Trinamool Congress : ‘চাবকে পিঠে চামড়া তুলে নেবে…’ BJP-র বিরুদ্ধে বেলাগাম মন্তব্য বাঁকুড়ার তৃণমূল নেতার – tmc leader controversial comment on opposition leader at bankura


West Bengal News : বিরোধী রাজনৈতিক দলকে আক্রমণ করতে গিয়ে ফের বেলাগাম মন্তব্য তৃণমূল নেতার। এবার রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি সাংসদ সৌমিত্র খাঁদের ‘চাবকে পিঠের চামড়া তুলে’ নেওয়ার হুঁশিয়ারি দিলেন INTTUC নেতা সোমনাথ মুখোপাধ্যায়। শনিবাসরীয় বিকেলে বাঁকুড়ার (Bankura) বড়জোড়া (Barjora) ফুটবল মাঠে দলের শীর্ষ নেতৃত্বের উপস্থিতিতে এক সভায় বক্তব্য রাখছিলেন তিনি। সেই সময়েই বিরোধী নেতাদের বিরুদ্ধে একের পর এক বিতর্কিত মন্তব্য করতে শোনা যায় তাঁকে।

Saumitra Khan : ‘তৃণমূলের সব পাপ ধুয়ে যাক’, মকর সংক্রান্তিতে বিতর্কিত মন্তব্য সৌমিত্র’র
সভায় বক্তব্য রাখতে গিয়ে INTTUC নেতা সোমনাথ মুখোপাধ্যায় এদিন বলেন, এ রাজ্যে BJP মানে ‘পাগল দিলীপ’, ‘চিটিং সৌমিত্র খাঁ’ আর ‘মিরজাফর শুভেন্দু অধিকারী’। এরপরেই তিনি শুভেন্দু অধিকারীর নাম করে বলেন, ‘তোদের প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে’? …আজকে শান্ত বাঁকুড়াকে অশান্ত করার চেষ্টা করা হলে আমরা তৃণমূল যারা তৃণমূল করি তারা হাতে চুড়ি পরে নেই, তৃণমূল কর্মীরা হিজড়ে না। পরবর্তীকালে উস্কানীমূলক বক্তব্য রাখলে বড়জোড়া-বাঁকুড়ার মানুষ ‘চাবকে পিঠের চামড়া তুলে নেবে’ বলে তিনি হুঁশিয়ারি দেন।

Suvendu Adhikari : ‘এবারের পঞ্চায়েত গণতন্ত্র প্রতিষ্ঠার ডু অর ডাই লড়াই’, মন্তব্য শুভেন্দুর
INTTUC নেতা সোমনাথ মুখোপাধ্যায় যখনএই উস্কানীমূলক বক্তব্য রাখছেন তখন সেই মঞ্চে বসে ছিলেন দলের বাঁকুড়া ও বিষ্ণুপুর এই দুই সাংগঠনিক জেলা সভাপতি যথাক্রমে দিব্যেন্দু সিংহ মহাপাত্র, অলোক মুখোপাধ্যায় সহ অন্যান্য শীর্ষ নেতৃত্ব। তার এই মন্তব্যের পরেই জোর জল্পনা শুরু হয়ে যায় জেলার রাজনৈতিক মহলে।

শুক্রবার বিকালে বাঁকুড়ার বড়জোড়ায় সভা করে BJP। শনিবার সেই একই জায়গায় পালটা সভা করে তৃণমূল। সেই সভাতেই ভরা মঞ্চে সোমনাথ মুখোপাধ্যায় বলেন, “শুভেন্দু অধিকারী বলেছেন, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল নাকি তাদের বাধা দেবে। আমি শুভেন্দু অধিকারীকে বলছি, তোদের প্রার্থী দেওয়ার ক্ষমতা আছে? BJP বলে এখানে কিছু নেই। তাদের প্রার্থী দেওয়ার ক্ষমতা নেই।” এই মন্তব্যের পর কড়া সমালোচনা শোনা যায় BJP নেতাদের গলায়।

Suvendu Adhikari : ‘দিদির দূতেরা মাল কামাচ্ছে…’, শাসকদলকে আক্রমণ শুভেন্দুর
বাঁকুড়ারBJP বিধায়ক নিলাদ্রীশেখর দানা বলেন, “তৃণমূল বরাবরই হিটলার রাজ চালাচ্ছে। তৃণমূল এ রাজ্যে আসায় রাজ্যের মানুষ ভেবেছিল CPIM-এর অপশাসন থেকে মুক্তি পাবে। কিন্তু চোর তাড়াতে গিয়ে ডাকাতকে এ রাজ্যের ক্ষমতায় বসানো হয়েছে। তৃণমূল আপাদমস্তক চুরি দুর্নীতিতে ডুবে যাওয়ায় মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে।” পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনীতির পারদ চড়ছে প্রতিটি জেলাতেই। এর মাঝেই বেলাগাম মন্তব্য তাতে আরও ইন্ধন যোগাচ্ছে বলে ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *