Saumitra Khan : ‘তৃণমূলের সব পাপ ধুয়ে যাক’, মকর সংক্রান্তিতে বিতর্কিত মন্তব্য সৌমিত্র’র – bjp mp saumitra khan controversial message to tmc on makar sankranti


West Bengal News : রাজ্যের শাসক দলকে ফের বিতর্কিত ভাষায় আক্রমণ BJP সাংসদ সৌমিত্র খাঁর। মকর সংক্রান্তির পুণ্য লগ্নে তৃণমূল কংগ্রেসকে নিশানা করে সৌমিত্র খাঁয়ের (Soumitra Khan) বক্তব্য, “তৃণমূলের পাপ ধুয়ে যাক।” রবিবার পুণ্য স্নানের আগে শাসক দলের উদ্দেশে এই প্রার্থনাই করলেন BJP-র রাজ্য সহ সভাপতি তথা বাঁকুড়ার বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ।

Soumitra Khan : ‘…জুতো মারতেও ছাড়ব না’, BJP সাংসদ সৌমিত্র খাঁয়ের মন্তব্যে বিতর্ক
রবিবার দুর্গাপুর ব্যারেজে (Durgapur Barrage) দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে মকর স্নানে গিয়ে যোগদান করেন তিনি। পুণ্য স্নান কর্মসূচিতে যোগদানের আগে সৌমিত্র খাঁ বলেন শাসক দলের বিরুদ্ধে ব্যবস্থা একাধিক অভিযোগ তুলে বলেন, “তৃণমূলের উপর থেকে নিচ প্রত্যেকটা নেতা পাপী। যুবরা পাপের রাজা।” আর তৃণমূল কংগ্রেসে (Trinamool Congress) সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে (Abhishek Banerjee) ‘পাপের বংশধর’ বলেও এদিন কটাক্ষ করতে শোনা যায় তাঁকে। উল্টোদিকে ‘ফেস্টিভ মুডে’ থাকা তৃণমূল নেতাদের এ বিষয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Malda News : মন্ত্রীর গড়েই দলে ভাঙন, ব্লক সভাপতি-পঞ্চায়েতের প্রধান সহ ৫০০ তৃণমূল কর্মী-সমর্থকের দলত্যাগ
মকর স্নানের দিনেও রাজনীতিকে দূরে সরিয়ে রাখলেন না বিষ্ণুপুরের BJP সাংসদ সৌমিত্র খাঁ। রবিবার সংক্রান্তি উপলক্ষ্যে পুণ্যস্নান সেরেও শাসক দলকে একহাত নিয়ে বেলাগাম মন্তব্য করেন BJP সাংসদ। তিনি বলেন, “মকরের পবিত্র সন্ধিক্ষণে তিনি ডুব দিয়ে স্নান করে তৃণমূল কংগ্রেসকে পাপ মুক্ত করার প্রার্থনা করেছেন।” প্রসঙ্গত, গত কয়েক মাসে একের পর এক দুর্নীতিতে নাম জড়িয়েছে শাসক দলের নেতা, মন্ত্রীদের। নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে আবাস যোজনায় দুর্নীতি একাধিক অভিযোগ রয়েছে শাসক দলের বিরুদ্ধে। ইতিমধ্যে জেলা হেফাজতে রয়েছেন তৃণমূলের প্রাক্তন শিক্ষা মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় থেকে শুরু করে বীরভূমে তৃণমূলের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। তৃণমূলের নেতা – কর্মীদের একাংশের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠে আসার পরিপ্রেক্ষিতে মন্তব্য করতে গিয়ে বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় BJP-র বিষ্ণুপুরের সাংসদকে।

BJP Bengal: ‘আঁশ বটি- মুড়ো ঝাঁটা নিয়ে তৈরি থাকুন, গাছে বেঁধে পেটান!’ বীরভূমে BJP নেতাদের হুংকার
প্রসঙ্গত, দুদিন আগেই স্বামী বিবেকানন্দের জন্মবার্ষিকীতেও বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাঁকে। স্বামীজির সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) তুলনা টেনে সৌমিত্র বলেন, “স্বামীজি আমাদের কাছে ভগবানতুল্য। উনি যুব সমাজের নয়নের মণি। অন্য দিকে, নরেন্দ্র মোদী নিজের মাতৃবিয়োগের পরেও যে ভাবে দেশের মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন, তাতে আমার মনে হয়, আধুনিক ভারতে স্বামীজি নবরূপে নরেন্দ্র মোদী হিসাবে জন্মগ্রহণ করেছেন।” এই মন্তব্যের পর চূড়ান্ত কটাক্ষ করে তৃণমূল নেতৃত্ব। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ কটাক্ষ করে বলেন, “যাঁরা নরেন্দ্র মোদীর মধ্যে নরেন্দ্রনাথ দত্তকে দেখতে পান, তাঁদের মস্তিষ্ক মানবসভ্যতার ইতিহাসে বিরল মস্তিষ্ক। তা নিয়ে গবেষণা হওয়া উচিত।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *