আপনারা কি সংসার করতে চান? বিচারকের প্রশ্ন শুনে কী জবাব দিলেন সৌমিত্র-সুজাতা


মৃত্যুঞ্জয় দাস: বিবাহ বিচ্ছেদের মামলা নিয়ে আদালতে উঠেছেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও তৃণমূল নেত্রী সুজাতা খাঁ। সেই মামলার শুনানিতে আজ ফের তাঁরা জানালেন, আর তাঁরা একসঙ্গে থাকতে চান না। অনেক ভেবেচিন্তেই তারা ওই সিদ্ধান্ত নিয়েছেন। তবে মামলার গতি প্রকৃতি যা তাতে খুব দ্রুত মামলার নিস্পত্তি নাও হতে পারে না বলে মনে করছেন সৌমিত্রর আইনজীবী।

আরও পড়ুন-কোনও অদল-বদল নয়, পাকাপাকি ভাবে এরাই করুক ওপেন, পরামর্শ গৌতির

বাঁকুড়ার বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ২০১৬ সালে ১ জুলাই সুজাতা মন্ডলকে বিয়ে করেন। ২০১৯ সালের লোকসভা নির্বাচনে বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী সৌমিত্রকে জেতানোর মূল কারিগর ছিলেন তাঁর স্ত্রী সুজাতা। পরে ২০২০ র ডিসেম্বরে তৃণমূলে যোগ দেন সুজাতা। ওইদিনই সংবাদমাধ্যমে সুজাতার সাথে সম্পর্ক ত্যাগ করার কথা জানান সৌমিত্র। এরপরই আদালতের দ্বারস্থ হয়ে সৌমিত্র স্ত্রীর সাথে পাকাপাকিভাবে সম্পর্ক ছেদের জন্য ডিভোর্স মামলা দায়ের করেন।

সেই মামলায় আজ মিউচুয়াল ডিভোর্সের শুনানি হল বাঁকুড়া জেলা আদালতের দ্বিতীয় অতিরিক্ত দায়রা বিচারক প্রশান্ত মুখোপাধ্যায়ের এজলাসে। প্রায় এক ঘন্টা ধরে দুজনের উপস্থিতিতে চলে শুনানি। সুজাতা খাঁ জানিয়েছেন এই ডিভোর্সের মামলায় তাঁর কোনো দাবি দাওয়া নেই। বিষয়টি বিচারাধীন। আদালত চাইলে দ্রুত এই মামলার নিস্পত্তি হবে। অন্যদিকে, সংবাদমাধ্যমে সৌমিত্র খাঁ বিষয়টিকে ব্যক্তিগত বিষয় বলে এড়িয়ে যান। 

সৌমিত্রর আইনজীবী সোমনাথ রায় চৌধুরী বলেন, বিবাহ বিচ্ছেদের এই মামলাটি যাতে তাড়াতাড়ি শেষ হয় তার জন্য আমরা আবেদন করেছিলাম। আজ বিচারক জিজ্ঞাসা করেন, আপনারা কি সংসার করতে চান? দুজনেই বলেন, না। আমরা বিবেচনা করেই সিদ্ধান্ত নিয়েছি যে আমরা আর সংসার করব না। মামলাটি শিয়ালদহ কোর্টে নিয়ে গিয়েছিলেন সৌমিত্র খাঁ। পরে মামলাটি বাঁকুড়ায় ফেরত পাঠানো হয়। মামলার নিস্পত্তি হওয়ার মতো পরিস্থিতি এখনও আসেনি। আরও দুটো শুনানি হতে পারে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *