিংহোমের লাইসেন্স বাতিলেরও হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

MMR Vaccine : করোনার পর বাড়ছে হাম-রুবেলা, রাজ্যব্যাপী শুরু হল টিকাকরণ কর্মসূচি
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে খবর, পরিকাঠামো গত ঘাটতি ও স্বাস্থ্যসাথী গাইডলাইন (Swasthya Sathi Guideline) মেনে না চলার জন্য পশ্চিম মেদিনীপুর জেলার ২৮ টি নার্সিংহোমকে শোকজ করেছে জেলা স্বাস্থ্য দফতর। ১৪ দিনের মধ্যে পরিকাঠামগত ঘাটতি পূরণ করার নির্দেশ স্বাস্থ্য দফতরের। নির্দেশ না মানলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়। রবিবার সকালে জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্য শংকর সারেঙ্গী জানিয়েছেন, ঘাটাল মহকুমার ছটি নার্সিংহোম সহ জেলায় মোট ২৮ টি নার্সিংহোমকে শোকজ করা হয়েছে।

Gangasagar Mela 2023 : গঙ্গাসাগরে স্নানের আগেই বিপত্তি, মৃত্যু হল হরিয়ানার এক পুণ্যার্থীর
উল্লেখ্য, বেশ কিছু অভিযোগ হাতে পেয়ে মাস খানেক আগে স্বাস্থ্য ভবন থেকে একটি টিম গোটা জেলার নার্সিংহোমগুলির পরিকাঠামো পরিদর্শন করে। তখনই একাধিক নার্সিংহোমে পরিকাঠামগত ত্রুটি ও স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে বেনিয়ম নজরে পড়েছিল স্বাস্থ্য ভবনের। স্বাস্থ্য দফতর সূত্রের খবর, এই নার্সিংহোমগুলির মধ্যে কোনওটির আরএমও নেই, তো কোনোটির আবার নেই প্রশিক্ষিত নার্স। আবার কোনও জায়গায় নেই ওটি রেজিস্টার। এমনকি স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে গাইডলাইন না মানারও গুরুতর অভিযোগ উঠেছে নার্সিংহোম গুলির বিরুদ্ধে। সে কারণেই এবার কড়া মনোভাব জেলা স্বাস্থ্য দফতরের।

Phonepe Wallet : ফোন পে আপডেট করার আগে সাবধান! মেদিনীপুরের ব্যক্তির অ্যাকাউন্ট থেকে মুহূর্তে উধাও লাখ টাকা
প্রসঙ্গত, গত বছরেই স্বাস্থ্যসাথী নিয়ে জেলা হাসপাতালগুলির জন্য কড়া পদক্ষেপ গ্রহণ করে স্বাস্থ্য দফতর। জেলা স্তরে তৈরি হয় নজরদারি টিম। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকের (CMOH) নেতৃত্বে প্রত্যেক জেলায় তৈরি হয় আলাদা পর্যবেক্ষক দল। জানানো হয়, স্বাস্থ্যসাথী নিয়ে কোনওরকম অভিযোগ এলে নেওয়া হবে আইনানুগ ব্যবস্থা। স্বাস্থ্যসাথীর সুবিধা ঠিক মতো মিলছে কি না, তা খতিয়ে দেখতে রাজ্য এবং জেলা স্তরে নজরদারি দল তৈরি করে রাজ্য সরকার৷ রাজ্য স্তরে হেলথ সার্ভিসেস-এর ডিরেক্টরকে চেয়ারম্যান করে তৈরি করা হয় নজরদারি দল।

পাশাপাশি প্রতিটি জেলাতেও জেলার চিফ মেডিক্যাল অফিসারকে চেয়ারম্যান করে নজরদারি দল তৈরি করা হয়। এরপরেই নড়েচড়ে বসে জেলা প্রশাসন। জেলার বেসরকারি হাসপাতালগুলিতে পরিদর্শন শুরু করেন স্বাস্থ্য দফতরের আধিকারিকরা। পরিদর্শনের পর রিপোর্ট হাতে আসায় এবার নোটিশ পাঠানো হল নার্সিংহোমগুলিকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *