SSC Scam Case : নথি নিয়ে নিজামে ফের তলব কুন্তল, তাপসকে – cbi called kuntal ghosh and tapas mondal again with documents at nizam palace


এই সময়: প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতিতে একের পর এক বোমা ফাটিয়েই চলেছেন মানিক ভট্টাচার্যের (Tapas Mandal) ঘনিষ্ঠ তাপস মণ্ডল (Manik Bhattacharya)! তাঁর নিশানায় এক দিকে যেমন রয়েছেন তৃণমূল যুবনেতা কুন্তল ঘোষ (Trinamool Youth Leader Kuntal Ghosh), তেমনই হুগলির আর এক ব্যক্তির নামও শোনা গিয়েছে। অভিযোগ, চাকরি দেওয়ার নাম করে ওই ব্যক্তির কাছেও টাকার ভাগ গিয়েছে। এই রহস্যভেদে তাপস এবং কুন্তলকে মুখোমুখি জিজ্ঞাসাবাদ করতে চায় CBI। শনিবারই কুন্তলকে ব্যাঙ্কের নথি এবং সম্পত্তির হিসেব নিয়ে নিজাম প্যালেসে (Nizam Palace) ডাকা হয়েছিল। তাপসকেও ডাকা হয়। কিন্তু কেউ আসেননি। সিবিআই (CBI) সূত্রে খবর, আগামী সপ্তাহের গোড়ায় দু’জনই হাজিরা দিতে পারেন।

Primary TET Scam In West Bengal : ৩ কোটি কোন পথে ১০০ কোটি? তদন্ত করে দেখছে সিবিআই
শুক্রবার সংবাদমাধ্যমে তাপস দাবি করেছিলেন, “কুন্তল শুধু প্রাথমিকের চাকরিপ্রার্থীদের থেকে টাকা তোলেননি, উচ্চপ্রাথমিক, এমনকী সংগঠক শিক্ষক পদে চাকরি দিতেও টাকা তুলেছেন। টাকা নেওয়ার বিষয়টি জানতে পেরে বার বার কুন্তলকে ফেরত দেওয়ার জন্যেও বলেছিলাম। কিন্তু ফেরত দেননি।” রীতিমতো হিসেব দিয়ে তাপস দাবি করেন, “২০১৬ থেকে ২০১৯ পর্যন্ত কুন্তল প্রাথমিকের পরীক্ষার্থীদের চাকরি দেওয়ার নাম করে ৩২৫ জনের থেকে মোট ১৯ কোটি ৪৪ লক্ষ ৫০ হাজার টাকা নিয়েছেন। উচ্চপ্রাথমিকে ২৬০০ জনের কাছ থেকে ৫০ হাজার করে টাকা নেওয়া হয়েছে। সংগঠক শিক্ষক পদের জন্যেও ১০ কোটি টাকা তুলেছেন কুন্তল।” এই প্রেক্ষিতেই কুন্তলকে ২০১৬ থেকে ২০২১ পর্যন্ত ব্যাঙ্কের নথি নিয়ে আসতে বলা হয়েছে বলে সিবিআই (CBI) সূত্রের খবর।

Primary TET Scam: নিয়োগ দুর্নীতিতে ১০০ কোটির মধ্যে ১৯ কোটির ‘ভাগ’ হুগলির যুবনেতার, কে এই কুন্তল ঘোষ?
তবে তাপসকে ইতিমধ্যে আইনি নোটিস পাঠিয়েছেন কুন্তল। তাঁর আইনজীবী পিন্টু কাঁড়ার বলেন, “CBI আমার মক্কেলকে ডেকেছে। আগামী সপ্তাহে আমরা নথিপত্র নিয়ে যাব।” তাপসের অভিযোগ প্রসঙ্গে আইনজীবীর দাবি, “আমাদের বিরুদ্ধে যে কুৎসা করা হচ্ছে, তার মোকাবিলা আইনি ভাবেই করা হবে। আমাদের হাতেও তথ্য রয়েছে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *